লেখালেখি ভাল লাগে না আর-
যাই লিখি তাল হয়, এক গাল হেসে বলি
কি লিখি, বাল।
লেখালেখি ভাল লাগে না আর-
এইবার লাগালাগি ঘরে শুয়ে পাশের খড়ের স্তুপে
খোলস ছাড়ানো সাপ হবো
লেখালিখি ভাল লাগে না আর-
কি লিখি বালছাল।
যতনে কুড়ানো কুমড়োর ফুলে
থুই থকথকে সবুজ পোঁকা-
এখন
দহনের কাল।
মন্তব্য
ভালো মানুষ লেখালেখি করে না
ছেড়ে দেন
বাড়িতে জায়গাজমি থাকলে...
আর না থাকলে অজ্ঞান পার্টিতে সদস্য হবার জন্য আবেদন করুন
বেশ বলেছেন।
তবে, শুধু খারাপ মানুষই যদি লেখালেখি করে , তাহলে তো লেখালেখিটা ছাড়া যাচ্ছে না আপাতত (অত ভালো এখনও হইতে পারি নাই, তার উপর আবার গরীব :) )।
আর শুনেছি, যাদের দ্বারা কিছু হয়না তারাই লেখালেখি করে।
তাইলে অজ্ঞান পার্টিতে সদস্য পদ পাওয়াটা খুব একটা সহজ হবে বইলে মনে হচ্চে না।
কি আর করা, বালছালই লিখি।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
আমারো এখন তাই ধারণা হচ্ছে । শেষ দুই লাইন একসাথে একেবারেই যায় নাই।:(
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
নতুন মন্তব্য করুন