বই-বার্তা: লেখক রায়হান আবীরের সাক্ষাৎকার

ফাহিম হাসান এর ছবি
লিখেছেন ফাহিম হাসান (তারিখ: মঙ্গল, ২৮/০২/২০১২ - ৮:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বইমেলা শেষ হয়ে এল প্রায়। তাক থেকে পুরানোদের হটিয়ে নতুন বইগুলো জায়গা করে নিচ্ছে, বাতাসে ছাপাই-বাঁধাইয়ের সৌরভ। সচলায়তনের সাথে সম্পৃক্ত অনেকের নতুন বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। কারো বা পূর্বপ্রকাশিত বই নতুন আঙ্গিকে পাঠকের হাতে এসেছে। লেখার বিষয়বস্তু, ভাষার ধরন ও মুদ্রণের অভিনবত্ব বিচারে এই বইগুলো বিস্তর আলোচনার দাবী রাখে। সচলায়তনের পক্ষ থেকে এবারের বইমেলাকে কেন্দ্র করে লেখকদের সাথে তাই সাক্ষাতকারের আয়োজন করা হয়। এই খোলামেলা আলোচনার উদ্দেশ্য ছিল প্রকাশিত বইগুলোকে ঘিরে নানা প্রশ্নের উত্তর খোঁজা।

আজকের এই পোস্টটি লেখক রায়হান আবীরের সাথে সাক্ষাতকারের অডিও পডকাস্ট। সাক্ষাতকারটি স্ট্রিম করে শুনতে পারবেন এখান থেকে -

সাক্ষাৎকারটির সূচনা সচল রায়হান আবীরের বই “অবিশ্বাসের দর্শন”কে ঘিরে। সঞ্চালক হিসেবে হিমু ভাই ও আমি নানা প্রশ্নবানে লেখককে জর্জরিত করার দায়িত্বটুকু পালন করেছি। কোন পূর্বলিখিত কাঠামোর সাহায্য না নেওয়ায় পুরো আলোচনাটাই ছিল স্বতঃস্ফুর্ত ও নানা প্রাসঙ্গিক ডালপালায় পূর্ণ।

এই ফাঁকে চট্-নজরে বইটি সম্পর্কে জেনে নেই-

--------------------------------
“অবিশ্বাসের দর্শন”
--------------------------------
লেখক - অভিজিৎ রায় এবং রায়হান আবীর
প্রচ্ছদ: সামিয়া হোসেন
পৃষ্ঠা সংখ্যা: ৩২০
মূদ্রিত মূল্য: ৫০০ টাকা (পেপারব্যাক ২২৫ টাকা)
প্রকাশক: শুদ্ধস্বর, ফেব্রুয়ারি, ২০১১ (পুনর্মুদ্রণ ২০১২)
৯১ আজিজ সুপার মার্কেট (৩য় তলা) শাহবাগ, ঢাকা।

বইটাকে নিয়ে একটা ফেইসবুক গ্রুপও আছে - http://www.facebook.com/obisshasher.dorshon

আশা করি সীমিত পরিসরের এই কথোপকথন পাঠকদের মনোজগতকে উস্কে দিবে। বইটিকে ঘিরে পাঠকদের থেকে আরো নানা রকম প্রশ্ন, পাঠ প্রতিক্রিয়া আসবে। এই বেলা একটা তুমুল আলোচনা হয়ে যাক, কেমন?

---

কৃতজ্ঞতা স্বীকার: হিমু, সম্পাদনার মত কঠিন কাজটুকু স্রেফ একা হাতে সামাল দিয়েছেন।


মন্তব্য

চরম উদাস এর ছবি

চমতকার।
অডিওতে echo noise আছে বেশ। এটা কি আমার আইপ্যাডে হচ্ছে না সব কম্পুতেই টেস্ট করে জানাবো নে।
ধুরো, কি টিপতে কি টিপি দিয়ে ফেলছি, পোস্ট আপত্তি জানান এই বাটনে চাপ পড়ে গেছে, এইটা দেখি বাতিলও করা যায়না এখন মন খারাপ

ফাহিম হাসান এর ছবি

একটু নয়েজ আছে। স্কাইপের সাউন্ড কোয়ালিটি ভাল না। যান্ত্রিক সীমাবদ্ধতার জন্য দুঃখিত।

