ইনগ্লোরিয়াস বাঁশরাফুল

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: বিষ্যুদ, ০২/১২/২০১০ - ৬:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:


 

 


মন্তব্য

স্পর্শ এর ছবি

রবার্ট ব্রাউনিং এর একটা কবিতা পড়েছিলাম দ্য পাট্রিয়ট নাম। সেইটা মনে পড়ে গেল।

প্রথম আলোয় সাকিবের বক্তব্য দেখে মনে হলো সে ও খুবই অসন্তুষ্ট এসব বিলো মিডিওকার প্লেয়ার তার কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য।

পোস্টার দারুণ হইসে।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দ্রোহী এর ছবি
অতিথি লেখক এর ছবি

"এবং অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা এখনও টিকিয়া আছে"...... আমাদের সেই তেলাপোকার মাহাত্য অনুধাবন করা উচিৎ; অন্তত আকুপাংচার শিখিতে কাজে লাগে জীববিজ্ঞান ক্লাসে......আমিই আরম্ভ করিতাম কিন্তু ফরমালিন আমার আয়ত্তে নাই.........ঃ[

সুহান রিজওয়ান এর ছবি

প্রভার সাথে নাটক আর টকশোতে জোকার্জাফরের সাথে সঙ্গতি দেয়াকেই এখন আশু পেশা হিসেবে বিবেচনা করতে পারে। ক্রিকেট ভদ্রলোকের খেলা, তওবা করে এটা এখন আশুর ছেড়ে দেয়া উচিৎ।

_________________________________________

সেরিওজা

অতিথি লেখক এর ছবি

আমি আশরাফুলকে আদর করে আশু ডাকার তেব্র নিন্দা জানাচ্ছি।। খাইছে
তবে মনে হয়না নাটকে আশরাফুল সুবিধা করতে পারবে বরং প্রভার সাথে...... খাইছে

পাগল মন

সাইফ তাহসিন এর ছবি

হাতে মূলা গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

ও মডুদাদা, ভোট দেওন যায়না কেনু? কেনু? কেনু? কেনু?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ধুসর গোধূলি এর ছবি
ফারুক হাসান এর ছবি

আবার জিগস উকিল বেয়াই!
আমি জানি, আপ্নের হাত নিশপিশ করতেছে। নামায়া ফালান, আজকে হোক পোস্টার নাইট!

অতন্দ্র প্রহরী এর ছবি

বেশি জোস!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দুর্দান্ত!
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ওসিরিস এর ছবি

আল্লা, আশরাফুলকে তো ইশমাট্‌ লাগতেসে।।
_______________________________________________
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???

অতিথি লেখক এর ছবি

আশরাফুলও ইশমাট আর তেলাপোকাও পাখি। দেঁতো হাসি

পাগল মন

মেহবুবা জুবায়ের এর ছবি

বিষয়টা কি?

--------------------------------------------------------------------------------

ফারুক হাসান এর ছবি

বিষয় তেমন কিছু না। এ ট্রিবিউট টু আওয়ার গ্রেট প্লেয়ার আশরাফুল চোখ টিপি

মেহবুবা জুবায়ের এর ছবি

হো হো হো

--------------------------------------------------------------------------------

অছ্যুৎ বলাই এর ছবি

পারফেক্ট।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতিথি লেখক এর ছবি

ঝাঁকাসস...

-মেফিস্টো

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

"চৈত্রী"

মুস্তাফিজ এর ছবি

হাসি

...........................
Every Picture Tells a Story

সাদাকালো এর ছবি

ব্যিয়াপোক

আবির আনোয়ার [অতিথি] এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

অনঘ  [অতিথি] এর ছবি

কেন এরকম হয়? তার হাতে সব শট আছে, ২/৪ টা খেলায় সে তা দেখিয়েছে। দুনিয়ার তাবত ক্রিকেট পন্ডিত স্বীকার করেন এই ছেলেটার প্রতিভার কোন অভাব নাই। তারপরও কেন সে পারেনা? অসম্ভব রাগ লাগে তার বালখিল্য খেলা দেখে। আজাইরা শট খেলে আউট হয়ে লক্ষ লক্ষ দর্শকের সরব নিরব গালি খেতে খেতে ফেরার সময় তার কি খারাপ লাগেনা? ড্রেসিংরুমে ফিরে কোচের অধিনায়কের গোমরা মুখ দেখে গোপনে সে নিশ্চিত কান্নাকাটি করে। আহারে বেচারা।
----------------
অনঘ

স্বাধীন এর ছবি

আইডিয়াটা জটিল হইছে। দুর্দান্ত!!!!!!!!!

