ক্রিকেট নিয়ে দু'কথা

ফাহিম এর ছবি
লিখেছেন ফাহিম [অতিথি] (তারিখ: শুক্র, ০৪/১২/২০০৯ - ৪:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
আপনাদের এমন হয়েছে কিনা, জানি না। তবে আমার ইদানিং টেস্ট ক্রিকেটের উপর থেকে আগ্রহ একেবারে উঠে গেছে। কেমন জানি ম্যাড়ম্যাড়ে খেলা হচ্ছে সব।

ইন্ডিয়া-শ্রীলংকা টেস্ট সিরিজের কথাই ধরুন, মুড়ি মুড়কির মতো সেঞ্চুরী হচ্ছে। বোলাররা সারাদিন বল করেও ২/৩ টার বেশী উইকেট পাচ্ছে না। এমন পিচ বানিয়ে রেখেছে, বোলারদের ছেড়ে দে মা কেঁদে বাচি অবস্থা। এই রকম একপেশে উইকেটে কিভাবে ইন্টারেস্টিং ম্যাচ সম্ভব? না ধরে সিম, না ধরে স্পিন! শুধুমাত্র ব্যাটসম্যান বিরক্ত হয়ে যদি ক্যাচ তুলে না দেয়, উইকেট পাওয়ার কোন সম্ভাবনা দেখি না।

২.
অন্যদিকে আরেক যন্ত্রণা শুরু করেছে টেস্ট স্ট্যাটাস নিয়ে। এমন একটা ভাব, যেন এই টেস্ট ক্রিকেট মহা পবিত্র একটা জিনিষ, বাংলাদেশ এসে এর পবিত্রতা নষ্ট করে দিচ্ছে। আরে ব্যাটারা, দিনশেষে এটা শুধুই একটা খেলা আর খেলায় অধিকার আছে সবার। তোরা ইংল্যান্ড-অস্ট্রেলিয়া আমাদের সাথে খেলতে না চাইলে দূরে গিয়া মর। আমরা নেপালের সাথে টেস্ট খেলবো, ভুটানের সাথে খেলবো। তোরা বলার কে, যে তোমরা টেস্ট খেলতে পারবা না, বা খেলার যোগ্য না? আমি তো মনে করি, কারোরই অধিকার নাই একটা দেশকে একটা খেলায় অংশগ্রহণ করা থেকে বঞ্চিত করার। সবাই খেলবে, এবং দিনশেষে লাভবান হবে খেলাটাই।

এই টেস্ট স্ট্যাটাসের ব্যপারটাই পুরোপুরি বর্ণবাদী। আগে আমেরিকা-অস্ট্রেলিয়ায় যেমন কালো মানুষদের, হিটলারের আমলে যেমন ইহুদীদের - হোটেলে বা বারে ঢোকার অধিকার ছিলো না, ব্যপারটা ঠিক তেমন। টেস্ট স্ট্যাটাস-অলা দেশগুলোই শুধু টেস্ট খেলবে আর বাকিরা আঙ্গুল চুষতে চুষতে দেখবে - এইটা অত্যন্ত স্থূল এক ধরণের ডিসক্রিমিনেশন। এর প্রতিবাদ হওয়া উচিত।

৩.
আর সব সমালোচনা শুধু বাংলাদেশকে নিয়ে কেন? ওয়েস্ট ইন্ডিজ কেমন খেলছে অস্ট্রেলিয়ায়, তিনদিনে ম্যাচ শেষ হচ্ছে না? শ্রীলংকা কি ইন্ডিয়ার সাথে ইনিংস ব্যবধানে হারছে না, তাদের বিপক্ষে লোকজন হরদম সেঞ্চুরী-ডাবল সেঞ্চুরী করছে না? শুধু বাংলাদেশের ব্যপারেই কেন এমন একচোখা সমালোচনা? বাংলাদেশের মতো এতো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হলে ওই নিউজিল্যান্ড জীবনেও টেস্ট স্ট্যাটাস পেত না!

৪.
আজকে কেপটাউনে ২০১০ ফিফা বিশ্বকাপের ড্র। আমি ব্রাজিলের সাপোর্টার, তাই ড্র নিয়ে আমার কোন টেনশন নেই। যতো কঠিন গ্রুপেই পড়ুক না কেন, ব্রাজিল হাসতে হাসতে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। আর্জেন্টিনার সমর্থকদের জন্য রইলো শুভকামনা।


মন্তব্য

রাফি এর ছবি

এহ্‌ হে
চারনম্বরটা তো ব্যাপক উস্কানিমূলক হাসি
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

ফাহিম এর ছবি

খিকজ...

