৩ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০২/১২/২০১০ - ৭:২০অপরাহ্ন)
"এবং অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা এখনও টিকিয়া আছে"...... আমাদের সেই তেলাপোকার মাহাত্য অনুধাবন করা উচিৎ; অন্তত আকুপাংচার শিখিতে কাজে লাগে জীববিজ্ঞান ক্লাসে......আমিই আরম্ভ করিতাম কিন্তু ফরমালিন আমার আয়ত্তে নাই.........ঃ[
৪ | লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: বিষ্যুদ, ০২/১২/২০১০ - ৭:২৯অপরাহ্ন)
প্রভার সাথে নাটক আর টকশোতে জোকার্জাফরের সাথে সঙ্গতি দেয়াকেই এখন আশু পেশা হিসেবে বিবেচনা করতে পারে। ক্রিকেট ভদ্রলোকের খেলা, তওবা করে এটা এখন আশুর ছেড়ে দেয়া উচিৎ।
কেন এরকম হয়? তার হাতে সব শট আছে, ২/৪ টা খেলায় সে তা দেখিয়েছে। দুনিয়ার তাবত ক্রিকেট পন্ডিত স্বীকার করেন এই ছেলেটার প্রতিভার কোন অভাব নাই। তারপরও কেন সে পারেনা? অসম্ভব রাগ লাগে তার বালখিল্য খেলা দেখে। আজাইরা শট খেলে আউট হয়ে লক্ষ লক্ষ দর্শকের সরব নিরব গালি খেতে খেতে ফেরার সময় তার কি খারাপ লাগেনা? ড্রেসিংরুমে ফিরে কোচের অধিনায়কের গোমরা মুখ দেখে গোপনে সে নিশ্চিত কান্নাকাটি করে। আহারে বেচারা।
----------------
অনঘ
আমাদের সব (ক্রিকেট) প্লেয়ারকেই আমি অতি বেশি ভালবাসি, তারা খারাপ করলেও ভালবাসি। আমার ভালবাসায় বোধহয় প্রেম বেশি, তাই এরা খারাপ করলেও কিছু বলতে ইচ্ছে করে না। মন খারাপ হয় শুধু। মনে মনে ভাবি আবার সব ঠিক হয়ে যাবে।
আশরাফুল আবার তার আগের ফর্ম ফিরে পাবে সেই প্রত্যাশা করি।
পিপিদা, আমারো মন খারাপ হয়। তবে আশরাফুলের জন্য না, টিম হারে বৈলা। আর রাগ হয় এইসব প্লেয়ারের উপর। এরা সাকিবের মত ঠান্ডা পোলারে পর্যন্ত ক্ষ্যাপায়া দিছে। আমরা দর্শকরাই যে পরিমাণ বিরক্ত, একজন পরাজিত ক্যাপ্টেনের বিরক্তি তাহলে কী পরিমাণ হৈতে পারে চিন্তা করেন!
