পর্নো ছবির রঙ

ফাহিম হাসান এর ছবি
লিখেছেন ফাহিম হাসান (তারিখ: বিষ্যুদ, ০৬/০১/২০১১ - ৮:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভণিতা

আসেন, একটা খেলা খেলি। আমি একটা শব্দ বলব। আপনি সাথে সাথে একটা রঙের নাম বলবেন। যা মনে আসে তাই। এই খেলা কিছুক্ষণ খেললে মোটামুটি একটা প্যাটার্ণ পাওয়া যায়।

যেমন- গাছ বললে বেশীরভাগ মানুষ বলবে সবুজ।

এরকমই একবার খেলতে খেলতে এক বন্ধুকে বললাম “পর্নো”। ভাবলাম সে বলবে নীল। খুব বেশী এলেমদার হলে বলবে গোলাপী। আমাকে চমকে দিয়ে সে বলল সবুজ।

সেই রাতে এই পাপী বান্দা Green Porno লিখে Google এ দিল গুঁতা। ফলাফল যা পেল তা নিয়ে এই পোস্ট।

মূল কথা

গুগলে "গ্রিন পর্নো" আমাকে পরিচয় করিয়ে দেয় ইসাবেলা রোজেলিনি নামক এক বিস্ময়কর প্রতিভার সাথে যিনি একাধারে চলচ্চিত্র নির্মাতা, লেখক, মডেল ও অভিনেত্রী (পড়ুন পর্ণ অভিনেত্রী)। ইনগ্রিড বার্গম্যানের মেয়ে এবং মার্টিন স্করসিসির ভূতপূর্ব পত্নী। শেষের দুটো অবশ্য গুণের মধ্যে পরে না - বললাম স্রেফ কাদের সাথে মেলামেশা, ওঠা-বসা এগুলো সম্পর্কে একটা ধারণা দিতে। যাই হোক তিনি প্রথম জীবনে মডেলিং করেছেন বিখ্যাত সব পত্রিকার হয়ে - Vogue, ELLE, Vanity Fair ইত্যাদি। এর মাঝেই চলচ্চিত্রে তিনি অভিনয় শুরু করেন। তারপর শুরু করেন আসল কাহিনী।

২০০৮ সালে ইসাবেলা নির্মাণ করেন পর্নো ছবি - একটা দুটো নয়, সিরিজ আকারে সব মিলিয়ে আটটি। একেবারে মার মার কাট কাট অবস্থা। স্বল্প দৈর্ঘ্যের, স্বল্প বাজেটের ছবি - তিনিই নির্দেশক, তিনিই পর্ণ অভিনেত্রী। আহা! এমি অ্যাওয়ার্ড জিতেছেন বলে কি তাঁর সখ আহ্লাদ নেই? সেই শখের ষোলআনাই তিনি মিটিয়ে নিলেন তাঁর ব্যতিক্রমধর্মী পর্ণ ছবি করার মধ্যে দিয়ে।

কী আছে এই ছবিগুলোতে যা অন্য আট-দশটি পর্নো ছবিতে নেই? দুষ্টু চিন্তা বাদ দিলে এগুলো আসলে ছোট ছোট তথ্যচিত্র - যাতে বিভিন্ন পোকামাকড়ের যৌন প্রজনন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। সবুজ রঙকে বেছে নেওয়া হয়েছে পরিবেশের সাথে তা সামঞ্জস্যপূর্ণ বলে। মূলত মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে তাঁর এই প্রয়াস। সেই সাথে আশা যে কিশোর-কিশোরীরা যৌনতা ট্যাবু থেকে বেরিয়ে আসবে। ছোট পরিসরে এই আয়োজন। কোন অ্যানিমেশান, স্পেশাল ইফেক্ট নেই। কাগজ/কাপড় কেটে স্বগত সংলাপেই ফুটিয়ে তুলেছেন বিভিন্ন কীট-পতঙ্গের সঙ্গমদৃশ্য, ফাঁকে ফাঁকে জানিয়ে দিচ্ছেন নানা অজানা তথ্য।

