একটি অনার্য রুপকথা

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: বুধ, ১৮/০৩/২০০৯ - ৯:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

নীলকমল, নীলকমল,
তেপান্তরের মাঠ পেরিয়ে
পাও কি খোঁজ় শঙ্খমালার,
কন্যা আমার দুধবরন
শয্যা যে তার সোনার পালং
মৃ্নাল গলে হীরামোতির হার ।

নীলকমল, নীলকমল,
কোন দেশী এক দত্যি তারে
কেমন করে বন্দী করে ?
কেমন ঘোরে ঘুমায় যে সে
সারাটি দিন আলসে মে
সোনার কাঁঠির শেকল পরে ?

নীলকমল, নীলকমল,
দত্যিরা কি প্রেমে পড়ে
তাদেরো কি মন খারাপ হয়?
দত্যি বলেই দুষ্টু সে কি
দত্যি বলেই ভালো বাসতে মানা,
শুকপাখী কি সে কথা কয়?

নীলকমল, নীলকমল,
ঘোড়া ছুটিয়ে দূরদেশে যাও
সেথায় দীঘি মস্ত বড়ো,
কৌ্টা মাঝে ভোম্রা ধরো।

রাজার ছেলে নাহলে আজো
কন্যারা আর বাসেনা ভালো,
নীলকমল, নীলকমল,
এতোটা কাল পার হলো হায়
জন্মশাপে যন্ত্রনা পায়
দত্যি এমন অভাগা কেন?


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বস, আপনার কবিতা আর পর্যবেক্ষণ ক্ষমতা নিয়ে কথা বলা অহেতুক।

তবে শ্রেণীবিভাজন কিন্তু লালকমল (মানবীপুত্র) আর নীলকমলের (দানবীপুত্র) মধ্যেও আছে। রূপকথার ব্যাখ্যা নিয়ে সিরিজ লেখার ইচ্ছেটা আবারো মাথাচাড়া দিয়ে উঠল।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ফকির লালন এর ছবি

ঠিকইতো, খেয়াল করি নাই। ধন্যবাদ।

নীলকমল শ্রুতিমধুর মনে হয়েছে। অবশ্য কবিতাটায় বেশ কয়খানে সে সমস্যা এম্নিই আছে , শুধরাতে ইছছে হয়নি। তবে লালকমল করে ফেলা উচিত।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।