আর্জেন্টিনার সাপোর্টারদের পচাইলাম একটু... হাসি

=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

সাবিহ ওমর এর ছবি

এইবার ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনার। বলে রাখলাম, পরে মিলায় নিয়েন...

ফাহিম এর ছবি

গুড লাক। চলুক

=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

মামুন হক এর ছবি

ক্রিকেট নিয়ে দুই কথায় পুরাপুরি একমত। বর্ণবাদী কিনা জানিনা, কিন্তু ক্রিকেটের পাওয়ার হাউসগুলি যেভাবে বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখলে মাথায় আগুন ধরে যায়।

এই লেখাটা তরজমা করে আইসিসিকে পাঠানো উচিত হাসি

ফাহিম এর ছবি

কিন্তু ক্রিকেটের পাওয়ার হাউসগুলি যেভাবে বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখলে মাথায় আগুন ধরে যায়

এইটাই...

=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

সুহান রিজওয়ান এর ছবি

আমারও মনে হয় টেস্ট ক্রিকেটের সেই দিন আর নাই। বোলাররা এখন সৎ পোলা- তাদের উপর সব রকম নিষেধাজ্ঞা। ব্রাডম্যান বা রিচার্ডস যুগে যেই রকম বোলিং এটাক ছিলো (পঠিত, স্বচক্ষে দেখা না !!) সেরাম বোলিং এহন আর হয় না। মাঝখান দিয়ে নিয়ম হয় ব্যাটসম্যানদের জন্যে- পিচ ও বানায় ব্যাটিং পিচ।

... আমি এখনো মূলত টেস্টই দেখি। কুড়ি-কুড়ি ম্যাচ / একদিনের ম্যাচ খুব শখ না হইলে যাই না।

... আর আমার কাছে (ব্যক্তিগত মত) বাংলাদেশের সমালোচনা করাটা যৌক্তিক মনে হয়। অস্বীকার করার উপায় নাই বাংলাদেশ উন্নতি করছে- তবু কয়েকটা বিচ্ছিন্ন ব্যাক্তিগত সাফল্য বাদে অন্যান্য দেশের (অস্ট্রেলিয়া, দঃআফ্রিকার কথা বাদ- ভারত , শ্রীলংকার দিকেই দেখি) তুলনায় আমরা এখনো অনেক পিছিয়ে...।

_________________________________________

সেরিওজা

ফাহিম এর ছবি

সেরাম বোলিং এহন আর হয় না।

হবে কিভাবে ভাই, বোলারদের একটা মিনিমাম লেভেলের পিচ দিতে হবে তো। যেই পিচ বানায় এখন, সেই যুগের ডোনাল্ড বা আকরাম আসলেও বল এক মিলিমিটারও সিম করাতে পারবে না।

=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

মুস্তাফিজ এর ছবি

অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড দুইটাই একসময় ইন্ডিজের সামনে দাঁড়াতে পারতোনা, ওরাই এখন স্ট্যাটাসের কথা বলছে, বাংলাদেশতো ছাড় ওয়েস্ট ইন্ডিজকে নিয়াও কথাবলে। সবকিছুরই যেভাবে বানিজ্যীকরণ হচ্ছে সেখানে এ কথাগুলো আসাটা অস্বাভাবিক না।

২০১০ ফিফা বিশ্বকাপ অনেকদূর, আজতো ঢাকায় সাফ শুরু হলো, দেখেন এখানে বাংলাদেশ কেমন করে।

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

ফাহিম এর ছবি

আজকে তো ভূটানের সাথে খেলা। আপনার কি অ্যাসাইনমেন্ট আছে নাকি ওইদিকে? হইলে কিছু ছবি তুলে দিয়েন বস, খুবই খুশি হইতাম...

=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

শেখ নজরুল এর ছবি

ভালো লাগছে মতামত বিতর্ক।

শেখ নজরুল

শেখ নজরুল

ফাহিম এর ছবি

খালি ভালো লাগলেই হবে না, আপনিও অংশ নিন।

ব্রাজিল, না আর্জেন্টিনা?

