আমাদের সচলায়তন হতে পারে বাংলাদেশের শক্তিসমস্যা নিয়ে আমাদের উদ্বেগ, জ্ঞান, ভাবনা, চিন্তা, গবেষণা এবং পরিকল্পনাগুলোকে শেয়ার করার এবং তার মাধ্যমে ক্ষুদ্র হলেও নতুন কোনো দিকনির্দেশনা পাবার একটা দারুণ প্লাটফর্ম। উদ্যোগ নিলে কি না হয়! পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সচল এবং অতিথি সচলেরা যদি উদ্যোগী হন, শক্তি নিয়ে যার যার ধারণা, অভিজ্ঞতা এবং জ্ঞানকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হলেও একটা প্লাটফর্মে একীভূত করেন, তাহলে আমরা নিশ্চই আজ থেকে দশ/পনেরো/বিশ বছর পরে হলেও বাংলাদেশকে বিদ্যুৎ এবং অন্যান্য বিকল্প শক্তিতে স্বয়ংসম্পূর্ণ একটি দেশে পরিণত করার যুদ্ধে সামিল হতে পারি।
এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা এই ইবই করার প্রস্তাব করছি। সকল পূর্ণ এবং অতিথি সচলের কাছে আমরা প্রস্তাব রাখছি, আপনার শক্তি বিষয়ক যে কোনো পোষ্ট এই ইবইয়ে সংযোজন করবেন। এই ইবইয়ের লক্ষ্য তিনটি।
প্রথম দুটি লক্ষ্য অর্জিত হলে তৃতীয়টির কাজ অনেকটাই সহজ হবে। তৃতীয় লক্ষ্যটি একটি ব্যাপক কার্যযজ্ঞ বলে মনে হলেও তার বাস্তবায়ন সম্ভব। আমরা যদি সচলের শক্তিকে একত্র করতে পারি আর স্বেচ্ছাশ্রম/গবেষণার মনোভাব নিয়ে আগাই তাহলেই সেটা সম্ভব। খুশির কথা, ইতিমধ্যেই অনেকে এতে ইতিবাচক সায় দিয়েছেন।
শুরুটা তাই শক্তি সম্পর্কিত পোষ্টগুলোকে একটা বইয়ের ফর্মেটে আনা দিয়েই হচ্ছে। এই ইবইয়ে যোগ করুন আপনার পোষ্টগুলো, নানান বিষয়ের উপর, যেমন-
বিভিন্ন বিকল্পশক্তির উপর সাধারণ পোষ্ট ছাড়াও আমরা নানানধর্মী পোষ্টের আশা করছি। যেমন,
যারা ব্যাংকিং নিয়ে কাজ করেন বা ধারণা রাখেন (যেমন, হাসিব, রিয়াজ, সুবিনয়, ....) তাদের কাছ থেকে শক্তিখাতে বিনিয়োগের উপযোগিতা, উৎসাহ, অর্থনৈতিক মডেল, এনালাইসিস, আয়-ব্যয়, প্রতিবন্ধকতা ইত্যাদি নিয়ে পোষ্ট,
যারা ব্যবসাপ্রশাসনে আছেন (যেমন, সুবিনয়, সিরাত, ....) তাদের কাছ থেকে তাদের দৃষ্টিকোণ থেকে কিভাবে শক্তিখাতে বিনিয়োগ করা নিয়ে ভাবেন সেই বিষয়ে পোস্ট,
যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে শক্তি নিয়ে কাজ করছেন বা ধারণা রাখেন (যেমন, হিমু, জ্বিনের বাদশা, রেজওয়ান, শামীম, শিক্ষানবিস, রাগিব, দিগন্ত, ....) তাদের কাছ থেকে প্রায়োগিক ব্যাপারগুলো নিয়ে পোষ্ট,
যারা কাজ করছেন আবহাওয়া, ভূ-তত্ত্ব, জলবায়ু, পানি, বাতাস, ভূমি, সৌরতাপ এবং আঞ্চলিক যেসমস্ত ব্যাপারগুলো শক্তিখাতের সাথে জড়িত সে বিষয়ে (যেমন, দ্রোহী, হিমু, সচল জাহিদ, দিগন্ত, স্বাধীন, ....) তাদের কাছে তথ্যভিত্তিক পোষ্ট, বিশেষ করে বাংলাদেশের উপর প্রাসঙ্গিক তথ্যগুলো খুব কাজে দেবে,
যারা বাংলাদেশের পানি, বায়ু, যোগাযোগ, অবকাঠামো, পরিবেশ ইত্যাদি নিয়ে কাজ করছেন বা করেছেন (যেমন, সচল জাহিদ, ষষ্ঠ পাণ্ডব, গৌতম, কিংকং, সবজান্তা, .... এবং সকল পূর্ণ ও অতিথি সচল ), তাদের কাছ থেকে বাংলাদেশের শক্তিসমস্যা এবং সমাধানের উপর পোষ্ট,
প্রবাসী সচলদের কাছ থেকে প্রবাসের শক্তি অবকাঠামো সম্পর্কে পোষ্ট,
এবং সবার কাছ থেকে আরো অনেক অনেক অনেক পোষ্ট। দয়া করে সবাই পোষ্টগুলোকে এই ইবইয়ে সংযোজন করে নেবেন, সেটাই মূলত লক্ষ্য। কোনো পোষ্টকে ইবইতে যোগ করতে হলে ইবইয়ের পাতা হিসেবে সেটিকে লিখুন এবং প্যারেন্ট হিসেবে ইবইটাকে সিলেক্ট করে দিন।
আশা করা যায়, ভবিষ্যতে যারা শক্তি বিষয়ে জানতে আগ্রহী হবেন কিংবা গবেষণা করতে উৎসাহী হবেন তাদের জন্য এবং শক্তি সম্পর্কে সচেতনতা তৈরিতে সচলায়তনের এই ইবই কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে। এই ইবই সম্পর্কিত যে কোনো সাজেশন দয়া করে মন্তব্যের ঘরে জানাবেন।
মন্তব্য
ইবুকের আইডিয়া তো আপ্নেরই!