সাকিবের এ ধরনের বক্তব্য টিমের জন্য ভালো বলে আমার মনে হয় না। সাকিব খুবই ভালো খেলোয়াড় হতে পারে, তবে তার আরো ডিপ্লোম্যাটিক হতে হবে। এভাবে কোন কিছুর সমাধান হয়না, নতুন সমস্যা তৈরী হয়।
সাকিব আজ যা বলবে সবাই শুনবে, কেউ শক্ত কিছু বলবে না। কারণ সাকিব রান করছে, দলকে বিজয় এনে দিচ্ছে। তবে এই কথাগুলোই ভবিষ্যতে তার দিকে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। আমাদের পত্রিকা-রিপোর্টিংএর ইতিহাস তাই বলে।
আপনার পোস্টার ভালো হয়েছে। বিশেষ করে মুলা হাতে ধরিয়ে দেয়াতে ওকে ভালো লজ্জা দেয়া হয়েছে।
আমি সাকিবের সাথে একমত এবং তার এই আউটবার্স্ট দলের মধ্যে তুলকালাম কিছু করে ফেলবে বলে মনে হয় না। বরং অন্যদের এখন বোঝার সময় এসেছে যে সাফল্যের পাশাপাশি ব্যর্থতার দায়ভারও নিজেদের কাধে নিতে হবে। সাকিব যখন খারাপ খেলবে এবং সাকিবের রিপ্লেসমেন্ট থাকবে তখন তাকেও কতাগুলো শুনতে হবে। তাই বলে কি সে অধিনায়ক হিসেবে তার খেলোয়াড় ও বোর্ডের ভুল নিয়ে কথা বলতে পারবে না? আর সাকিব মনে হয় আশরাফুল না যে সে পত্রিকার রিপোর্ট আর টিভি ক্যামেরার প্রেশারে নিজের খেলা ভুলে যাবে। আমি মনে করি, সাকিব যে কথাগুলো বলেছে সেগুলো অবশ্যই বলা উচিত এবং বলার জন্য এই সময়টাই ছিল পারফেক্ট।
৩০ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৩/১২/২০১০ - ১২:৪৬পূর্বাহ্ন)
পিপিদা, আমারো মন খারাপ হয়। কিন্তু আশ্রাফুল এখন উলুবনের বাঘ। চোট্টা রশিদ লতিফের টিমরে হারাইয়া সে সোনার পদক আনসে, সেই জন্য তারে অভিনন্দন। কিন্তু তাই বইলা এত তাড়াতাড়ি তারে দলে ঢোকানোটা ঠিক হয় নাই।
৩২ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৩/১২/২০১০ - ৪:৩৭পূর্বাহ্ন)
প্রথম ম্যাচেই আশরাফুলকে নেয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। তার কারণে ইনফর্ম ব্যাটসম্যান রকিবুলের জায়গা হয়নি দলে। দেখুন আজকের প্রথম আলোর খবর :
প্রথম ম্যাচে অবিবেচকের মতো আউট হয়ে দ্বিতীয় ওয়ানডের দলে নিজের জায়গাটা রকিবুলকে ‘উপহার’ দিয়ে দিয়েছেন তিনি (আশরাফুল)!
সাকিবের আলোচিত সংবাদ সম্মেলন নিয়ে আলোচনার ভিড়ে কাল আশরাফুলের বাদ পড়াটাই বড় খবর ছিল। প্রথম ম্যাচের আগে কোচের কাছ থেকে আশ্বাস পেয়েছিলেন, প্রথম তিনটা ম্যাচ খেলার সুযোগ পাবেন। অথচ এখন প্রথম ম্যাচের পরই বাদ! যতটুকু জানা গেছে, প্রথম ম্যাচে আশরাফুলের আউট হওয়ার ধরনটাকে চূড়ান্ত অমনোযোগিতার উদাহরণ হিসেবে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সে কারণে টানা তিন ম্যাচ খেলার সুযোগটা হারালেন আশরাফুল।
৪৪ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৩/১২/২০১০ - ৫:০৯পূর্বাহ্ন)
