চাই শুধু তোমাকে প্রার্থনায় আমি

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: শুক্র, ০২/১১/২০০৭ - ৭:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তখন ছিলো বর্ষায় ভেজা আকাশ, বাতাসে মাটির গন্ধ, কৃষ্ণচূড়ার ডালে আগুন, টিপ টিপ বৃষ্টির ফোটায় সময়ের থমকে যাওয়া। বন্ধুর হাতে আধপোড়া সোনালী পাতা, গীটারে টুং টাং, দুপুরের অলস ঘুম। বিছানায় কারো ফেলে যাওয়া ভেনগার্ডের পাতা উল্টানো ধামাচাপা বিপ্লব, জানালার শিকে লজ্জানত একটা শালিক আর টেবিলে শার্লক হোমস। এইসব ভাবতাড়িত খন্ডজীবন ফেলে ঘরের বাইরে বেরুতেই পিলপিল করে পিপড়ার সাড়ির মত কানে ঢুকে টিং টিটিং টিংটিনাটিন টিং টং টিংটাটিং। তোমার তরে আমার আর্তনাদ, পিয়ানোর কাছে বিক্রি হয়ে যায় আমার সোল, আত্মা। পাশের কারো অলস গণকযন্ত্রে তখন-

চাই শুধু তোমাকে প্রার্থনায়
চাই শুধু তোমাকে
আমি।

শুনবেন?


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

শুনলাম ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।