তুলনামূলক বিচারবোধই গণতন্ত্রের পথ,পারফেকশনিজম ফ্যাসিবাদের

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: শুক্র, ০৭/০৯/২০০৭ - ১১:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এটি আমার কথা নয়, আমার পূর্বের একটা পোস্টে অতিথি অপ্রিয়র মন্তব্যের অংশবিশেষ। শুধু এই মন্তব্যটিই বেশ ইন্টারেস্টিং; আর সাথে ঐ পোস্টে ছিল হাসিনা-খালেদা বিষয়। তাই আমার প্রতিমন্তব্যও ছিল। এখানে সেটাই আরেকটু ডিটেইল দিলাম পোস্ট আকারে (বিস্তারিত আলোচনা উপভোগ করা যাবে এই আশায়!)-

'তুলনামূলক বিচারবোধ' একটা জটিল শব্দসমাহার। এর জন্য যেমন বিচারবোধ থাকাটা জরুরী, তেমনি তুলনা করার মত বিবেচ্য বিষয়ও থাকা আবশ্যক। গণতান্ত্রিক ব্যবস্থায় হয়ত প্লাটফর্মটা আছে, কারো বা কোনো মতের পক্ষে-বিপক্ষে তুলনামূলক বিচার চালানোর সম্ভাবনা হয়ত আছে কিন্তু সহনশীলতা না থাকলে এই বিচারবোধ পচা আলুর মত গণতন্ত্রের গায়ে গন্ধ ছড়াতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় তুলনামূলক বিচারবোধ নিঃশ্বাস নিতে পারে তখনই যখন সেই ব্যবস্থায় সহনশীলতা থাকে। তাছাড়া এই শব্দসমাহারের কোনো মূল্য নেই বলেই আমার কাছে প্রতীয়মান হয়।

উদাহরণ আমাদের স্যুডো-গণতান্ত্রিক দুই দলের হাসিনা-খালেদা।
এই দুই নেত্রীর ডিকশনারীতে সহনশীলতা শব্দটা কখনো ছিলো না।
তাই একজনের বিবেচনা আরেকজনের তুলনার পাল্লায় কখনই উঠেনি।
আর তাদের বোধ যে কতটুকু, তা পরস্পরের প্রতি ছুঁড়ে দেয়া বাণীগুলো থেকেই বোধগম্য। এমনকি চুলাচুলিও বোধহয় এক্ষেত্রে একটা দুর্বল রূপক।

আর আম জনতা আমাদের বিচারবোধ তো পরীক্ষিত, এরশাদ মামু রংপুরের পোলা-তাই সীল মারো লাঙ্গলে, জিয়াউর রহমানের আছিলো কেবল ভাংগা সুটকেস- তাই সীল মারো ধানের শীষে,২১ বছর ক্ষমতা পায় নাই-তাই সীল মারো নৌকায়।
পাছায় তুমুল ডান্ডার বাড়ি খেয়েও আমরা এখন রাতে সুনিদ্রায় যাই বেবাক দুর্নীতিবাজরা ধরা খাইতেছে দেইখা।

আমাদের তুলনামূলক বিচারবোধ এই যে, আমরা তুলনা করি মন্দে-মন্দে। তারপর ক্ষীন একটা চেষ্ঠা চালাই অপেক্ষাকৃত কম মন্দকে বেছে নিতে। কিন্তু আমরা কখনই মন্দকে ছুড়ে ফেলে দিতে পারি না।

এই যখন অবস্থা, তখন মনে হয়, বোকাদের সংশয় থাকতে নেই।

এই যখন পরিস্থিতি, তখন হাস্য কৌতুকের সময় অসময় থাকে না। সবচেয়ে বড় হাস্য তো হাসান মোরশেদের পোস্টের ছবিটা!

সবশেষে আসি পারফেকশনিজমের ব্যাপারে। আমি ঠিক নিশ্চিত নই ফ্যাসিবাদ পারফেকশনিজমের পুজারী কি না। ফ্যাসিবাদ কেবল নিজের পূজা করে এটা শুধু বলতে পারি।
তবে আমাদের দেশে পারফেকশনিজমের পূজা করে কেবল জামাতে ইসলাম। প্ল্যানিং আর এক্সিকিউশন দুটোতেই মারাত্মক পারফেকশনিস্ট এই দল।
তা না হলে ৭১-এর এত বড় দুর্বৃত্তরাই কি করে এত তাড়াতাড়ি বাংলার মসনদের পায়া ধরে থাকে!