এককালে আশরাফুলের বড় ভক্ত ছিলাম। ২০০৪-০৫ এর দিকে। ভাবতাম, একমাত্র এই পোলাটাই বাংলাদেশরে একা একটা ম্যাচ জিতাইতে পারে। ইউটিউবে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের সাথে ওর ব্যাটিং-এর ক্লিপ যে কতবার দেখছি হিসাব নাই। কিন্তু এরপর যা হইছে তার কারণ মনে হয় একটাই - মানসিক। একে তো একের পর এক নতুন প্লেয়ার দলে আসছে যা আশরাফুলের উপর প্রেশার বাড়াইছে, অন্যদিকে আশরাফুল মূলত বেকুব কিছিমের। অনেকটা Boolean Logic-এর উপরে চলে। ধরেন, ও যখন 'ধীরে-সুস্থে' খেলে, তখন খালি বল ঠেকাইতে থাকে, এক/দুই রান যে নেওয়া যায় এইটা মনে থাকে না মনে হয়। আর, মারতে গেলে তো কথাই নাই - কোন বল মারা যায় আর কোনটা যায় না ওইটা হিসাবের মধ্যেই আনে না। দুই কেসেই পরিণতি এক - একটা 'অশ্রাব্য গালি দেওয়ার উপযোগি' টাইপের শট খেইলা আউট হইবো। আগে তাও এক অর্থবছরে একটা ভালো ইনিংস খেলতো, এখন এক আওয়ামী/বিএনপি আমলে একবার খেলে। পুলাডার জন্য খারাপ লাগে।
শুভাশীষদা, আপনারে খুশি করতে পেরে আম্মো খুব খুশি হলুম
এমনিতে অবশ্য কিরকেট সম্বন্ধেই একটু বেশি খোঁজখবর রাখি। তার উপর মোগো দ্যাশ বলে কথা, ভাল খেললে একটু বেশিই খুশি লাগে। এইটা আমার চেনাপরিচিত বহুজনেরই।
তাছাড়া যে সময়টায় হট প্রসপেক্ট হিসাবে আশরাফুলের উত্থান সেই সময় আমরা কলেজে, অতএব তাকে নিয়ে একটু বেশিই আলোচনা হত। তারপর সেই পরিমাণেই হতাশ করতে শুরু করে।
রাজ্জাককে ব্যাপক অভিনন্দন, হ্যাট্রিক করার জন্য।
সাকিব আর রাজ্জাক ছাড়া দেখতেছি আর কেউ এই সিরিজে উইকেট পাচ্ছে না। সবচেয়ে বড় ফ্লপ মাশরাফি। মাশরাফির ফর্মে ফেরা জরুরী, নইলে বিশ্বকাপে খবর আছে।
আমি এই জিনিসটাও বুঝলাম না। ইনজুরি কাটায়া উঠলেই যাকে তাকে দলে নিতে হবে নাকি? ফর্মহীন মাশরাফি দলে কামব্যাক করে কীভাবে? রুবেলকে নিলে এর চাইতে ভাল হৈত।
৫ উইকেট নিয়া রাজ্জাক আর ৪ উইকেট নিয়া সাকিব তো হেগো হাতে হারিকেন ধরায়া দিছে। আর বস, টিম সিলেকশন করে যারা তাগো মাথাত কি আছে কে যানে, নাইলে বাশ্রাফুলরে দলে নেয় কেউ? ঠিকমত রিহ্যাব নিয়ে ফর্ম ফিরে পাবার কনসেপ্ট নাই অনেকেরই। আর বাশের ফুল বাশ্রাফুল খেলবো কি, তার সময় আছে পাকটিশ করার, নাটক করতে হয়, হেড়ে গলায় গান গাইতে হয়!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
৫১ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৪/১২/২০১০ - ৭:৪৪পূর্বাহ্ন)
মাশরাফিকে এই সিরিজে না নিলে ওর ম্যাচ প্রাক্টিস কিভাবে হতো? বিশ্বকাপের আগে এটাই শেষ আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ। জিম্বাবুয়ের সাথে হয়তো মাশরাফির খুব ভালো বোলিং না হলেও বাংলাদেশের খুব একটা ক্ষতি হবে না (যদি অন্য স্পিনাররা ভালো করে) কিন্তু বিশ্বকাপে ইনফর্ম মাশরাফিকে বাংলাদেশের দরকার হবে। তাই মাশরাফিকে নেয়াটা আমার মতে ঠিকই আছে।
তবে মাশরাফি থাকতে সাকিবকে অধিনায়ক করাটা ঠিক হয়নি আর যখন করাই হয়েছে তখন একবারে বিশ্বকাপ পর্যন্ত করা উচিত ছিল তাতে ও দল নিয়ে আরো চিন্তাভাবনা করার সুযোগ পেত।
আশু আর রকিবুল ছাড়া ঐ পজিশনে আর কেউ নাই খেলার মতো?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
মন্তব্য
