গত কয়েকমাস ধরেই তক্কে তক্কে ছিলাম কয়কেনহফ যাওয়ার। কয়কেনহফে টিউলিপ গার্ডেন একটা দেখার মতো জিনিষ। সমস্যা হচ্ছে এটা সব সময় খোলা থাকে না। এই বছর মার্চের ১৮ থেকে মে'র ১৬ পর্যন্ত খোলা দর্শনার্থীদের জন্য। গত বছর একটুর জন্য মিস করার পর এবার প্রতিজ্ঞা করেছিলাম যাবোই যাবো।
কয়কেনহফ যাদের যাওয়া হয়নি, তাদের জন্য অল্প কিছু তথ্য দিতে চাইছি। কয়কেনহফ মূলতঃ টিউলিপ ফুলের খামার। আসলে এটা বিশ্বের সবচেয়ে বড় ফুলের খামার। বছরে প্রায় ৭০ লক্ষ ফুলের চারার চাষ করা হয় এখানে। সংখ্যাটা থেকে মোটামুটি এর বিশালত্ব সম্পর্কে একটা ধারণা পাওয়া সম্ভব।
তবে আসলেই যে কতো বড় বাগান এটা, না গেলে বোঝা সম্ভব না। আমরা প্রায় ৪ ঘন্টার মতো ঘুরে অর্ধেকের মতো কাভার করতে পেরেছিলাম। বিচিত্র বর্ণের বিচিত্র রকমের ফুল দিয়ে সাজানো এই বিশাল বাগান। ফুলের গায়ে যে কতো রকমের রঙ ফোটানো যায়, এটা না দেখলে বিশ্বাস করা সম্ভব না।
আমাদের যাত্রা শুরু করার কথা ছিলো ভোরে, যাতে গিয়ে ফ্লাওয়ার প্যারেডটা ধরা যায়। কিন্তু ছুটির দিনের রুটিন মেনে উঠে রওয়ানা দিতে দশটা বেজে গেল। তার উপর কোলন পার হওয়ার সময় পড়লাম হাইওয়ে জ্যামে। রাস্তার রক্ষণাবেক্ষণ চলছে, তিন লেনের রাস্তা হয়ে গিয়েছে এক লেনে। সেইখানে প্রায় পৌণে এক ঘন্টা আটকা পড়ে রইলাম। তারপর এই গ্যাঞ্জামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এক্সিট মিস করলাম। যে কারণে নতুন ঘোরানো রুট ধরে যেতে হলো। সব মিলিয়ে তিন ঘন্টার যাত্রা সাড়ে চার ঘন্টায় শেষ হলো। আড়াইটার দিকে কয়কেনহফ ঢুকতে পারলাম।
ঢুকেই ফুলের বাহার দেখে হতভম্ব হয়ে যাওয়া ছাড়া কোন উপায় ছিলো না। গরীবের পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরাই ভরসা, আল্লার নাম নিয়ে ছবি তোলা শুরু করলাম। কিছুক্ষণ পর ভাইয়ের ক্যামেরার চার্য শেষ, এইবার আমারটা বের করলাম। মোটামুটি আড়াইশ ছবি তুলেছিলাম এই চার ঘন্টায়...
মন্তব্য
এক কথায় অসাধারণ!
ফুলের ছবি তুলতে আমারও খুব ভালো লাগে। সিঙ্গাপুরে বোটানিক গার্ডেনে বেশ কয়েকবার যাওয়া হয়েছে, কোনো বারই অর্কিড সেকশনে ঘোরাঘুরি বাদ দেইনি। আর ছবিও তুলেছি দেদারছে। অনেক আগে সচলে কিছু ছবি নিয়ে 'সিঙ্গাপুর বোটানিক গার্ডেনের অর্কিডগুলি' নামে একটা পোস্ট দিয়েছিলাম। তবে কয়কেনহফের কাছে সিঙ্গাপুর যেমন নস্যি, আপনার তোলা এত ছবির কাছেও আমারগুলো নেহাতই বালখিল্য।
ধন্যবাদ ফাহা ভাই।
আপনার ছবিগুলাও তো জটিল। বালখিল্যের সংজ্ঞাটা তো পরিবর্তন করতে হয়...