নিজেই দেখে নিন একটা নমুনা-

উপরের ভিডিওতে তিনি Earthworm এর যৌনপ্রজনন ব্যাখ্যা করেছেন। এছাড়া অন্যান্য পর্বে তিনি মৌমাছি, মাকড়শা, শামুক এর প্রজননকালীন আচরণ নিয়েও কজ করছেন। মজার ব্যাপার হল এর কাছাকাছি বিষয়গুলো নবম-দশম শ্রেণীতে (ব্যাং, কেঁচো) ও উচ্চ মাধ্যমিকে (আরশোলা) পাঠ্য। আমি নিজে তা পড়ে আসলেও অনেক কিছুই মনে নেই। অভিজ্ঞতা থেকে বলছি, আমার সাথের অনেক বন্ধুরাও হয়ত স্রেফ পরীক্ষার জন্য মুখস্থ করে গেছে। অথচ চোখের সামনে এই ধরনের ভিডিও থাকলে ভুলে কার সাধ্য!

এই তথ্যচিত্রগুলোর প্রযোজনা করে Sundance চ্যানেল। তুমুল জনপ্রিয় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো তিন সিরিজে সমাপ্ত হয় এবং একসাথে ডিভিডি আকারে প্রকাশিত হয়। (বাংলাদেশে পাওয়া যায় কিনা জানা নেই)।

ঠ্যাংনোট:

আমরা কি বাংলায় এই ধরনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানাতে পারি না আমাদের আশেপাশের পরিবেশ নিয়ে? জীববিজ্ঞান এর মত চমৎকার একটা বিষয় কি স্রেফ বই পড়ে শেখা যায়? একটা সাধারণ ক্যামেরাতেও আজকাল ভিডিও করা চলে। শিক্ষকরা স্কুল-কলেজের শিক্ষার্থীদের গ্রুপ প্রজেক্ট হিসেবে এগুলো নির্মাণ করতে দিতে পারেন। বছর শেষে এগুলো ঘষে মেজে আপলোড করা যেতে পারে ইন্টারনেটে। পোশাক বানানোর ঝামেলা এড়াতে ছবি আঁকার মাধ্যমেও করা যায়।

পোস্ট লিখতে গিয়ে মনে পড়ল বন-জঙ্গলে চলতি পথে খানকতক সবুজ পর্নোছবি আমিও তুলেছি। ভান্ডার থেকে কয়েকটা তুলে দিলাম সচল বন্ধুদের জন্য -

Grasshopper

Damsefly

Jewel Beetle

Cricket frogs mating


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

খুবই ইন্টারেস্টিং! বাংলায় চলচ্চিত্র করুন। সচলায়তন থেকে সচলটিভি করে আপলোডের ব্যবস্থা করে দেয়া যায়। হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

খুব ঘনঘন তো সম্ভব না, তবে চেষ্টা-চরিত্র করলে মাসে একটা ভিডিও/পডকাস্ট বের করা যায়। কিছু থিম বেছে নিয়ে শুরু করা যায়। এটুকু নির্দিষ্ট করে শুরু করলে অনেকেই টুকটাক আগ্রহোদ্দীপক অংশ কনট্রিবিউট করতে পারবেন।

ফাহিম হাসান এর ছবি

ঠিক। দলেবলে কাজ করলে চাপ কমে যাবে। কেউ হয়ত কন্ঠ দিল। কেউ ছবি/ ভিডিও সম্পাদনার ভার নিল। তিন-চার মিনিটের একটা ভিডিও তৈরী করা খুবই সম্ভব।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

চমৎকার আইডিয়া! ভয়েস ওভার বা ভিডিও-র কাজে হয়তো হেল্প কতে পারি। হাত তুলে রাখলাম। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ফাহিম হাসান এর ছবি

উৎসাহের জন্য ধন্যবাদ। ভাবছি এই সামারে একটা ভিডিও ক্যামেরা কিনে শুরু করব। হাসি

তারাপ কোয়াস এর ছবি

ছবিগুলো দেখে মনে হলো যেন কোনো NG ম্যাগাজিন থেকে নেয়া! চমৎকার চলুক


love the life you live. live the life you love.

ফাহিম হাসান এর ছবি

অনেক অনেক ধন্যবাদ প্রশংসার জন্য, যদিও আমি এর যোগ্য কিনা ঘোরতর সন্দেহ আছে। লইজ্জা লাগে

স্পর্শ এর ছবি

অসাধারণ! ব্যতিক্রমী একটা বিষয় নিয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ। পোস্টটা সত্যিই খুব ভালো লেগেছে। এখন গুগল টুগল করে বাকিগুলাও দেখে ফেলি। আর জনে জনে শেয়ার দেই। দেঁতো হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...