আগে প্রকাশিত প্রাসঙ্গিক পোষ্টগুলো কীভাবে এখানে জুড়ে দেয়া যায়?
আগের লেখকদের অনুমতি সাপেক্ষে ব্লগ থেকে বইতে কনভার্ট করে জুড়ে দেয়া যায়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সেক্ষেত্রে সব সচলকে অনুরোধ জানাবো, আপনার শক্তি বিষয়ক পোষ্টগুলো এই ইবইয়ে জুড়ে দিন। তাহলে কাজটা সহজ হবে।
চমৎকার উদ্যোগ! হিমুর সাথে অনেক আগে একবার এরকম একটা আইডিয়া নিয়ে আলোচনা করেছিলাম। বলা বাহুল্য সময়াভাবে আর আগানো হয় নাই।
সমস্যা হচ্ছে আমার ঢাকার বাসায় গোটা পাঁচেকের বেশী বই পড়ে আছে এসব বিষয়ে। হাতের কাছে নেই। স্মৃতি আর অনলাইন রিসোর্স ঘেঁটে হয়ত কিছু লেখা যায়। দেখা যাক সময় করতে পারি কিনা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নীচের বিকল্প সোর্সগুলো গুরুত্বপূর্ণ:
১। সোলার
২। উইন্ড
৩। জিওথার্মাল
৪। টাইডাল ওয়েইভ
৫। বায়োগ্যাস
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অসাধারণ উদ্যোগ। আমি নন্টেকি লোক। আমার কাজ শুধু এগুলা পইড়া পইড়া জানা।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
বদ্দার মন্তব্যে ঐ দিলাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
পুরনো পোস্টগুলি সব গুছিয়ে লেখা না। ব-e এর পাতায় বরং গুছিয়ে লেখার চেষ্টা করা যায়। পুরনো লেখাগুলির লিঙ্ক প্রসঙ্গ এলে দিয়ে রাখা যাবে।
আর একটা দিকে পোস্টে আলোকপাত করা হয়নি তেমন ... পানি! সচলে কয়েকজন জলজ্যান্ত জলসম্পদকৌশলী আছেন, তাঁরা পানির গতি আর স্থিতিশক্তিকে কাজে লাগানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে পাতা যোগ করতে পারবেন।
এই মুহূর্তে যা জরুরি মনে পড়ছে, সুবিনয় আর হাসিব বাংলাদেশে শক্তিখাতে বিনিয়োগে ব্যাঙ্কগুলির করণীয় সম্পর্কে লিখতে পারেন। বিশেষ করে ঋণ নিয়ে বিনিয়োগ করে একজন শক্তিব্যবসায়ী কীভাবে কী হারে কবে নাগাদ লাভের মুখ দেখতে পারবেন, ফিন্যান্সের সেই জটিল ব্যাপারে আলোকপাত জরুরি।
জলযোগ করে দিচ্ছি এখনই!
দারুন উদ্যোগ ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ফারুক এবং হিমু
চমৎকার উদ্যোগ। আমি জলবিদ্যুৎ বিশেষ করে নদী ব্যারেজ, জোয়ার ভাটা ও সামুদ্রিক ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের উপর একটা পোষ্ট দিব।
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
বিস্তারিত লিখবেন আশা করি।
ভালো আইডিয়া দিছোস মামা।
চমৎকার এই উদ্যোগের সাথে আছি। জাহিদ যদি জলবিদ্যুতের উপর লিখে তবে আমার সেখানে যুক্ত করার বিষয় সামান্যই থাকবে বলে মনে হয়। তারপরও আমি ওকে সহযোগিতা করবো। আমি আপাতত যেটা করছি সেটাই করে যাই। এটা শক্তির সাথে সরাসরি যুক্ত নয়, তবে দশ/পনের বছরের পর যে বাংলাদেশ এর স্বপ্ন দেখি আর তাতে সচলের যে অবদান তার সাথে সম্পর্কিত থাকবে কোন সন্দেহ নেই। আমি বাংলাদেশের মত রাষ্ট্রের জন্য একটি সামাজিক বা অর্থনৈতিক ব্যবস্থার জন্য কাজ করছি। একটি নুতন রাজনৈতিক মতাদর্শ দাঁড় করানো যায় কিনা তা দেঁখছি। দেখা যাক কতটুকু কি করা যায়। সকলের সহযোগিতা এবং মূল্যবান মন্তব্য আশা করছি আমার লেখা গুলোতে।
চমৎকার উদ্যোগ।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
দারুণ উদ্যোগ!