রবার্ট ব্রাউনিং এর একটা কবিতা পড়েছিলাম দ্য পাট্রিয়ট নাম। সেইটা মনে পড়ে গেল।
প্রথম আলোয় সাকিবের বক্তব্য দেখে মনে হলো সে ও খুবই অসন্তুষ্ট এসব বিলো মিডিওকার প্লেয়ার তার কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য।
পোস্টার দারুণ হইসে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
কাকস্য পরিবেদনা
"এবং অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা এখনও টিকিয়া আছে"...... আমাদের সেই তেলাপোকার মাহাত্য অনুধাবন করা উচিৎ; অন্তত আকুপাংচার শিখিতে কাজে লাগে জীববিজ্ঞান ক্লাসে......আমিই আরম্ভ করিতাম কিন্তু ফরমালিন আমার আয়ত্তে নাই.........ঃ[
প্রভার সাথে নাটক আর টকশোতে জোকার্জাফরের সাথে সঙ্গতি দেয়াকেই এখন আশু পেশা হিসেবে বিবেচনা করতে পারে। ক্রিকেট ভদ্রলোকের খেলা, তওবা করে এটা এখন আশুর ছেড়ে দেয়া উচিৎ।
_________________________________________
সেরিওজা
আমি আশরাফুলকে আদর করে আশু ডাকার তেব্র নিন্দা জানাচ্ছি।।
তবে মনে হয়না নাটকে আশরাফুল সুবিধা করতে পারবে বরং প্রভার সাথে......
পাগল মন
হাতে মূলা
ও মডুদাদা, ভোট দেওন যায়না কেনু? কেনু? কেনু? কেনু?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
গরম আইডিয়া।
আরেকটা পোস্টার পোস্টার খেলার আয়োজন করা হবে নাকি হে?
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আবার জিগস উকিল বেয়াই!
আমি জানি, আপ্নের হাত নিশপিশ করতেছে। নামায়া ফালান, আজকে হোক পোস্টার নাইট!
বেশি জোস!
দুর্দান্ত!
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আল্লা, আশরাফুলকে তো ইশমাট্ লাগতেসে।।
_______________________________________________
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???
আশরাফুলও ইশমাট আর তেলাপোকাও পাখি।
পাগল মন
বিষয়টা কি?
--------------------------------------------------------------------------------
বিষয় তেমন কিছু না। এ ট্রিবিউট টু আওয়ার গ্রেট প্লেয়ার আশরাফুল
--------------------------------------------------------------------------------
পারফেক্ট।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ঝাঁকাসস...
-মেফিস্টো
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
"চৈত্রী"
...........................
Every Picture Tells a Story
ব্যিয়াপোক
কেন এরকম হয়? তার হাতে সব শট আছে, ২/৪ টা খেলায় সে তা দেখিয়েছে। দুনিয়ার তাবত ক্রিকেট পন্ডিত স্বীকার করেন এই ছেলেটার প্রতিভার কোন অভাব নাই। তারপরও কেন সে পারেনা? অসম্ভব রাগ লাগে তার বালখিল্য খেলা দেখে। আজাইরা শট খেলে আউট হয়ে লক্ষ লক্ষ দর্শকের সরব নিরব গালি খেতে খেতে ফেরার সময় তার কি খারাপ লাগেনা? ড্রেসিংরুমে ফিরে কোচের অধিনায়কের গোমরা মুখ দেখে গোপনে সে নিশ্চিত কান্নাকাটি করে। আহারে বেচারা।
----------------
অনঘ
আইডিয়াটা জটিল হইছে। দুর্দান্ত!!!!!!!!!
