শিরোনাম খুঁজে পাচ্ছি না! - ১

ফাহিম এর ছবি
লিখেছেন ফাহিম [অতিথি] (তারিখ: সোম, ১২/০৭/২০১০ - ৯:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:


অনেক, অনেক দিন পর ব্লগ লিখতে বসলাম। আসলে সেই অর্থে লেখার মতো হাত আমার নেই, মনের চিন্তাগুলো অক্ষরে রূপ দিতে গেলে আঙ্গুলগুলোকে ভয়ংকর ভারী মনে হয়, তার উপর বানানের টেনশন, তার উপরে আলস্য পেয়ে বসলে সবকিছু মাথায় ওঠে।

শিরোনাম দিতে গিয়ে দেখি - মাথা খালি, কিছুই মাথায় আসছে না। তাই শেষমেষ দিলাম "শিরোনাম খুঁজে পাচ্ছি না!"।


কালকে রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেসবুকে ঢুকে পেলাম বাংলাদেশের ইংল্যান্ডকে হারানোর খবর, এর আগে টেরই পাইনি। তবে দুঃখজনকভাবে আবিষ্কার করলাম, অনুভূতির কোন হেরফের হলো না। আজকে আবার বাংলাদেশের খেলা ক্রিকইনফোতে দেখতে গিয়ে একটা দীর্ঘশ্বাস বের হলো শুধু, বাংলাদেশের জয়গুলো শুধুই ফ্লুক, এর বেশী আর কিছু না।

কেন যেন মনে হচ্ছে, বাংলাদেশের ক্রিকেট একই পাঁকে বাধা পড়ে কেবল ঘুরপাক খাচ্ছে। কোন কিছুই ঠিকমতো হচ্ছে না, এক পা আগাই তো এক পা পিছাই। টেষ্টস্ট্যাটাসের দশ বছর পরও এসেও তীব্র কষ্টের সাথে বলতে হচ্ছে, এই স্ট্যাটাস হয়তো বাংলাদেশের প্রাপ্য ছিলো না।


বিশ্বকাপটা শেষ হয়ে গেল, কেমন যেন খালি খালি লাগছে। বাসায় গিয়ে খেলা নিয়ে হামলে পড়ার দিন শেষ। কালকে শেষ খেলার পর টিভি বন্ধ করতে করতে প্রেমিকাকে বিদায় দেওয়ার মতো একটা অনুভূতি হচ্ছিলো। কেন যেন!

বড় আশা করে সেমি-ফাইনাল দেখতে গিয়েছিলাম, ভুভুজিলা বাজাতে বাজাতে। মন খারাপ করে ফিরতে হয়েছে। অবশ্য পরে মন খারাপ ভাব কেটে গিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠতম দলের সাথে হেরে বিদায় নিয়েছে জার্মানী, তার আগে ইংল্যান্ড আর আর্জেন্টিনাকে ভালো করে পালিশ করেছে, তাই খুশি হবারও অনেক কারণ আছে। ভুভুজিলাও তাই এখন আমার ইকরানের* ব্যাকসিটের শোভা বাড়াচ্ছে।


একেবারে তালপাকা গরম পড়েছে। টিকতে না পেরে প্যাডেস্ট্রাল ফ্যান কিনে নিয়ে এসেছি একটা, কাজ খুব একটা হচ্ছে না। দেখে-শুনে মনে হচ্ছে, ওভেনের ভেতরে গরম হাওয়া চালানোর একটা ফ্যান থাকে, সেই ফ্যানের বাতাস খাচ্ছি। কবে যে নিজেই গ্রিল হয়ে যাই, তাই ভাবছি।


একেবারেই ফালতু এই ভ্যাজর ভ্যাজর পড়ে কারও মেজাজ চড়ে গেলে খুবই দুঃখিত! ওম শান্তি... হাসি

* আমার চারপেয়ে বাহনটার নাম আমি আদর করে ইকরান দিয়েছি, কপিরাইট আভাতার।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

"কালকে শেষ খেলার পর টিভি বন্ধ করতে করতে প্রেমিকাকে বিদায় দেওয়ার মতো একটা অনুভূতি হচ্ছিলো। "---বিশ্বাস করেন বস, একদম মনের কথাটা লিখসেন

ফাহিম এর ছবি

তাই নাকি? বেশ বেশ, সমমনা পাওয়া গেল একজন...

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

অতিথি লেখক এর ছবি

আমারো তাই মনে হলো!

সুমিমা ইয়াসমিন

ফাহিম এর ছবি

বেশ, আরেকজন পাওয়া গেল!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

মুস্তাফিজ এর ছবি

বাংলাদেশের জয়গুলো শুধুই ফ্লুক, এর বেশী আর কিছু না।

এসব নিয়ে কথা বলতে এখন আর ভালো লাগেনা

...........................
Every Picture Tells a Story

ফাহিম এর ছবি

মন খারাপ

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

ওডিন এর ছবি

নামকরণ পছন্দ হলো। আমার একটা গোল্ডফিশের নাম ছিলো জেথরো, অবশ্যই জেথরো টাল থেকে। দেঁতো হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

ফাহিম এর ছবি

পুরাই টাল!! হাসি

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।