ফাহিম হাসান এর ছবি

অনেক ধন্যবাদ। মূল কৃতিত্ব কিন্তু রোজেলিনির। আমি দূত মাত্র। দেঁতো হাসি
জনে জনে শেয়ার দেন। শিক্ষা সংশ্লিষ্ট কেউ পরিচিত থাকলে তাদের মতামত জানিয়েন।

সচল জাহিদ এর ছবি

চমৎকার, যেমন ব্যাতিক্রমী পোষ্ট তেমনি অসাধারণ ছবিগুলো। অনেক ধন্যবাদ।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

ফাহিম হাসান এর ছবি

অনেক ধন্যবাদ। ছবিগুলো ভাল লেগেছে জেনে খুশি হলাম দেঁতো হাসি

পাগল মন এর ছবি

বিষয়বস্তু চমৎকার। ধন্যবাদ আপনাকে এরকম একটা বিষয় নিয়ে লেখার জন্য।
আর ছবিগুলোও দারুন।
ভিডিওটা এখন দেখলাম না, পরে দেখবো সময় করে।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

ফাহিম হাসান এর ছবি

বিষয়বস্তু আসলেই দারুণ। আমি তো প্রথমে দেখে থ। এই মহিলার কাজ খুবই স্বকীয়। সময় পেলে ভিডিওটা দেখেন। আশা করি ভাল লাগবে।

সুরঞ্জনা এর ছবি

দারুণ হাসি
হাততালি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

ফাহিম হাসান এর ছবি

অসংখ্য ধন্যবাদ। হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

দারুন লিখেছেন ফাহিম ভাই। ভিডিওটা পরে দেখব। রন জেরোমে ব্যাটা মনে হয় এখনও খবর পায়নি। কাছিমের মিলন দেখেছিলাম একবার। ওরাও কিন্তু পর্ণ ছবির মত লাউড মোনিং করে। তবে ওদেরটা আসল, কৃত্তিম না।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ফাহিম হাসান এর ছবি

ধন্যবাদ। আপনি মশাই ভাগ্যবান। কাছিমের মিলন দেখতে পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। ছবি তুলেছিলেন তো? লেখা দিন শিগগিরি।

রাতঃস্মরণীয় এর ছবি

তাহলে বিনা পয়সায় দেখেন কষ্টসাধ্য জিনিসের ছবি। এইযে-

DSC_0248

DSC_0249

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ফাহিম হাসান এর ছবি

দারুণ! হাততালি

ঝুলি থেকে আরো কিছু বের করুন। আফ্রিকান সাভানা অথবা রেইনফরেস্ট ভ্রমণ।

ইশতিয়াক রউফ এর ছবি

বেশ মজা লাগলো ব্যতিক্রমী লেখাটা পড়ে। আমার তো নষ্ট মন... শুরুতে ভাবছিলাম কী না কী লিখলেন! চোখ টিপি

ফাহিম হাসান এর ছবি

দেখার আগে আমার মনটাও কিঞ্চিত নষ্ট ছিল। চোখ টিপি

মজা পেয়েছেন জেনে ভাল লাগল। ধন্যবাদ।

কৌস্তুভ এর ছবি

এনার ভিডিও আমি দেখেছি। তবে আপনার মত এমন চমৎকার করে লিখতে পারতাম না। আর ছবিও সেইরম।

ফাহিম হাসান এর ছবি

লজ্জা দিয়েন না জনাব। লইজ্জা লাগে
মূল কৃতিত্ব তো রোজেলিনির, কী দারুণ একটা আইডিয়া দেখেন।

অতিথি (এক রাতের বৃদ্ধ) এর ছবি

আমিও তুলছি দুই একটা সবুজ পর্ণ খাইছে

ফাহিম হাসান এর ছবি

চমৎকার। শেয়ার করুন ঝটপট।

সুহান রিজওয়ান এর ছবি

বাহ, দারুণ আইডিয়া। আপনার ছবিগুলোও চমৎকার এসেছে।

নতুন সচলায়তনে প্রথম মন্তব্যটা এখানেই দিলাম।

ফাহিম হাসান এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে। আইডিয়াটা আসলেই চমৎকার।
নতুন সচলায়তনে আপনার প্রথম মন্তব্য পেয়ে খুব ভাল লাগল।

