মানুষের নানারকম বাতিক থাকে, আমার যেমন আছে চট করে কিছু একটা কেনার অভ্যাস। আমি ধৈর্য ধরে, যাচাই-বাছাই করে কোন কিছু কিনতে পারি না। এজন্য দেখা যায় আমি হয়ত একটা জিনিস দাম দিয়ে কিনলাম, আশেপাশের কেউ একজন সেই জিনিসটাই আস্তে-ধীরে, অপেক্ষা করে অর্ধেক দাম দিয়ে কিনে ফেলবে। তবে কিছু জিনিস আছে যেগুলো চট করে কিনতে চাইলেও অনেক সময় হয়ে উঠে না, বিশেষ করে পুরানো বই-পত্রিকা, গানের রেকর্ড ইত্যাদি।
অনেক দিন ধরেই ইচ্ছা ছিল মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত পত্র-পত্রিকা, সাময়িকী, স্মারক গ্রন্থ কেনার। ক্যানাডাতে পুরানো জিনিস বিক্রি করে এমন অনেক দোকান, কিন্তু পছন্দের জিনিস পাওয়া কষ্টকর। যেমন - জর্জ হ্যারিসন এবং রবি শংকরের আয়োজনে "কনসার্ট ফর বাংলাদেশ" এর এল পি রেকর্ড। রবি শংকর-ই প্রথম উদ্যোগটা নিয়েছিলেন। বন্ধু জর্জ হ্যারিসনের সাথে জুটি বেঁধে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে আয়োজন করলেন এক সংগীত অনুষ্ঠান। উদ্দেশ্য ছিল বিশ্ব দরবারে বাংলাদেশের সংগ্রাম ও পাকিস্থানী সামরিক বাহিনীর অত্যাচারের কথা তুলে ধরা, সেই সাথে সাহায্য তহবিলের জন্য অর্থ সংগ্রহ করা। প্রায় চল্লিশ হাজার দর্শকের সামনে গান পরিবেশন করেন খ্যাতনামা সব শিল্পী -বিটলেসের জর্জ হ্যারিসন ও রবি শংকরের সাথে যোগ দিয়েছিলেন আলী আকবর খান, বব ডিলান, এরিক ক্ল্যাপটন এবং আরো অনেকে।
প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও রেকর্ডটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। পাড়ার দোকানদার, যে কীনা নানা দুর্লভ রেকর্ড সংগ্রহে রাখে, তার দোকানে প্রায়ই হানা দেই। খোঁজ পেলে জানাবে এই আশ্বাসে কাছে নাম ঠিকানা, ফোন নাম্বার দিয়ে আসলাম। Kijiji, EBay, Craigslist তন্য তন্য করে খুঁজি। অনেক সময় একটা-দুইটা পোস্ট পাই, কিন্তু সব কিছু মিলে না। হয় তারা শিপিং ডেলিভারি দিতে রাজি না, অথবা রেকর্ডটার পুরো সেটটা একসাথে নেই। একবার EBay তে একটা পোস্ট দেখলাম - বিড উঠে গিয়েছে প্রায় দুইশ ডলার! শখ আর সামর্থ্যের মুখ দেখাদেখি বন্ধ হওয়ার মত অবস্থা।
অবশেষে ঘুরতে ঘুরতে টরেন্টোর এক দোকানে পেয়ে যাই সম্পূর্ণ সেটটা। তক্ষুনি কিনে ফেললাম; ভালোভাবে কাগজ আর ফোমে মুড়ে লাফাতে লাফাতে বাড়ি ফিরলাম। তবে কেনার পরেও রেকর্ড প্লেয়ারের অভাবে বাজানো হয়ে উঠে নি অনেকদিন। এবার বিজয় দিবস উপলক্ষে একটা ছোট ভিডিও ক্লিপ বানালাম।
নাতি-পুতিকে মুক্তিযুদ্ধের গল্প শোনানোর সময় এই ভিডিওটা কাজে আসবে, ভাব মারার একটা ব্যবস্থা করা আর কী!
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা
মন্তব্য
গানের কথা -
My friend came to me
With sadness in his eyes
He told me that he wanted help
Before his country dies
Although I couldn't feel the pain
I knew I had to try
Now I'm asking all of you
To help us save some lives
Bangladesh, Bangladesh
Where so many people are dying fast
And it sure looks like a mess
I've never seen such distress
Now won't you lend your hand and understand?
Relieve the people of Bangladesh
Bangladesh, Bangladesh
Such a great disaster, I don't understand
But it sure looks like a mess
I've never known such distress
Now please don't turn away
I want to hear you say
Relieve the people of Bangladesh
Relieve Bangladesh
Bangladesh, Bangladesh
Now it may seem so far from where we all are
It's something we can't neglect
It's something I can't neglect
Now won't you give some bread to get the starving fed?
We've got to relieve Bangladesh
Relieve the people of Bangladesh
We've got to relieve Bangladesh
Relieve the people of Bangladesh
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ধন্যবাদ
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
গানগুলো প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকুক!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
সেটাই প্রত্যাশা
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
অনেক দুর্লভ কালেকশান পেয়েছেন বলাই বাহুল্য। এরজন্য যে ত্যাগ ও ভালোবাসার পরিচয় আপনি দিয়েছেন সেটাও প্রসংশনীয়। আমিও দোকান ঘুরে ঘুরে হারিয়ে যাওয়া অডিও ক্যাসেট কালেকশন করি। আপনার কষ্টের, লেগে থাকা এবং পেয়ে যাবার অসম্ভব এক্সাইটমেন্টের খানিকটা আমিও উপলব্ধি করতে পারছি।
কাল সারাদিন অজস্রবার শুনেছি জর্জ হ্যারিসনের গাওয়া বাংলাদেশ এবং জোয়ান বায়েজের গাওয়া বাংলাদেশ গান দুটি। আজকে অফিস-এ বসেও অসংখ্যবার শুনেছি এই গান দুটি। কাজের ফাঁকে ফাঁকে শুনতে শুনতে হঠাৎ আমার চোখ দু'টো ঝাপসা হয়ে আসে।
বর্তমানে সঙ্গীতের ক্রান্তিকাল আর ভঙ্গুর অবস্থা আমাকে খুব বেশী বিচলিত করে। চারপাশে অসংখ্য চাটুকারদের ভিড়ে ঠিক অর্থে শিল্পী হয়ে উঠা অনেকাংশেই হয়ে উঠছে না।
ধন্যবাদ সজল। জর্জ হ্যারিসন এবং জোয়ান বায়েজের গাওয়া গানগুলো আমারো খুব প্রিয়।
আমি বলতে গেলে ক্যাসেট বা সিডি কেনা ছেড়েই দিয়েছি। বেশিরভাগ সময় অনলাইনে স্ট্রিম করেই গান শোনা হয়। আপনার গানের কালেকশান নিয়ে সচলায়তনে লেখার অনুরোধ জানিয়ে গেলাম।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ভালো লিখেছেন। ধন্যবাদ না জানিয়েই কমেন্ট পোষ্ট করে দিয়েছি।
শুভেচ্ছা জানবেন।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ছবি টবি তোলা কি ছেড়ে দিয়েছেন?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আসলেই! অনেকদিন ছবি তোলা হয়ে উঠে না।
চাকরি আর সংসার জীবনের ব্যস্ততায় সময়গুলো হুট করেই চলে যায়।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ছবি ছাইড়েন না।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ও, এই তাহলে ফ্লিকারের ছবির রহস্য
হা হা হা, ঠিক ধরেছেন
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
নতুন মন্তব্য করুন