রিসালাত বারী এর ছবি

স্কাইপে একজন কথা বলার সময় অন্যরা মাইক্রফোন অফ রাখলে এই নয়েজটা আসতো না। পরের বার খেয়াল রাইখেন হাসি

rabbani এর ছবি

আপনি তো নয়েজ নিয়ে কাজ করেন, নয়েজ ফিল্টার আউট করে দেন হাসি

চরম উদাস এর ছবি

করা সম্ভব। সময় পাইলে কালকে টেরাই দিবোনে।

কৌস্তুভ এর ছবি

ইন্টারভিউটা লিখিত পেলে কতই না ভালো হত! (খে-পে-শু-চা খাইছে )

ফাহিম হাসান এর ছবি

তা তো বটেই। কিন্তু তাহলে তো বালিকারা হয়রান ভাইয়ের রমণীমোহন কন্ঠস্বর থেকে বঞ্চিত হতেন হাসি

রায়হান আবীর এর ছবি

সেইরকম করা গেলে বেশ ভালো হইতো, কিন্তু কর্বে কিডা দেঁতো হাসি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

আইডিএম-এ ডাউনলোড দিলাম। হাসি
শুনে আবার মন্তব্য করবো। হাসি

ফাহিম হাসান এর ছবি

অবশ্যই

চরম উদাস এর ছবি

আমারও একটা সাক্ষাতকার নেন না। আমি বিখ্যাত না হইলেও মাশাল্লা কুখ্যাত তো কম না খাইছে । মনে করেন আমি দিনে কয়ঘণ্টা পড়াশুনা করি, বড় হয়ে কি হইতে চাই, কি খাইতে পছন্দ করি এরকম সোজা সোজা প্রশ্ন করলেন। মাইরি বলছি, জটিল সব উত্তর দিব খাইছে । আর সবশেষে মনে করেন একটা ছড়া বা কবিতা বলতাম বা দুইটা লাইন গান গাইতাম।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সাথে একটু নাচও থাকতে হবে কিন্তু।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চলুক

সজল এর ছবি

রায়হান আবীরকে শুভেচ্ছা। বইটা কেনার ইচ্ছা ছিলো, কিন্তু দেশে থাকা অবস্থায় বইটা পাইনি। অনলাইনে অ্যাভেইলেবিলিটি থাকলে ভালো হত।
দেশে ধর্মকে প্রশ্নের মুখোমুখি করে বই লেখার মত পরিবেশ রয়েছে জেনে খুবই ভালো লাগলো। সাক্ষাৎকারের জন্য হিমু ভাই এবং ফাহিম ভাইকে ধন্যবাদ।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

তদানিন্তন পাঁঠা এর ছবি

বই-মেলা ডট কম এ পাবেন। কিনে ফেলুন। হাসি

দ্রোহী এর ছবি

কথা বুঝতে ব্যাপক সমস্যা হচ্ছে। পুরো তেত্রিশ মিনিট এভাবে শুনলে কালকে কানের ডাক্তারের কাছে যাওয়া লাগবে। মন খারাপ

ফাহিম হাসান এর ছবি

আন্তরিকভাবে দুঃখিত। এই যান্ত্রিক সমস্যাগুলোর দিকে পরেরবার লক্ষ্য রাখব।

রায়হান আবীর এর ছবি

হ। নয়েজটা বেশ পেইন দিসে, আমি নিজেও পুরাটা শুনতে পারিনাই মন খারাপ

আমার আর হিমু ভাইয়ের সাউন্ড লেভেল কম ছিলো, এই কারণেই বিশাল মাত্রার এপ্লিফাই করতে হইছে। এবং ফলশ্রুতিতে ভুটভাট শব্দ।

পৃথ্বী এর ছবি

সাক্ষাৎকার লোড করতে গিয়ে ডিভাইস হ্যাং করছে, রায়হান স্যারের এমনি তেজ!

সাম্য এর ছবি

না না রকম ক্যাঁচ কোঁচ শব্দের মাঝে ভাল করে শুনতে পারলাম না মন খারাপ

ফাহিম হাসান এর ছবি

স্কাইপের সাউন্ড কোয়ালিটি্র জন্য এমনটা হয়েছে। দুঃখিত।

মাহমুদ.জেনেভা এর ছবি

এই বইটা রায়হান আবীর আমাকে এক কপি সৌজন্য হিসাবে দিয়েছে আর আমি ৩ কপি কিনেছি।
কেন কিনেছি এত গুলা কপি? অনেক সময় ধার্মিকদের কুযুক্তি গুলা সব গুলার উত্তর দেয়ার মত সময় থাকেনা। ভয়াবহ গোঁড়া ধার্মিক দের মাঝে অল রেডি দুই কপি দিয়ে বলেছি অনুগ্রহ করে পড়ে আপনাদের অনুভূতি জানান।
একজন বেশ গম্ভীর মুখ করে বললেন লেখকের কথায় যুক্তি আছে, অন্য জন না পড়েই বললেন এইগুলা নাস্তিক দের বই এই গুলা পড়া হারাম
বুঝলাম শেষের ব্যাক্তি হেদায়েতের অযোগ্য! এই বইটা আমি ঢাল হিসেবে ব্যাবহার করি। আর আমার সৌদি বাদশাদের মত অনেক টাকা থাকলে আমি এই বইটা স্কুলে স্কুলে ফ্রি বিতরন করতাম