রঙ্গিন মডুগণ, এই পোস্টটা কয়েকদিন নীড়পাতায় স্টিকি করলে ভালো হত না?
যুক্ত করে দিলাম। আগেরবারে মিস করে গেছি বলে দুঃখিত।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
গ্রেট!
____________
অল্পকথা গল্পকথা
লিখার ইচ্ছা রাখলাম! ভাল উদ্যোগ!
বাংলাদেশের যতগুলো সমস্যা নিয়ে আমাদের দুশ্চিন্তা করার আছে জ্বালানী শক্তি সমস্যা হলো তার মধ্যে এক নম্বর। নবায়নযোগ্য শক্তি ছাড়া বাংলাদেশের মতো দরিদ্র দেশের জ্বালানী সমস্যার সমাধান কখনোই সম্ভব নয়। ভিক্ষা করে হলেও যদি তেমন প্রযুক্তি আমদানী করতে হয় আমি তার পক্ষে।
কিছুদিন আগে VIVACE(Vortex Induced Vibrations Aquatic Clean Energy) নামের প্রযুক্তির কথা পত্রিকায় পড়ার পর আমি একজন নন-টেকি হয়েও ব্যাপারটা মাথার ভেতর থেকে ফেলতে পারছিলাম না।
পরিবেশবান্ধব এই যুগান্তকারী প্রযুক্তির উদ্ভাবক যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের ন্যাভাল আর্কিটেকচার ও ম্যারিন ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর Dr. Michael M. Bernitsas। নদী বা সমুদ্রের বহমান স্বল্পগতির জলরাশির গতিকে কাজে লাগিয়ে ঘুর্নায়মান টারবাইনের সাহায্যে বিদ্যুত উৎপাদন সম্ভব। মিশিগান ইউনিভার্সিটির ল্যাবরেটরীতে পরীক্ষা-নিরীক্ষা সফল হবার পর বর্তমানে ডেট্রয়েট নদীতে একটা প্রোটোটাইপ পরীক্ষার প্রস্তুতি চলছে।
বৈপ্লবিক এই প্রযুক্তির বাস্তবায়ন সম্ভব হলে সারা বিশ্বের জ্বালানী সমস্যার বিরাট অগ্রগতি হবে। আর বাংলাদেশের মতো নদী নির্ভর দেশের জন্য এটা পোয়াবারো। প্রযুক্তির প্রোটোটাইপ পরীক্ষা শেষ হবে এবছরের শেষ দিকে।
বাংলাদেশের ভাগ্য বদলের সম্ভাব্য এই প্রযুক্তি আমার নজর কেড়েছিল বলে ব্যক্তিগত আগ্রহে যোগাযোগ করেছিলাম প্রযুক্তির আবিষ্কারক Dr. Bernitsas সাথে। বাংলাদেশে এই প্রযুক্তির প্রয়োগের প্রাসঙ্গিকতা উল্লেখ করে আমার কিছু প্রশ্ন নিয়ে আমি ওনাকে একটা মেইল পাঠিয়েছিলাম। উনি বলেছেন বাংলাদেশের জন্যও এটি কাজে লাগতে পারে এবং বললেন ওনার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। আমি বিশ্বাস করি বাংলাদেশ এটা নিয়ে একটা দুরতম স্বপ্ন দেখতে পারে।
প্রযুক্তিটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য http://www.vortexhydroenergy.com
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
মনের মতো একটা বিষয়। অনেক ধন্যবাদ উদ্যোগ গ্রহণের জন্য। মাঝখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে একটা লেখা রেডি করে বাংলা অনুবাদ শুরু করেছিলাম। কিন্তু আগানো হয়নি। সময় করে ছেড়ে দিবো আশা করি।
জীবনের গতি বুঝি ঐ শক্তির কাছে পরাজিত হয়। সেই শক্তির মত্ততা এবার ধরা দেবে চিন্তাশীল সচল/অতিথি সচল এর হাত ধরে সচলায়তনের পাতায়। পাঠকের সারিতে নিজেকে রাখব অবশ্যই।
আর যদি কোন স্ফুলিঙ্গ আগুন জ্বালতে সাহায্য করে তবে কীবোর্ডে রাখব হাত। (আশাহীনতায় এক কামলার আশা)
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
নতুন মন্তব্য করুন