প্রবাসী বাংলাদেশী ও তাদের সহযোগীদের প্রতিবাদ সংকলন
রাজাকারদের ফাঁসির দাবীতে সারা দেশের মানুষ এখন একত্রিত। যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ঢাকার শাহবাগে, সে আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে সর্বত্র। কোন ভৌগোলিক রেখায় আর এই আন্দোলন সীমাবদ্ধ নেই। ফেইসবুকে একটু পর পর দেখতে পারছি – মানুষ তার সামর্থ্য অনুযায়ী অনলাইন, অফলাইনে প্রতিবাদ জানাচ্ছে। জামাত-শিবিরের সমস্ত অপপ্রচার অগ্রাহ্য করে যুদ্ধাপরাধী রাজাকারদের ফাঁসির দাবীতে সবাই ঐক্যবদ্ধ।
প্রবাসী বাংলাদেশীরাও নিজেদের উদ্যোগে সংঘবদ্ধ হয়েছেন। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ আরো অনেকেই প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছেন। তাদের এই প্রতিবাদের ছবি-ভিডিও-লেখা সংকলন করার উদ্দেশ্যেই এই ব্লগ।
আলোকচিত্রী: শোয়েব আহমেদ
আলোকচিত্রী: মো. মনিরুজ্জামান
কথা, সুরঃ চমক, চিত্রগ্রহণ: ইফতেখার হোসেন শোভন
আলোকচিত্র কৃতজ্ঞতা: সাকিব ইশ্তিয়াক, মো: শরিফুজ্জামান, সৈয়দ হেলাল উদ্দীন
আলোকচিত্র: রাফি আলম
এই অসাধারণ ইউটিউব ভিডিওতে শুনতে পারবেন হার্ভার্ড, এম.আই.টি সহ নর্থইস্টার্ন এরিয়ার বাসিন্দাদের প্রতিধ্বনি - যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই!
আলোকচিত্র: রাজিব মুস্তাফিজ, চিত্রাংকন: সুজন চৌধুরী (মুস্তাফিজ ভাই, ত্রিমাত্রিক কবিসহ আরো অনেকেই ভ্যাংকুভারে একটা প্রতিবাদ সমাবেশ করছেন। আপনি যদি ভ্যাকুভারবাসী হন তাহলে যোগ দিন)
আলোকচিত্রী: শান্তনু বণিক
আলোকচিত্রীঃ কৌস্তুভ অধিকারী
আলোকচিত্রী: মঞ্জিমা মাধুরী প্রমা (আরো ছবি দেখুন)
এশিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি বাংলাদেশ অ্যাসোসিয়েশানের প্রতিবাদ সমাবেশ
আলোকচিত্রী: লিপু হোসেইন
টিভি চ্যানেলে প্রবাসী বাংলাদেশীদের প্রতিবাদের ক্লিপ: (সৌজন্যে শান্তনু বণিক)
----
পোস্টটি নিয়মিত হাল-নাগাদ করা হবে। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন, সম্ভব হলে যোগ দিন। সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করুন। সেই সাথে আপনাদের জমায়েতের ছবি-ভিডিও- বা লেখার লিংক মন্তব্যে যোগ করুন (অনুমতিসহ)।
ফেইসবুকে প্রবাসে শাহবাগ পেইজে আরো আপডেট পাবেন।
নির্ভরযোগ্য তথ্যের জন্য ফেইসবুকের "শাহবাগ আন্দোলন" পেইজটিতে অংশগ্রহণ করুন। ছবি-ভিডিও-গুরুত্বপূর্ণ তথ্য যোগ করার অনুরোধ রইল।
মন্তব্য
সচলের মন্তব্যে ছবি যোগ করার একটা সহজ উপায় হল ফ্লিকারে ছবি আপ্লোড করে এম্বেড করা: (আপনি ফেইসবুক দিয়েও ফ্লিকারে লগ ইন করতে পারেন- (http://www.flickr.com/) )
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
(Y) :)
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
(Y)
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
(Y)
ফাহিম ভাই, প্রথম লাইনটা পরিবর্তন করে "রাজাকারদের ফাঁসির দাবিতে" করে দেন।