নীলতারা এর ছবি

অসাধারণ! ব্যতিক্রমী পোস্ট ও চোখ ধাঁধানো ছবি।

ফাহিম হাসান এর ছবি

অসংখ্য ধন্যবাদ। ছবি ভাল লেগেছে শুনে আমারও ভাল লাগল।

আশফাক এর ছবি

দারুণ আইডিয়া

ফাহিম হাসান এর ছবি

আসলেই চমৎকার আইডিয়া। স্বকীয় ও অভিনব।

আশফাক এর ছবি

আমি "আপনার নাম" ঘরে "আশফাক আহমেদ" লিখে এক্সেস করতে পারছি না
বলছে, এটা একজন রেজিস্টার্ড সদস্যের নাম
কেউ সাহায্য করবেন, প্লিজ?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এটা একজন রেজিস্টার্ড সদস্যের নাম। অন‌্য নাম ব্যবহার করুন।

আশফাক এর ছবি

ভাইয়া, আমিই "আশফাক আহমেদ" নামে রেজিস্টার করেছিলাম।
কিন্তু রেজিস্টার করার সময় কোন মেইল আইডি ব্যবহার করেছিলাম ও পাসওয়ার্ড কী ছিল, তা ভুলে গেছি
সেজন্যই হয়তো এই সমস্যা হচ্ছে মন খারাপ

proloy rahman এর ছবি

অসাধারণ ছবি তোলেন ।।।। আমার চাওয়ার বিষয়-বস্তু --- আপনার ছবিগুলোর লোকেশন। স্টিল ইমেজ ব্যবহার করে সবুজ পর্ণগ্রাফির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আপনার কাছেও এখন আমার আরেকটি প্রত্যাশা।

ফাহিম হাসান এর ছবি

ধন্যবাদ প্রশংসার জন্য। আমার ছবিগুলো তোলা হয়েছে -

১। লাউয়াছড়া
২। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
৩। চাঁদপুরে বলাখাল নামের গ্রাম
৪। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

তবে এধরনের ছবি আপনি বাড়ির বাগানেও তুলতে পারবেন। অথব কছের কোন পার্কে। একটু সময় দিতে হবে আরকি।

হিমু এর ছবি

খুবই অভিনব পোস্ট আর আইডিয়া। নিসর্গশিক্ষার ব্যাপারটাকে নিরস বই মুখস্থের কবল থেকে বের করতে হবে।

ফাহিম হাসান এর ছবি

ধন্যবাদ।

নিসর্গশিক্ষার ব্যাপারটাকে নিরস বই মুখস্থের কবল থেকে বের করতে হবে।

সহমত। মুখস্থের কবল থেকে বের করতেই হবে। আর আমদের দেশে এত গাছপালা, পাখি। বাড়ির পাশেই ঝোপঝাড়, তাতে ফড়িং, প্রজাপতি - খালি সময়টা বের করা লাগবে।

ফাহিম হাসান এর ছবি

আসলেই, কত অজানা রে ...

সৌরভ এর ছবি

দারুণ পোস্ট। অনেক কিছু জানলাম। গোলাপী, সবুজ কোনটাই জানা ছিল না।

শুধু একটা কথা, বানানটা চোখে লাগছে। বিদেশী শব্দে 'ণ' ব্যবহার হয় না। শব্দটা সম্ভবত 'পর্নো' অথবা 'পর্ন' ।


আবার লিখবো হয়তো কোন দিন

ফাহিম হাসান এর ছবি

অনেক ধন্যবাদ। বানান ভুলটা আসলেই চোখে লাগছে। একদম খেয়াল করিনি। মন খারাপ

হিমু এর ছবি

পর্ণ মানে কিন্তু পাতা।

ফাহিম হাসান এর ছবি

ঠিক ঠিক। হাসি

কিন্তু পোস্ট জুড়ে এই বানানটা ভুল হয়ে গেছে। আসলে হবে পর্ন বা পর্নো।

সাইফ তাহসিন এর ছবি

খাইছে আমারে, পুরাই ফাডায়লাইছেন, লগে হুতায় লাইছেন দেখি চোখ টিপি একেবারেই অভিনব আর অসাধারণ। পোস্টে ৫ তারা আর ছবির জন্যে উত্তম জাঝা!। ১ আর ৩ বিশেষকরে সবুজ রঙের কারণে পুরা স্ক্রিন ফেটে বের হয়ে আসতে চাইছে! ধুমায় চলতে থাকুক আপনার ক্যামেরাবাজী আর আসতে থাকুক এরকম দারুণ সব পোস্ট