শুভাশীষ দাশ এর ছবি

ফাইনৈছে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমাদের সব (ক্রিকেট) প্লেয়ারকেই আমি অতি বেশি ভালবাসি, তারা খারাপ করলেও ভালবাসি। আমার ভালবাসায় বোধহয় প্রেম বেশি, তাই এরা খারাপ করলেও কিছু বলতে ইচ্ছে করে না। মন খারাপ হয় শুধু। মনে মনে ভাবি আবার সব ঠিক হয়ে যাবে।

আশরাফুল আবার তার আগের ফর্ম ফিরে পাবে সেই প্রত্যাশা করি।

ফারুক হাসান এর ছবি

পিপিদা, আমারো মন খারাপ হয়। তবে আশরাফুলের জন্য না, টিম হারে বৈলা। আর রাগ হয় এইসব প্লেয়ারের উপর। এরা সাকিবের মত ঠান্ডা পোলারে পর্যন্ত ক্ষ্যাপায়া দিছে। আমরা দর্শকরাই যে পরিমাণ বিরক্ত, একজন পরাজিত ক্যাপ্টেনের বিরক্তি তাহলে কী পরিমাণ হৈতে পারে চিন্তা করেন!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সাকিবের এ ধরনের বক্তব্য টিমের জন্য ভালো বলে আমার মনে হয় না। সাকিব খুবই ভালো খেলোয়াড় হতে পারে, তবে তার আরো ডিপ্লোম্যাটিক হতে হবে। এভাবে কোন কিছুর সমাধান হয়না, নতুন সমস্যা তৈরী হয়।

কালের কণ্ঠে: সাকিবের ইচ্ছামতোই সব হয়, হবেও

সাকিব আজ যা বলবে সবাই শুনবে, কেউ শক্ত কিছু বলবে না। কারণ সাকিব রান করছে, দলকে বিজয় এনে দিচ্ছে। তবে এই কথাগুলোই ভবিষ্যতে তার দিকে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। আমাদের পত্রিকা-রিপোর্টিংএর ইতিহাস তাই বলে।

আপনার পোস্টার ভালো হয়েছে। বিশেষ করে মুলা হাতে ধরিয়ে দেয়াতে ওকে ভালো লজ্জা দেয়া হয়েছে।

ফারুক হাসান এর ছবি

আমি সাকিবের সাথে একমত এবং তার এই আউটবার্স্ট দলের মধ্যে তুলকালাম কিছু করে ফেলবে বলে মনে হয় না। বরং অন্যদের এখন বোঝার সময় এসেছে যে সাফল্যের পাশাপাশি ব্যর্থতার দায়ভারও নিজেদের কাধে নিতে হবে। সাকিব যখন খারাপ খেলবে এবং সাকিবের রিপ্লেসমেন্ট থাকবে তখন তাকেও কতাগুলো শুনতে হবে। তাই বলে কি সে অধিনায়ক হিসেবে তার খেলোয়াড় ও বোর্ডের ভুল নিয়ে কথা বলতে পারবে না? আর সাকিব মনে হয় আশরাফুল না যে সে পত্রিকার রিপোর্ট আর টিভি ক্যামেরার প্রেশারে নিজের খেলা ভুলে যাবে। আমি মনে করি, সাকিব যে কথাগুলো বলেছে সেগুলো অবশ্যই বলা উচিত এবং বলার জন্য এই সময়টাই ছিল পারফেক্ট।

অতিথি লেখক এর ছবি

পিপিদা, আমারো মন খারাপ হয়। কিন্তু আশ্রাফুল এখন উলুবনের বাঘ। চোট্টা রশিদ লতিফের টিমরে হারাইয়া সে সোনার পদক আনসে, সেই জন্য তারে অভিনন্দন। কিন্তু তাই বইলা এত তাড়াতাড়ি তারে দলে ঢোকানোটা ঠিক হয় নাই।

-কুটুমবাড়ি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বলা মুশকিল রে ভাই। তবে আরো কয়েকদিন পরে ঢোকাতে পারতো বোধহয়। সামনের ম্যাচে (যদি দলে থাকে) আর ফিফটি মারে, তখন কী বলবেন?