সুমন তুরহান এর ছবি

ভয়াবহ গোঁড়া ধার্মিক দের মাঝে অল রেডি দুই কপি দিয়ে বলেছি অনুগ্রহ করে পড়ে আপনাদের অনুভূতি জানান।একজন বেশ গম্ভীর মুখ করে বললেন লেখকের কথায় যুক্তি আছে, অন্য জন না পড়েই বললেন এইগুলা নাস্তিক দের বই এই গুলা পড়া হারাম

বিশ্বাসীদের কাছ থেকে এর চেয়ে ভালো রেসপন্স আমিও পাই নি খুব একটা।

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

biddut এর ছবি

ডাউনলোড ক‌্যামনে করমু? কেও জানাবেন পিলিজ

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

আইডিএম দিয়ে অটো ডাউনলোড হবে।

তাপস শর্মা এর ছবি

ভালো ভাবে শুনতে পারলাম না কিছুই। ফাহিম ভাই ফেবুতে একটু লিঙ্কটা কষ্ট করে দিতে পারবেন কি? দিলে ভালো হতো।

রায়হান আবীরকে শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন।

সুমন তুরহান এর ছবি

গুরুত্বপূর্ণ বইটি নিয়ে আলোচনা করার এই উদ্যোগ প্রশংসনীয়। সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ।

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কোনো কিছূ শোনার চেষ্টা করলাম না আর।
গতবার পারিনি। এইবার বইটা যোগাড় করতে পেরেছি।
আমার ভাতিজা প্রচন্ড উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে, কখন বইটা সে হাতে পাবে। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

মিনিট পাঁচেক শুনলাম। কানে লাগে খুবই। দুঃখিত, অনেক আগ্রহ সত্ত্বেও পুরাটা শুনতে পারলাম না। মন খারাপ

তবে দারুণ উদ্যোগ। আগামীতে এরকম আরও অনেক আসুক।

রায়হান আবীর এর ছবি

সচলায়তন, ফাহিম ভাই এবং হিমু ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই চমৎকার উদ্যোগ নেবার জন্য এবং একই সাথে আমাকে ডেকে সম্মানিত করার জন্য। সচলায়তনের কাছ থেকে এটা অনেক বড় একটা প্রাপ্তি।

আড্ডাটা আসলেই বেশ প্রানবন্ত ছিলো। কেউ শুনতে পারলো বলে খারাপ লাগছে, কিন্তু আশা করি এই অভিজ্ঞতা বলে ভবিষ্যতের আড্ডাগুলো সবাই শুনতে পাবে।

আবারও ধন্যবাদ হাসি

সাবেকা এর ছবি

শুভেচ্ছা । বইটা অতি অবশ্যই কিনব । বই মেলা থেকে পাওয়া যাবে এখানে একজন বলেছেন, দেখি সেটাই ভরসা ।

সাবেকা এর ছবি

অনেক কষ্ট হলেও সাক্ষাৎকারটি শুনলাম । যতটুকু বুঝা গেল রায়হান আবীর বেশ গুছিয়ে বিস্তারিত ভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন । অনেক ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে ।

বইটি বই মেলা ডট কম থেকে কিনতে গিয়েও কেনার কোন অপশন পেলাম না যেরকম অন্য বইগুলোতে আছে, নাকি আমার কিছু ভুল হচ্ছে কেউ কি জানাবেন, প্লীজ ।

রায়হান আবীর এর ছবি

আহ! শুনে খুবই ভালো লাগলো।

বইটি শুরু থেকেই বইমেলা সাইটে অযতনে আপলোডেড ছিলো। আজকে ভালোমতো ইনফরমেশন এবং প্রচ্ছদ ওদের ইনফরমেশনে পাঠালাম। দেখি ওরা ব্যবস্থা নেয় কিনা।

আগ্রহের জন্য অনেক অনেক ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।