ফাইনৈছে।
আমাদের সব (ক্রিকেট) প্লেয়ারকেই আমি অতি বেশি ভালবাসি, তারা খারাপ করলেও ভালবাসি। আমার ভালবাসায় বোধহয় প্রেম বেশি, তাই এরা খারাপ করলেও কিছু বলতে ইচ্ছে করে না। মন খারাপ হয় শুধু। মনে মনে ভাবি আবার সব ঠিক হয়ে যাবে।
আশরাফুল আবার তার আগের ফর্ম ফিরে পাবে সেই প্রত্যাশা করি।
পিপিদা, আমারো মন খারাপ হয়। তবে আশরাফুলের জন্য না, টিম হারে বৈলা। আর রাগ হয় এইসব প্লেয়ারের উপর। এরা সাকিবের মত ঠান্ডা পোলারে পর্যন্ত ক্ষ্যাপায়া দিছে। আমরা দর্শকরাই যে পরিমাণ বিরক্ত, একজন পরাজিত ক্যাপ্টেনের বিরক্তি তাহলে কী পরিমাণ হৈতে পারে চিন্তা করেন!
সাকিবের এ ধরনের বক্তব্য টিমের জন্য ভালো বলে আমার মনে হয় না। সাকিব খুবই ভালো খেলোয়াড় হতে পারে, তবে তার আরো ডিপ্লোম্যাটিক হতে হবে। এভাবে কোন কিছুর সমাধান হয়না, নতুন সমস্যা তৈরী হয়।
কালের কণ্ঠে: সাকিবের ইচ্ছামতোই সব হয়, হবেও
সাকিব আজ যা বলবে সবাই শুনবে, কেউ শক্ত কিছু বলবে না। কারণ সাকিব রান করছে, দলকে বিজয় এনে দিচ্ছে। তবে এই কথাগুলোই ভবিষ্যতে তার দিকে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। আমাদের পত্রিকা-রিপোর্টিংএর ইতিহাস তাই বলে।
আপনার পোস্টার ভালো হয়েছে। বিশেষ করে মুলা হাতে ধরিয়ে দেয়াতে ওকে ভালো লজ্জা দেয়া হয়েছে।
আমি সাকিবের সাথে একমত এবং তার এই আউটবার্স্ট দলের মধ্যে তুলকালাম কিছু করে ফেলবে বলে মনে হয় না। বরং অন্যদের এখন বোঝার সময় এসেছে যে সাফল্যের পাশাপাশি ব্যর্থতার দায়ভারও নিজেদের কাধে নিতে হবে। সাকিব যখন খারাপ খেলবে এবং সাকিবের রিপ্লেসমেন্ট থাকবে তখন তাকেও কতাগুলো শুনতে হবে। তাই বলে কি সে অধিনায়ক হিসেবে তার খেলোয়াড় ও বোর্ডের ভুল নিয়ে কথা বলতে পারবে না? আর সাকিব মনে হয় আশরাফুল না যে সে পত্রিকার রিপোর্ট আর টিভি ক্যামেরার প্রেশারে নিজের খেলা ভুলে যাবে। আমি মনে করি, সাকিব যে কথাগুলো বলেছে সেগুলো অবশ্যই বলা উচিত এবং বলার জন্য এই সময়টাই ছিল পারফেক্ট।
পিপিদা, আমারো মন খারাপ হয়। কিন্তু আশ্রাফুল এখন উলুবনের বাঘ। চোট্টা রশিদ লতিফের টিমরে হারাইয়া সে সোনার পদক আনসে, সেই জন্য তারে অভিনন্দন। কিন্তু তাই বইলা এত তাড়াতাড়ি তারে দলে ঢোকানোটা ঠিক হয় নাই।
-কুটুমবাড়ি
বলা মুশকিল রে ভাই। তবে আরো কয়েকদিন পরে ঢোকাতে পারতো বোধহয়। সামনের ম্যাচে (যদি দলে থাকে) আর ফিফটি মারে, তখন কী বলবেন?
প্রথম ম্যাচেই আশরাফুলকে নেয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। তার কারণে ইনফর্ম ব্যাটসম্যান রকিবুলের জায়গা হয়নি দলে। দেখুন আজকের প্রথম আলোর খবর :
প্রথম ম্যাচে অবিবেচকের মতো আউট হয়ে দ্বিতীয় ওয়ানডের দলে নিজের জায়গাটা রকিবুলকে ‘উপহার’ দিয়ে দিয়েছেন তিনি (আশরাফুল)!