অতিথি লেখক এর ছবি

প্রথম ম্যাচেই আশরাফুলকে নেয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। তার কারণে ইনফর্ম ব্যাটসম্যান রকিবুলের জায়গা হয়নি দলে। দেখুন আজকের প্রথম আলোর খবর :

প্রথম ম্যাচে অবিবেচকের মতো আউট হয়ে দ্বিতীয় ওয়ানডের দলে নিজের জায়গাটা রকিবুলকে ‘উপহার’ দিয়ে দিয়েছেন তিনি (আশরাফুল)!

সাকিবের আলোচিত সংবাদ সম্মেলন নিয়ে আলোচনার ভিড়ে কাল আশরাফুলের বাদ পড়াটাই বড় খবর ছিল। প্রথম ম্যাচের আগে কোচের কাছ থেকে আশ্বাস পেয়েছিলেন, প্রথম তিনটা ম্যাচ খেলার সুযোগ পাবেন। অথচ এখন প্রথম ম্যাচের পরই বাদ! যতটুকু জানা গেছে, প্রথম ম্যাচে আশরাফুলের আউট হওয়ার ধরনটাকে চূড়ান্ত অমনোযোগিতার উদাহরণ হিসেবে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সে কারণে টানা তিন ম্যাচ খেলার সুযোগটা হারালেন আশরাফুল।

-কুটুমবাড়ি

অতিথি লেখক এর ছবি

লাইকস্

-কুটুমবাড়ি

নিবিড় এর ছবি
কীর্তিনাশা এর ছবি

আস্রাবুলের ক্ষ্যামা দেওয়ার সময় হয়া গেছে, এইডা তারে কেউ বুঝায়া কয় না ক্যা !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কৌস্তুভ এর ছবি

আহেম আহেম! চোখ টিপি

মনমাঝি [অতিথি] এর ছবি

হ্যাঁ-হ্যাঁ, ঝেড়ে কাশুন! মনে যা আছে বলে ফেলুন, ভয়ের কিছু নাই। আমরা আমরাই তো ! দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

চরম পোস্টার হইসে। দেঁতো হাসি

পাগল মন

শাহেনশাহ সিমন এর ছবি

১। পোস্ট টা স্টিকি করা হউক খাইছে
২। পোস্টার বানায় আশরাফুলরে গিফট করা হউক। দেঁতো হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মনমাঝি [অতিথি] এর ছবি

ভাইনাখট গেশেঙ্ক

এইডা কি ?! বাইন-মাছের গোশ্‌ত ? জার্মানিতে পাওয়া যায় নাকি ?

ধুসর গোধূলি এর ছবি
স্পর্শ এর ছবি

ইয়ে জার্মানির বালিকারাও কি এরকম শক্ত খটমটে?
'সুন্দরী বালিকা' এর জার্মান প্রতিশব্দ কী?


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

এককালে আশরাফুলের বড় ভক্ত ছিলাম। ২০০৪-০৫ এর দিকে। ভাবতাম, একমাত্র এই পোলাটাই বাংলাদেশরে একা একটা ম্যাচ জিতাইতে পারে। ইউটিউবে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের সাথে ওর ব্যাটিং-এর ক্লিপ যে কতবার দেখছি হিসাব নাই। কিন্তু এরপর যা হইছে তার কারণ মনে হয় একটাই - মানসিক। একে তো একের পর এক নতুন প্লেয়ার দলে আসছে যা আশরাফুলের উপর প্রেশার বাড়াইছে, অন্যদিকে আশরাফুল মূলত বেকুব কিছিমের। অনেকটা Boolean Logic-এর উপরে চলে। ধরেন, ও যখন 'ধীরে-সুস্থে' খেলে, তখন খালি বল ঠেকাইতে থাকে, এক/দুই রান যে নেওয়া যায় এইটা মনে থাকে না মনে হয়। আর, মারতে গেলে তো কথাই নাই - কোন বল মারা যায় আর কোনটা যায় না ওইটা হিসাবের মধ্যেই আনে না। দুই কেসেই পরিণতি এক - একটা 'অশ্রাব্য গালি দেওয়ার উপযোগি' টাইপের শট খেইলা আউট হইবো। আগে তাও এক অর্থবছরে একটা ভালো ইনিংস খেলতো, এখন এক আওয়ামী/বিএনপি আমলে একবার খেলে। পুলাডার জন্য খারাপ লাগে।

বি

কৌস্তুভ এর ছবি

আগে তাও এক অর্থবছরে একটা ভালো ইনিংস খেলতো, এখন এক আওয়ামী/বিএনপি আমলে একবার খেলে।