মন্তব্য

অতিথি এর ছবি

আমি কিন্তু দুই নেত্রির বিচারবোধ এর কথা বলিনি, বলেছি আমাদের নিজেদের বিচারবোধ এর কথা। ধরা যাক ৩০% ভোট গোঁড়া আওয়ামী, ৩০% গোঁড়া বি এন পি, বাকী ২১% কিন্তু ক্ষমতার নির্ণায়ক। সৎ শিক্ষিত ২৫% এর তুলনামূলক বিচারবোধই কিন্তু সব দেশে ক্ষমতার নির্ণায়ক।
আমাদের শিক্ষিতরা যেন ঈশ্বরের দৃষ্টিতে (গদস এয়ে ভিউ) রাজনীতিকে দেখছি, সেই জন্য আমাদের অবসেসিভ এটিচ্যুড বারবার পারফেকশনিস্টদের (যারা একটি রাতারাতি একটি পারফেক্ট সমাজের লোভ দেখায়) ফাঁদে পড়ে হাবুডুবু খাচ্ছে।

- অপ্রিয়

ফারুক হাসান এর ছবি

পয়েন্ট নোটেড

-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

হাসান মোরশেদ এর ছবি

আমি নিজে কোন কিছুতেই পারফেকশনিস্ট না । সেটা মেনে নিয়েই জিজ্ঞাসা পারফেকশনিজমকে কেনো নেগেটিভ এট্রিবিউট হিসাবে বিবেচনা করছেন? ফ্যাসিজম পারফেকশনিজমের পুজা করে-সেটাই বা কোন তথ্য কিংবা তত্বের ভিত্তিতে?
আমি আসলে বুঝতে চাচ্ছি পারফেকশনিজম শব্দপ্রয়োগে আপনি আসলে কোন অবস্থাকে বুঝাতে চেয়েছেন?

ফ্যাসিবাদীরা তা সে ধর্মীয়,জাতীয়তাবাদী বা রাজনৈতিক আদর্শভিত্তিক ফ্যাসিবাদ হোক-একধরনের এক রৈখিক ব্যবস্থা তৈরী করতে চায় যেখানে জার্মানরাই নীল রক্ত কিংবা মুসলমানরাই খোদার আশির্বাদপ্রাপ্ত অন্যরা অভিশাপগ্রস্ত,সমাজতন্ত্রী ছাড়া অন্য সবাই রাষ্ট্র ও সমাজের শত্রু । অনেক ভুলভ্রান্তির পর ও সোশাল ডেমোক্রেসিই এখন পর্যন্ত বহুরৈখিক সমাজব্যবস্থাকে প্রাধান্য দেয় ।

আশা করছি, আরো বিস্তারিত আলোচনা হবে ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ফারুক হাসান এর ছবি

আমার কাছে মনে হয়ছে, গনতান্ত্রিক সমাজ আর ফ্যাসিবাদ দুক্ষেত্রেই একরৈখিক ব্যবস্থার দিকে ধাবমান একটা স্রোত থাকে। তবে গনতন্ত্রের ক্ষেত্রে এটি অনেক সূক্ষ্ম। ফ্যাসিবাদে এটা মোটা দাগে করা হয়।
নীল রক্তের জার্মানদের তরুন সমাজ এখন অতীতের পাপস্খলন করতে নিজেকে যথেষ্ট আকারে বিনম্র রাখার চেষ্ঠায় রত- এটিকেও নিজেকে একরৈখিক করার সূক্ষ প্রচেষ্ঠা বলে মনে হয় (যদিও ফ্যাসিবাদ সেখানে আর নেই)।

-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

হাসান মোরশেদ এর ছবি

সুমন চৌধুরী কি বলেন এ বিষয়ে? কিংবা ভাস্কর? শোমচৌ? সুমন রহমান কি খুব ব্যস্ত ইদানিং?