=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ওদের কথাবার্তায় একমত না হলেও বাংলাদেশের পারফরমেন্সে লজ্জা লাগে। ওদের মুখ বন্ধ করার একমাত্র উপায় হলো নিজেদের ভালো খেলা। বাংলাদেশ তো কম দিন হয় খেলছেনা। এতদিন যদি লাগে উন্নতি করতে (মানে আজকের তরুণেরা শিখতে শিখতে যদি বুড়ো হয়ে যায়) তাহলে এই চক্র কোন দিনই ভেদ করা যাবেনা।

ফাহিম এর ছবি

আপনার কথা ঠিক আছে বস। কিন্তু ঘটনা হইলো, খারাপ খেললেই যে খেলতে দিবো না, এইটাতো গা-জোয়ারী কথা।

ইউরোপের লুক্সেমবুর্গ তো খুবই হাস্যকর একটা ফুটবল টিম, তাওতো জার্মানী বলে না, যে না, লুক্সেমবুর্গরে ফুটবলই খেলতে দিমু না!! হয়তো জার্মানী ওদের সাথে অতটা নিয়মিত খেলে না, কিন্তু খেলতে তো আর নিষেধ করে না।

ছোটবেলায় বড় ভাইরা খেলায় নিতো না, কারন ওদের সাথে দৌড়ায় পারতাম না। তখন যদি বলতো যে, তোগো লগে খেলুম তো নাই, তোগোরে মাঠেই থাকতে দিমু না, সেটা কি ঠিক হতো?

=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

অতিথি লেখক এর ছবি

আমি ব্রাজিলের সাপোর্টার, তাই ড্র নিয়ে আমার কোন টেনশন নেই। যতো কঠিন গ্রুপেই পড়ুক না কেন, ব্রাজিল হাসতে হাসতে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে।

২য় রাউন্ডে উঠা আর কাপ জেতা তো আর এক না, তাই না দেঁতো হাসি

নীল ভূত।

রেশনুভা এর ছবি

বাংলাদেশ তো ভূটান রে সেইরকম চুবানি দিল। ইয়ো ... দেঁতো হাসি
টেস্টের ব্যাপারে, উপমহাদেশের পিচ প্রায় এরকমই নির্বিষ হয়। তবে পাক-নিউজিল্যান্ড এর পিচ কিন্তু যথেষ্ট স্পোর্টং। শেষ টেস্টের ফলাফল কিন্তু তাই বলে।

স্বপ্নহারা এর ছবি

আমি ব্রাজিল...তবে আর্জেন্টিনা ও ভালু পাই! ফুটবলে হার্ডলাইন সাপোর্ট করি শুধু একটা টীমরেই...আবাহনী। অন্য ক্ষেত্রে ব্রাজিলের পাশাপাশি যারা ভাল খেলে তাদেরি সাপোর্ট করি!

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এইসব ফাউল লোকগুলার কথা শুনলে গায়ে জ্বালা ধরে! আজকে ওরা ওয়েস্ট ইন্ডিজ রে নিয়া কথা কয়!!!! হাস্যকর!! সেদিন বেশি দূরে নাই...অসিরাও এমন অবস্থায় পড়ল বলে।

আসলে ইন্ডিয়ার মাটিতে টেস্টগুলা এমনি হয়...এখানে আমি দোষ পাইনা কারণ বিপক্ষ টীমের বোলাররা যখন ভয়াবহ শক্তিশালী তখন হোম টীম নিজের সুবিধামত করবেই। এখন আমার মনে হয় ড্র এর সংখ্যা কমে গেছে...কারণ ব্যাটসম্যানদের সেই ধৈর্য নেই! তবে এটাও ঠিক টেস্ট দেখতে মজা বোলিং-এর কারণেই! খুব দুঃখ লাগে অর্থলোভী বিসিসিআই এর জন্য...যাদের সময় কোনদিন ক্ষমা করবেনা, টেস্ট ক্রিকেট ধংস করার জন্য।

আর হ্যাঁ, বাংলাদেশ অনেক সুযোগ পেয়েছে...উন্নতি খুব একটা হয়েছে বলে মনে করিনা। এত সুযোগ পেলে কিছু করে দেখানো উচিত! আসলে ধারাবাহিক ভাবে ভাল খেললে হয়ত এত প্রশ্ন উঠত না...কিন্তু বাংলাদেশের সাথে খেলা শতকরা ৯০ ভাগ ম্যাচই তিনদিনে শেষ হয়ে যায়...সেটাই দুঃখজনক।

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।