সাকিবের আলোচিত সংবাদ সম্মেলন নিয়ে আলোচনার ভিড়ে কাল আশরাফুলের বাদ পড়াটাই বড় খবর ছিল। প্রথম ম্যাচের আগে কোচের কাছ থেকে আশ্বাস পেয়েছিলেন, প্রথম তিনটা ম্যাচ খেলার সুযোগ পাবেন। অথচ এখন প্রথম ম্যাচের পরই বাদ! যতটুকু জানা গেছে, প্রথম ম্যাচে আশরাফুলের আউট হওয়ার ধরনটাকে চূড়ান্ত অমনোযোগিতার উদাহরণ হিসেবে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সে কারণে টানা তিন ম্যাচ খেলার সুযোগটা হারালেন আশরাফুল।
-কুটুমবাড়ি
লাইকস্
-কুটুমবাড়ি
(তালিয়া)
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
আস্রাবুলের ক্ষ্যামা দেওয়ার সময় হয়া গেছে, এইডা তারে কেউ বুঝায়া কয় না ক্যা !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আহেম আহেম!
হ্যাঁ-হ্যাঁ, ঝেড়ে কাশুন! মনে যা আছে বলে ফেলুন, ভয়ের কিছু নাই। আমরা আমরাই তো !
চরম পোস্টার হইসে।
পাগল মন
১। পোস্ট টা স্টিকি করা হউক
২। পোস্টার বানায় আশরাফুলরে গিফট করা হউক।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
হ। ভাইনাখট গেশেঙ্ক।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এইডা কি ?! বাইন-মাছের গোশ্ত ? জার্মানিতে পাওয়া যায় নাকি ?
আরে না কুবের মাঝি। এইটা হলো 'ক্রিসমাস উপহার' এর মেড-ইন-জর্মন্দেশ ভার্সন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ইয়ে জার্মানির বালিকারাও কি এরকম শক্ত খটমটে?
'সুন্দরী বালিকা' এর জার্মান প্রতিশব্দ কী?
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
এককালে আশরাফুলের বড় ভক্ত ছিলাম। ২০০৪-০৫ এর দিকে। ভাবতাম, একমাত্র এই পোলাটাই বাংলাদেশরে একা একটা ম্যাচ জিতাইতে পারে। ইউটিউবে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের সাথে ওর ব্যাটিং-এর ক্লিপ যে কতবার দেখছি হিসাব নাই। কিন্তু এরপর যা হইছে তার কারণ মনে হয় একটাই - মানসিক। একে তো একের পর এক নতুন প্লেয়ার দলে আসছে যা আশরাফুলের উপর প্রেশার বাড়াইছে, অন্যদিকে আশরাফুল মূলত বেকুব কিছিমের। অনেকটা Boolean Logic-এর উপরে চলে। ধরেন, ও যখন 'ধীরে-সুস্থে' খেলে, তখন খালি বল ঠেকাইতে থাকে, এক/দুই রান যে নেওয়া যায় এইটা মনে থাকে না মনে হয়। আর, মারতে গেলে তো কথাই নাই - কোন বল মারা যায় আর কোনটা যায় না ওইটা হিসাবের মধ্যেই আনে না। দুই কেসেই পরিণতি এক - একটা 'অশ্রাব্য গালি দেওয়ার উপযোগি' টাইপের শট খেইলা আউট হইবো। আগে তাও এক অর্থবছরে একটা ভালো ইনিংস খেলতো, এখন এক আওয়ামী/বিএনপি আমলে একবার খেলে। পুলাডার জন্য খারাপ লাগে।
বি
কৌস্তুভ,