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ফারুক হাসান এর ছবি

সবাই একযোগে ব্যস্ত হইলে হইবে ক্যামনে?
সুমন চৌধুরী, ভাস্কর, শোমচৌ,সুমন রহমান, ইশতিয়াক রউফ আপনারা আওয়াজ দেন তাড়াতাড়ি।

----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

ইশতিয়াক রউফ এর ছবি

হাত চুলকাচ্ছে লেখার জন্য। আধাদিন পথে থাকবো, এর পরে নাহয় কোন এক Starbucks-এ ঢুকে মন্তব্যযুদ্ধে অংশ নিবো।

ফারুক হাসান এর ছবি

চুলকাচ্ছে বলেই তো লিখবেন।অংশগ্রহন কিন্তু আশানুরূপ হয় নাই এখনও !!

-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

অতিথি এর ছবি

কথা সত্য যে পারফেকশনিজমের অনেক অর্থ। যারা কাজে খুঁত সইতে পারে না, কাজ ভাল করে করতে চায় সেই পারফেকশনিস্টদের কথা নয়, তারা উপকারী । আমি বলতে চেয়েছি পারফেকশনিজমের মানে "একদল লোক যারা অবসেসড টু এ পারফেক্ট ওয়াল্ড অর সিস্টেম, উইদাউট কনসিডারিং দি নলেজ, রিয়ালিটি এন্ড হিস্ট্রি" যারা সাধরণত "নিউরোটিক পারফেকশনিস্ট"। দেখুন:
http://en.wikipedia.org/wiki/Perfectionism_(psychology)
প্যাথলজিক্যালি এরা নিজের ত্রুটি দেখতে অক্ষম, তাই নিজের সমর্থক দেরও কোন ত্রুটি এরা দেখেনা। সব দোষ দেবার জন্য এরা এক নন্দঘোষ খুঁজে বের করে ও মনে করে নন্দঘোষকে সমূলে উৎপাটন করলেই তারা তাদের "পারফেক্ট ওয়াল্ড" খুঁজে পাবে।
আমার ধারণা সোশ্যাল এলিয়েনেশন ও এভয়ড্যান্ট অ্যাটিচ্যুড নিউরোটিক পারফেকশনিস্টদের তৈরী করে । এলিটদের মধ্যেই এদের দেখা যায় বেশি।

- অপ্রিয়

ফারুক হাসান এর ছবি

আমার ধারণা সোশ্যাল এলিয়েনেশন ও এভয়ড্যান্ট অ্যাটিচ্যুড নিউরোটিক পারফেকশনিস্টদের তৈরী করে । এলিটদের মধ্যেই এদের দেখা যায় বেশি।

অপ্রিয়র এই কথা যদি সত্যি বলে ধরে নেই তাহলে কিন্তু আমাদের দেশের উদাহরন বলে যে পারফেকশনিজমের সবচেয়ে বড় পুজারীরা না গণ মানুষের গণতন্ত্রে বিশ্বাসী, না ফ্যাসিবাদে। আমাদের এলিটদের মস্তিষ্কপ্রসূত 'নাগরিক সভা' কিংবা 'সিপিডি'র ব্রেইনে পারফেকশনিজমের যত নিউরন অনুরণিত হয়, তার সিকিভাগও হয় না আওয়ামী-জাতীয়তাবাদী গণতন্ত্রের কিংবা তত্ত্বাবধায়ক সরকারের কিংবা সেনানায়কদের মাথায়। অর্থনীতির বইয়ে যত এজাম্পশন আর থিওরিটিক্যাল কেস থাকে তার সাইডএফেক্ট হিসেবে আমাদের তত্ত্বে বিশ্বাসী এলিটদের চোখে পারফেকট ওয়ার্ল্ডের রংগীন চশমা ঝুলে থাকে সারাজীবন।

কিন্তু একজন প্রফেসর রেহমান সোবহান কোনোদিন না হবেন জনতার নায়ক কিংবা কোনোদিন ফ্যাসিবাদের।

-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

ইশতিয়াক রউফ এর ছবি

ভাল লিখেছেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।