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
আমার আফসোস - গতবছর এত কাছে থাকার পরও যাইতে পারি নাই! পোলাপাইন পাই নাই কোন, একলা যাইতে ইচ্ছা করে নাই! তুই গতবছর প্ল্যান করতেসিলি জানলে নিশ্চিতভাবেই তোরে জোর করতাম!
আচ্ছা, আমাকে একটা কথা বল তো - এই বাগানে একটা বিশাল বড় সাইজের দাবা বোর্ড আছে! কেন? এটার কাহিনী কি?
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
এইবারই চেষ্টা কর, এখনো সময় আছে। ভালো লাগবে নিশ্চিত।
দাবার বোর্ড তো দেখি নাই রে, আমরা অর্ধেকের মতো ঘুরতে পারসিলাম, অনেক কিছু মিস করসি।
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
এমন জায়গায় আমি গেলাম না কেনু কেনু কেনু!
আর ছবিতে কি বলব... শুধুই হিংসা!
কৌস্তুভ
ইউরোপে থেকে এই জিনিষ মিস করলে আসলেই বিরাট মিস করেছেন। নেক্সট টাইম হবে নিশ্চয়ই।
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
এখনো ইউরোপের মূলভূমিতে যাওয়া হয় নি... গ্রীষ্মে অল্পদিনের জন্য যাব আশা করছি, যদিও তখন ঘোরা হবে না। 'আসছে বছর আবার হবে' এই আশায় চলি...
কৌস্তুভ
ওরেব্বাস! কত রঙ!
আমি খুব তাড়াতাড়িই এক মাফিয়া ডনের ব্যক্তিগত সার্জন হিসেবে চাকরি নিতেছি। তখন আমার ইউরোপ যাওয়া আর এইসব আজেবাজে ফুলের ছবি তোলা কেউ ঠেকাতে পারবে না।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
রঙের একশো ভাগের এক ভাগও ধরতে পারি নাই। আফসোস...
হে হে হে... আসেন আসেন, দেখা হয়ে যাবে নিশ্চয়ই।
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
আহা কী সব ছবি!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
খুব কাজে দিল আপনার পোস্টটা। নেদারল্যান্ড ১২ মে'র দিকে যাচ্ছি।
ফ্লাওয়ার প্যারেডের ব্যাপারটা কী?
________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...
ফ্লাওয়ার প্যারেড হলো কয়কেনহফের বাৎসরিক উৎসব। এইদিন বিভিন্ন রকম গাড়ি পুরোপুরি ফুল দিয়ে সাজিয়ে একটা মিছিলের মতো করা হয়।
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
আমার চোখে সমস্যা না ল্যাপটপের স্ক্রীনে? আমি কেন যেন ছবিগুলো দেখতে পারছিনা।
বড় করে দেখতে চাইলে এখানে টিপি দেন, পিপিদা!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
ছোট বড় দুটাই দেখেছিলাম। মন্তব্য করতে দেরী হয়ে গেল। সুন্দর এসেছে ছবিগুলো।
ওহঃ ছবিগুলো একদম মন মাতানো...
ভাইজান, একটু মেইলে টেলিফুন নাম্বারখান দেন। দাওয়াতে দেখাই যায় না। বেশ মজায় তো গায়ে হাওয়া লাগাই ঘুরতেছেন।
আমিও টিউলিপ বাগানে যাইতাম ছাই (সুখে না দু:খে। লেন্ডন থেকে ফেরেন্ড আসতেছে। ব্যাটাদের যে কৈ নিয়ে ঘুরামু চিন্তায় আছি)। আপনার কাছ থেকে একটু বুদ্ধি নিতাম ছাই।
নতুন মন্তব্য করুন