আপনি বাংলাদেশের খেলা সম্পর্কে বেশ খোঁজখবর রাখেন দেখে খুব খুশি হলাম।
-----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
শুভাশীষদা, আপনারে খুশি করতে পেরে আম্মো খুব খুশি হলুম
এমনিতে অবশ্য কিরকেট সম্বন্ধেই একটু বেশি খোঁজখবর রাখি। তার উপর মোগো দ্যাশ বলে কথা, ভাল খেললে একটু বেশিই খুশি লাগে। এইটা আমার চেনাপরিচিত বহুজনেরই।
তাছাড়া যে সময়টায় হট প্রসপেক্ট হিসাবে আশরাফুলের উত্থান সেই সময় আমরা কলেজে, অতএব তাকে নিয়ে একটু বেশিই আলোচনা হত। তারপর সেই পরিমাণেই হতাশ করতে শুরু করে।
অ্যাশ কে দেখে কখনই মনে হয়না আউট অফ ফর্ম। তবে, কেন জানি ছেলেটা পৃথিবীর সব বোলারকে গলির বোলার মনে করে। মানসিক চিকিৎসার দরকার আছে।
রাজ্জাককে ব্যাপক অভিনন্দন, হ্যাট্রিক করার জন্য।
সাকিব আর রাজ্জাক ছাড়া দেখতেছি আর কেউ এই সিরিজে উইকেট পাচ্ছে না। সবচেয়ে বড় ফ্লপ মাশরাফি। মাশরাফির ফর্মে ফেরা জরুরী, নইলে বিশ্বকাপে খবর আছে।
আমি এই জিনিসটাও বুঝলাম না। ইনজুরি কাটায়া উঠলেই যাকে তাকে দলে নিতে হবে নাকি? ফর্মহীন মাশরাফি দলে কামব্যাক করে কীভাবে? রুবেলকে নিলে এর চাইতে ভাল হৈত।
৫ উইকেট নিয়া রাজ্জাক আর ৪ উইকেট নিয়া সাকিব তো হেগো হাতে হারিকেন ধরায়া দিছে। আর বস, টিম সিলেকশন করে যারা তাগো মাথাত কি আছে কে যানে, নাইলে বাশ্রাফুলরে দলে নেয় কেউ? ঠিকমত রিহ্যাব নিয়ে ফর্ম ফিরে পাবার কনসেপ্ট নাই অনেকেরই। আর বাশের ফুল বাশ্রাফুল খেলবো কি, তার সময় আছে পাকটিশ করার, নাটক করতে হয়, হেড়ে গলায় গান গাইতে হয়!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
মাশরাফিকে এই সিরিজে না নিলে ওর ম্যাচ প্রাক্টিস কিভাবে হতো? বিশ্বকাপের আগে এটাই শেষ আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ। জিম্বাবুয়ের সাথে হয়তো মাশরাফির খুব ভালো বোলিং না হলেও বাংলাদেশের খুব একটা ক্ষতি হবে না (যদি অন্য স্পিনাররা ভালো করে) কিন্তু বিশ্বকাপে ইনফর্ম মাশরাফিকে বাংলাদেশের দরকার হবে। তাই মাশরাফিকে নেয়াটা আমার মতে ঠিকই আছে।
তবে মাশরাফি থাকতে সাকিবকে অধিনায়ক করাটা ঠিক হয়নি আর যখন করাই হয়েছে তখন একবারে বিশ্বকাপ পর্যন্ত করা উচিত ছিল তাতে ও দল নিয়ে আরো চিন্তাভাবনা করার সুযোগ পেত।
পাগল মন
ইনগ্লোরিয়াস বাঁশ হয়েছে।
আশু আর রকিবুল ছাড়া ঐ পজিশনে আর কেউ নাই খেলার মতো?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
রকিবুল আমার মতে চলেবল। কিন্তু আশরাফুল? চরি।
রকিবুল আজ তার স্ট্রাইক রেইট বাড়িয়ে ফেলেছে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
বহুমূখী প্রতিভা!!!!!!!!
নতুন মন্তব্য করুন