দেঁতো হাসি

শুভাশীষ দাশ এর ছবি

কৌস্তুভ,

আপনি বাংলাদেশের খেলা সম্পর্কে বেশ খোঁজখবর রাখেন দেখে খুব খুশি হলাম।

-----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

কৌস্তুভ এর ছবি

শুভাশীষদা, আপনারে খুশি করতে পেরে আম্মো খুব খুশি হলুম হাসি

এমনিতে অবশ্য কিরকেট সম্বন্ধেই একটু বেশি খোঁজখবর রাখি। তার উপর মোগো দ্যাশ বলে কথা, ভাল খেললে একটু বেশিই খুশি লাগে। এইটা আমার চেনাপরিচিত বহুজনেরই।
তাছাড়া যে সময়টায় হট প্রসপেক্ট হিসাবে আশরাফুলের উত্থান সেই সময় আমরা কলেজে, অতএব তাকে নিয়ে একটু বেশিই আলোচনা হত। তারপর সেই পরিমাণেই হতাশ করতে শুরু করে।

শ্রাবন্তী এর ছবি

অ্যাশ কে দেখে কখনই মনে হয়না আউট অফ ফর্ম। তবে, কেন জানি ছেলেটা পৃথিবীর সব বোলারকে গলির বোলার মনে করে। মানসিক চিকিৎসার দরকার আছে।

ফারুক হাসান এর ছবি

রাজ্জাককে ব্যাপক অভিনন্দন, হ্যাট্রিক করার জন্য।
সাকিব আর রাজ্জাক ছাড়া দেখতেছি আর কেউ এই সিরিজে উইকেট পাচ্ছে না। সবচেয়ে বড় ফ্লপ মাশরাফি। মাশরাফির ফর্মে ফেরা জরুরী, নইলে বিশ্বকাপে খবর আছে।

আমি এই জিনিসটাও বুঝলাম না। ইনজুরি কাটায়া উঠলেই যাকে তাকে দলে নিতে হবে নাকি? ফর্মহীন মাশরাফি দলে কামব্যাক করে কীভাবে? রুবেলকে নিলে এর চাইতে ভাল হৈত।

সাইফ তাহসিন এর ছবি

৫ উইকেট নিয়া রাজ্জাক আর ৪ উইকেট নিয়া সাকিব তো হেগো হাতে হারিকেন ধরায়া দিছে। আর বস, টিম সিলেকশন করে যারা তাগো মাথাত কি আছে কে যানে, নাইলে বাশ্রাফুলরে দলে নেয় কেউ? ঠিকমত রিহ্যাব নিয়ে ফর্ম ফিরে পাবার কনসেপ্ট নাই অনেকেরই। আর বাশের ফুল বাশ্রাফুল খেলবো কি, তার সময় আছে পাকটিশ করার, নাটক করতে হয়, হেড়ে গলায় গান গাইতে হয়!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

মাশরাফিকে এই সিরিজে না নিলে ওর ম্যাচ প্রাক্টিস কিভাবে হতো? বিশ্বকাপের আগে এটাই শেষ আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ। জিম্বাবুয়ের সাথে হয়তো মাশরাফির খুব ভালো বোলিং না হলেও বাংলাদেশের খুব একটা ক্ষতি হবে না (যদি অন্য স্পিনাররা ভালো করে) কিন্তু বিশ্বকাপে ইনফর্ম মাশরাফিকে বাংলাদেশের দরকার হবে। তাই মাশরাফিকে নেয়াটা আমার মতে ঠিকই আছে।

তবে মাশরাফি থাকতে সাকিবকে অধিনায়ক করাটা ঠিক হয়নি আর যখন করাই হয়েছে তখন একবারে বিশ্বকাপ পর্যন্ত করা উচিত ছিল তাতে ও দল নিয়ে আরো চিন্তাভাবনা করার সুযোগ পেত।

পাগল মন

জি.এম.তানিম এর ছবি

ইনগ্লোরিয়াস বাঁশ হয়েছে।

আশু আর রকিবুল ছাড়া ঐ পজিশনে আর কেউ নাই খেলার মতো?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ফারুক হাসান এর ছবি

রকিবুল আমার মতে চলেবল। কিন্তু আশরাফুল? চরি।

জি.এম.তানিম এর ছবি

রকিবুল আজ তার স্ট্রাইক রেইট বাড়িয়ে ফেলেছে। দেঁতো হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

বহুমূখী প্রতিভা!!!!!!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।