ঘরকুনো ব্যাঙের আকাশ মাথার উপর খাট। সেই খাটের উপর দুই ফ্ল্যাট বডি ভালোবাসা বেঁচে নাক ডাকিয়ে ঘুমোয়- আর আমরা ব্যাঙপরিবার কিয়ামতের শিংগায় ফুঁ পড়ল ভেবে এক লাফে দুনিয়া পেরিয়ে আরেকটা আকাশ খুঁজি; টেবিলের তলায়।
ব্যাঙের ঘরকুনো কথন। আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
মন্তব্য
ব্যাঙের ঘরকুনো কথন।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
নতুন মন্তব্য করুন