অফটপিকঃ ছবিরে নামের ট্যাগের ফন্টটা আরেকটু ছোট করলেও মনে হয় পারতেন, খুব চোখে লাগছে। যে মানের ছবি তুলতেছেন, খুব বেশি মানুষজন এটা পারবে বলে মনে হয় না, আর ফ্লিকারে সিকিউরিটি ম্যাক্স করে দেন, তাহলে এমনিও কেউ কপি করতে পারবে না, খুব বেশি হলে স্ক্রিনশট নিবে। আপনার ছবির হাত অসাধারণ লাগল, তারচেয়েও ভালো লাগল চিন্তাভাবনা।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ফাহিম হাসান এর ছবি

প্রশংসার চোটে আমাকে একেবারে আকাশে তুলে ফেললেন! ধন্যবাদ দিলখোলা তারিফের জন্য। কিন্তু আমার ভূমিকা বড়ই নগণ্য। পশুপাখি নিজেই পোজ দেয় আর আমি খালি শাটার টিপি দেই। চোখ টিপি

ছবিরে নামের ট্যাগের ফন্টটা আরেকটু ছোট করলেও মনে হয় পারতেন, খুব চোখে লাগছে।

ধন্যবাদ উল্লেখ করার জন্য। আমারো চোখে লাগছে। আমার কাছে ফটোশপ নেই, গিম্প ব্যবহার করি ফ্রি বলে। স্কেল ডাউন করে তারপর সিগ্নেচার দেওয়ায় ফন্ট বড় দেখাচ্ছে। পরেরবার শুধ্রে নিব। নিজেকে জব্বার সাহেবের মত মনে হচ্ছে। ওঁয়া ওঁয়া

সবশেষে আবারো ধন্যবাদ। নিজেকে বেশ হনু হনু লাগছে। দেঁতো হাসি

সাইফ তাহসিন এর ছবি

যতটুকু প্রাপ্য, ততটুকুই করেছি, গিম্পে করে তারপর ফন্টের মাপ দিয়ে সেট করার পর যদি দেখেন বড় আসতেছে, আন্ডু করে আরো ছোট ফন্ট নিবেন। আর যদি পারেন উবুন্টু ব্যবহার করতে পারেন। উবুন্টুতে গিম্প কি কারণে যেন অনেক ভালো কাজ করে। জানালায় গিম্পে বাংলা লিখতে গেলে ঝামেলা করে। জব্বার মিয়ার মত লাগার কিছু নেই, পরের বার এই সমস্যা থাকবে না, এটাতো জানাই আছে।

পশুপাখি পোজ দেয়, আপনে শাটার টিপেন, কিন্তু সঠিক মুহূর্তে শাটার টেপার ব্যাপারটাও আছে, আমি মেটা ডাটা দেখছিলাম। ৩০০ মিলিতে ফোকাস করার পর ট্রাইপড ছাড়া ভিউ ফাইন্ডারে বেশিক্ষন তাকায় থাকলে আমার মাথা ঝিমঝিম করে। তারপর যদি আবার ম্যানুয়ালি ফোকাস করতে হয়, তাহলে আরো এক কাঠি সরেস হয়ে যায় পরিস্থিতি। অথচ ম্যানুয়ালি ফোকাস না করে ছবি তুলে ঠিক মজা পাওয়া যায়না। উদাহরণ স্বরূপ "কল অফ ডিউটিতে" বা "মেডেল অফ অনারে" স্নাইপার মোডে আধাঘন্টা খেল্লেই বোঝা যায় ঘটনা। একইভাবে গেমের মত বাস্তবেও ক্যামেরা স্থির করে ধরে রাখা আমার কাছে প্রায় সাধনার পর্যায়ে পড়ে। তাই এত প্রসংশা, যেটা আপনে কামাই করে নিয়েছেন।

তাই পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকলাম।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

পিকাসা ব্যবহার করে দেখেন তো, লেখার সাইজ আর রঙ বেশ ভালোভাবে পরিবর্তন করে করে মনমতো করে নেয়া যায় ওখানে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ফাহিম হাসান এর ছবি

(মন্তব্য মিলমিশ হয়ে যাচ্ছে তাই নাম ধরে উত্তর দিলাম।)