ধন্যবাদ। পরিবর্তন করে দিলাম।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
(Y)
লন্ডনের আরো কয়েকটা ছবি।
অ-নে-ক অ-নে-ক ধন্যবাদ কৌস্তুভ
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
"যতবার তোরা রাজাকার হবি ততবার আমরা মুকতিযোদধা হব।"
খুবই চমতকার লাগল কথাটি (Y)
দুর্দান্ত।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
ধন্যবাদ। চ্যাপেল হিলের ছবির প্রত্যাশায় থাকলাম
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
এই লিঙ্কটা WarCrimes 71 এ যুক্ত করে দিলাম। ঐ সাইটটির একটি QR Code প্রিন্ট করে আমরা বিদেশের জমায়েতগুলোতে বিলি করব। এই ছবি গুলো যদি ওখানে যোগ করে দেন, দারুন হয়। সচল প্রোফাইলে আমার ইমেইল পাবেন। আপনার জিমেইল ঠিকানা পেলে আপনাকে সাইট এডিটের পারমিশন দিয়ে দিব।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
আপনাকে সচল-বার্তা পাঠিয়েছি
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
(Y) অনেক ধন্যবাদ ফাহিম ভাই।
আমরা এই বুধবারে প্রতিবাদ কর্মসূচি করতে যাচ্ছি। আরও অনেক প্ল্যান আছে, বিস্তারিত পরে জানাব।
ছবিও পরে আপলোড করে দিব। :)
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
(Y) =DX ^:)^
(Y)
ছবিগুল হৃদয়ের চেতনা আরো বারিয়ে দিল (Y)
সত্যই বাংলাদেশঈ হতে পেরে ভাল লাগছে।
অসাধারণ ফাহিম ভাই! সব অর্থে - এই সমর্থন, এই ছবি, এই পোস্ট - আহ মন ভরে গেল -
এবারের যোদ্ধাদের সবাইকে অভিনন্দন!
দারুণ !
(Y) দারুণ!
আমরা সুইডেনের উমেও ইউনিভার্সিটির কয়েকজন। প্রজন্ম চত্বরের সাথে আমাদের একাত্মতা বলে বুঝানোর মত নয়। এই আন্দোলন, এই দাবী আমাদের সবার। এই প্রতিবাদের গানটা লিখে, সুর করে গাওয়া হয়েছে তারই প্রেরণায়। ফাঁসি চাই, ফাঁসি!!!! আর চাই ওদের কুরাজনীতি বন্ধ হোক বাংলার মাটিতে।
-স্বপ্নচারী
ইউটিউবের লিঙ্কটা দেয়ার চেষ্টা করছি, দিতে পারছি না। একটা ওয়াড ভেরিফিকেশনের জন্য বলে, কিন্তু এমন কিছুই নেই এখানে
--স্বপ্নচারী
নিবন্ধন করে অতিথি লেখক হয়ে যান। তারপর দিতে পারবেন।
ফারাসাত
^:)^
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...
নর্থ ক্যারোলাইনার "ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা অ্যাট চ্যাপেল হিল" এর বাংলাদেশীদের সংহতি।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
স্যান ফ্র্যানসিসকো বে-এরিয়া
পার্থ, পশ্চিম অস্ট্রেলিয়ার সমাবেশ।
দুই পতাকার মাঝে হলুদ পোস্টার হাতে আমি, পিছে বুদ্ধমূর্তি হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক স্তম্ভ। এখন আমিও গুয়েবাড়াদার মত করে বলতে পারব, আমিই শুরু করছিলাম! হু হু!
দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশীরা যুদ্ধপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সোচ্চার।
-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়
ভ্যাংকুভারে কুৎ কুৎ খেলার আইডিয়া টা জোশ্।
দেশে এরকম একটা জাতীয় পর্যায়ে করলে কেমন হয়?
নতুন মন্তব্য করুন