ধন্যবাদ যাযাবর ভাই। পিকাসা বেশ কাজের জিনিস। ছবি দেখতে আরাম। লোড হয় সহজে। কিন্তু এডিট করার সুযোগ গিম্পে বেশি। দুটোই রাখলাম। যখন যেটা দরকার। হাসি

ফাহিম হাসান এর ছবি

পরামর্শের জন্য আবারো ধন্যবাদ তাহসিন ভাই।

অথচ ম্যানুয়ালি ফোকাস না করে ছবি তুলে ঠিক মজা পাওয়া যায়না

লাখ কথার এককথা।

মুস্তাফিজ এর ছবি

ভালো হয়েছে বিষয়টা সামনে এনে। তবে এসব ছবি তোলা ধৈর্যের ব্যাপার

...........................
Every Picture Tells a Story

ফাহিম হাসান এর ছবি

ধন্যবাদ।
পূর্ণ সহমত। এধরনের ছবি তুলতে অনেক সময় দিতে হয়। নাহলে ছবি পাওয়া দুস্কর।

অনুপম ত্রিবেদি এর ছবি

আসলে এই টাইপ ম্যাক্রো করা বেশ ধৈর্যের ব্যাপার। আপনার ধৈর্য দেখে ভালো লাগলো। আর প্রকৃতির 'ক্ষুদ্র'দের জীবনযাত্রা নিয়ে আগ্রহ দেখে আরো অনেক বেশি ভালো লাগলো। একবার প্রায় ৩০ সেকেন্ডের একটা ভিডিও করেছিলাম, খুঁজে দেখতে হবে। আর সেই ২০০৫-এ আমার পিচকি পয়েন্ট & শ্যুট দিয়ে এরকম কিছু ছবি তুলেছিলাম। কিন্তু এখন আর ওনাদের প্রাইভেট মোম্যান্টে ডিসটার্ব দেইনা চোখ টিপি !

১।
on the way 030

২।
DSCN0068

৩।
DSCN0057

আপনার ছবিগুলো আসলেই প্রচন্ড সুন্দর হয়েছে। প্রথম দুইটা এক কথায় অসাধারন। আর ব্যাং বাবাজীর ছবিটাও বেশ লেগেছে।

ভালো থাকবেন।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ফাহিম হাসান এর ছবি

উরিব্বাস, আপনার ছবিগুলাও জব্বর! ভিডিওটা খুঁজে পেলে আপ্লোড দিয়েন। আর হ্যাঁ, প্রাইভেট মোমেন্টে বিরক্ত না করাই উচিত। চেষ্টা করি যতদূর সম্ভব দূর থেকে তোলা যায়।

ধন্যবাদ।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ওরে! দারুণ!
তিন নম্বরটা কী ধরণের পোকা? ছবি বেশি ছোট। কোন ধরণের লেডিবাগ? চিন্তিত

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মাহবুব লীলেন এর ছবি

দুর্দান্ত নতুন জিনিস

ফাহিম হাসান এর ছবি

অনেক অনেক ধন্যবাদ।

অতন্দ্র প্রহরী এর ছবি

চমৎকার পোস্ট। হাসি

ফাহিম হাসান এর ছবি

অসংখ্য ধন্যবাদ। হাসি

মাহবুব রানা এর ছবি

অসাধারন পোস্ট, দুর্দান্ত ছবি।

ফাহিম হাসান এর ছবি

অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

guest writer rajkonya এর ছবি

পর্ণ বলতে ভেবেছিলাম, বুঝি ছেঁড়া। পড়তে গিয়ে টের পেলাম কী জিনিষ! বানানটা কি পর্ণো না? চিন্তিত

ভাল লেগেছে। লেখাটা। ছবিগুলোও। তবে, ভিডিওটা সাহসের অভাবে দেখলাম না। পোকা মাকড় এমনিতেই অনেক ঘেন্না লাগে! ইয়ে, মানে...
-----------------------------------------------------------------
রাজকন্যা

ফাহিম হাসান এর ছবি

ধন্যবাদ।
বানান ভুলের জন্য দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। উপরে সৌরভ ভাই ঠিক করে দিয়েছেন। বানানটা পর্ন বা পর্নো হবে।

আমিও মাকড়সা ভয় পাই। ইয়ে, মানে... কিন্তু ভিডিও বা ছবি দেখতে ভাল লাগে।

guest writer rajkonya এর ছবি

কেমন পাজি! লইজ্জা লাগে

ফাহিম হাসান এর ছবি
guest writer rajkonya এর ছবি

পর্ণ দেখে ভেবেছিলাম বুঝি ছেঁড়া। পড়তে গিয়ে টের পেলাম কী জিনিষ! বানানটা কি পর্ণো না? চিন্তিত

ভাল লেগেছে। চলুক অনেক কিছু জানতে পেরেছি। ছবিগুলো খুব সুন্দর। ভাবছি, ঠিক সময় মত ওদেরকে পেলেন কোথায়? দেঁতো হাসি

ভিডিওটা দেখলাম না আর। এমনিতেই পোকা মাকড় ঘেন্না লাগে। ইয়ে, মানে...
__________________________________________________________

রাজকন্যা

http://www.facebook.com/note.php?note_id=457118432100

ru এর ছবি

খুব সুন্দর পোস্ট আর ছবিগুলো। আপনার তোলা দ্বিতীয় ছবিটা কি এই ক্যাটাগরিতে ফেলা যায়? দেখেতো মনে হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডের ফড়িং, একজনের ঘাড়ে পা রেখে আরেকজন উপরে উঠছে। -রু

ফাহিম হাসান এর ছবি

ধন্যবাদ। দ্বিতীয় ছবিটা damsefly এর মিলন মুহূর্ত। সঙ্গমকালীন পুরুষ ফড়িং তার দেহের প্রান্তভাগ বাঁকিয়ে স্ত্রী ফড়িংয়ের ঘাড়ে (thorax) রাখে।

মন্তব্যটা মজার। মন খুলে হাসলাম। দেঁতো হাসি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

কী আচানক! জানতাম না তো! হাসি
আর আপনি চমৎকার ওয়াইল্ড লাইফ ছবি তোলেন। অনেক ধৈর্য্যের কাজ!
আরো আসুক এমন নতুনত্বের ছবি-ব্লগ। চলুক

অফ টপিক: আপনার ছবিগুলোর উপর দিয়ে সিগনেচারটা বড় বেশি প্রকট হয়ে চোখে লাগে, ওটা আরেকটু ছোট বা জলছাপ টাইপ কিছু করে দেয়া যায় কি? একান্তই ব্যক্তিগত মত কিন্তু। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ফাহিম হাসান এর ছবি

অনেক ধন্যবাদ যাযাবর ভাই।

সহমত। সাইফ ভাই ও উপরে একই কথা বলেছেন। আমি আসলে ছবি সম্পদনার কিছুই পারি না। মন খারাপ ফটোশপ দামী জিনিস, তাই ব্যবহার করি গিম্প। ওতে আগে স্কেল ডাউন করে তারপর সিগ্নেচার দেওয়াতে ফন্ট বড় দেখাচ্ছে। জলছাপ দেওয়ার কায়দাও জানা নেই। পরেরবার ছোট করে দিব। লজ্জার কথা আর কী বলব! নিজেকে জব্বার সাহেবের মত দেখাচ্ছে। ওঁয়া ওঁয়া

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ওপরে সাইফ ভাইয়ের মন্তব্য আগে খেয়াল করি নাই। ওখানে রিপ্লাই দিয়েছি, দেখুন। আমার নিজের ফটোশপ ভয়ানক কঠিন লাগে তাই আমি ব্যবহার করি পিকাসা। আপনি এটা গুঁতিয়ে দেখতে পারেন, বেশ সহজ আছে, আর অরিজিনাল ছবির ব্যাকআপ রাখে পিকাসা বাই ডিফল্ট।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ফাহিম হাসান এর ছবি

আপনি এডোব লাইটরুমও ব্যবহার করে দেখতে পারেন। তিরিশ দিনের ট্রায়াল ফ্রি। আইডিবিতে পাইরেটেড পাওয়া যেতে পারে।

তাসনীম এর ছবি

ইসাবেলা রোজেলিনি তেমন পদের অভিনেত্রী ছিলেন না, কিন্তু এই গ্রিনপর্ন বেশ অভিনব ব্যাপার। আপনার লেখা পড়েই আমি প্রথম জানলাম যে উনি ইনগ্রিড বার্গম্যানের কন্যা।

আপনার লেখা ও ছবিগুলো অসাধারণ হয়েছে, এই রকম ইন্টারেস্টং লেখা আরো আসুক।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ফাহিম হাসান এর ছবি

অনেক অনেক ধন্যবাদ।


ইসাবেলা রোজেলিনি তেমন পদের অভিনেত্রী ছিলেন না, কিন্তু এই গ্রিনপর্ন বেশ অভিনব ব্যাপার।

সহমত।


আপনার লেখা পড়েই আমি প্রথম জানলাম যে উনি ইনগ্রিড বার্গম্যানের কন্যা।

আর আমি জানলাম উইকি থেকে হাসি

শুভাশীষ দাশ এর ছবি

অমানুষিক পোস্ট।

চলুক

ফাহিম হাসান এর ছবি

ধন্যবাদ।

pun করলেন কি! হাসি

মানিক চন্দ্র দাস এর ছবি

ফাহিম ভাই,
বিষয়টা অসাধারন। কত্তো কিছু যে জানিনা ! আপনেগো তোলা ছবি দেখলে হতাশ লাগে। এইরম ছবি আমি স্বপ্নেও তুলতারিনা। ক্যামেরা নাই তো , তাই স্বপ্নেই ছবি তোলা লাগে।

ফাহিম হাসান এর ছবি

অনেক ধন্যবাদ মানিক ভাই। হতাশ লাগার কিছু নেই।
ছবি তুলতে চাইলে অন্তত মোবাইলের ক্যামেরা ব্যবহার করুন। কম দামের মধ্যে আরো ভাল রেজাল্ট চাইলে সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন পল্টন/ বায়তুল মোকারাম থেকে (এটা সবচেয়ে শেষ অপশান)। বন্ধুদের থেকেও ক্যামেরা ধার নিয়ে দেখতে পারেন।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঠিক আছে, চলুক হাসি

ফাহিম হাসান এর ছবি

ভরসা পেলাম।চলবে। হাসি

ধুসর গোধূলি এর ছবি

ফড়িং-এর ফটুকটা দেখে মনে হলো যেনো এয়ারফোর্স ওয়ানে তেল ভর্তি বিমান থেকে তেল ভরা হচ্ছে।

আর বাদবাকীগুলো হয়েছে "নাউযুবিল্লা" হো হো হো

ফাহিম হাসান এর ছবি

ফাটাফাটি উপমা। গড়াগড়ি দিয়া হাসি

ধন্যবাদ।

guest writer rajkonya এর ছবি

সাহস করে ভিডিও টা দেখলাম। biology বইয়ে যেমন বিচ্ছিরি ছবি থাকত, তেমন না। হাসি ঘেন্না পায় নি। ধন্যবাদ।

ফাহিম হাসান এর ছবি

আপনাকেও ধন্যবাদ সাহস করে দেখার জন্য। হাসি

অতিথি লেখক এর ছবি

সবুজ পর্নো বলে যে কিছু আছে তাই-ই তো জানা ছিলো না!!

অসাধারন লাগলো! ভিডিওর চেয়ে কন্সেপ্টাই বেশি ইনোভেটিভ!!

লেখকের ক্যামেরার ছবিগুলো দেখে চোখ জুড়োল।

রেটিং করার অধিকার থাকলে ১০০ তে ১০০ দিতাম। দেঁতো হাসি

মোহনা'

ফাহিম হাসান এর ছবি

এটা ঠিক - চিন্তাটাই অভিনব। হাততালি

অনেক ধন্যবাদ। এত তারিফ দেখে লজ্জা পাই।

দেরসুউজালা এর ছবি

অভিনব বিষয় ও অসাধারন কিছু ছবি। দারুন লাগলো।

ফাহিম হাসান এর ছবি

অনেক ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

অন্যরকম পোষ্ট
সকাল রয়

ফাহিম হাসান এর ছবি

ধন্যবাদ। ভাল থাকবেন।

অতিথি লেখক এর ছবি

অসাধারণ! মুগ্ধ হলাম। চলুক

পর্ণ> পাতা। পাতার রং সবুজ।
পর্ন ছবি> নীল ছবি।

কুটুমবাড়ি

ফাহিম হাসান এর ছবি

ধন্যবাদ। বানান ভুলটা বড্ড চোখে লাগছে আমারও।

জুয়েইরিযাহ মউ এর ছবি

দারুণ পোস্ট...
প্রথম আর দ্বিতীয় ছবিটা চমৎকার... চলুক


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

ফাহিম হাসান এর ছবি

ধন্যবাদ। হাসি

হাওয়াইমিঠাই এর ছবি

প্রিয়তে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।