লাস্ট ফর লাইফ?

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শুক্র, ০৮/০৫/২০০৯ - ২:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এ সপ্তাহে গার্ডিয়ান পর পর দু’দিন খুব সম্ভবত দুই জার্মান আর্ট হিস্টোরিয়ানের গবেষনার বরাত দিয়ে জানাচ্ছে যে ভ্যানগখ নাকি স্বেচ্ছায় তার কান কেঁটে পতিতা প্রেমিকাকে নিবেদন করেননি। তার বন্ধু গগেইনের সাথে পান করার পরে এক ঝগড়ার মুহুর্তে তিনি তার তরবারী দিয়ে ভ্যানগখের কান কেঁটে ফেলেন। পরে দুই বন্ধু সেটা চেপে যাবার সিন্ধান্ত নেন। এবং কানটি ভ্যানগখ তার প্রেমিকাকে উপহার দেন। দিলে তা যে উড়ো খই গোবিন্দকে নৈবেদ্য দেবার ব্যাপার হয় তাতো আর বলার অপেক্ষা রাখেনা।

পৃ্থিবীর তাবত বোহেমিয়ান আঁকিয়ে, গাঁইয়ে, লিখিয়ে এমন কি প্রেমিকদের জন্য এর চে দুঃসংবাদ আর কি হতে পারে? শত বছর ধরে যে দেবতার আরাধনায় যুবকেরা ব্রতী ছিলো এবং ভবিষ্যতেও হাজ়ার হাজ়ার যার ভাবশিষ্য হতো তার সর্ম্পকে এমন নির্মম সত্য কে জানতে চেয়েছে?

গার্ডিয়ানে এক কলামবাজতো বলেই দিয়েছেনঃ … so, a new sliding scale of artistic authenticity: you don’t have to cut your ear off, though it helped; you don’t have to be an alcoholic, but you’ll be in good company; you don’t have to be poor, but you can’t be rich; you don’t be have to be left……

ভাবুন, এখন থেকে কার পূজা করবো? 'জ়ীবনের জন্য তৃষ্ণা' রই বা কি হবে? ...ও তৃষ্ণা আমার বক্ষ জুড়ে...

অনুরোধঃ কিভাবে লিঙ্ক করতে হয় বাইরের ম্যাটেরিয়াল, শেখাবেন?


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনুরোধঃ কিভাবে লিঙ্ক করতে হয় বাইরের ম্যাটেরিয়াল, শেখাবেন?

লিংক দেয়া শেখার জন্য দেখুন এই লিংক

আর যাবতীয় সাহায্য পাবেন এই লিংকে, যেটা সচলের ১ম পাতায় বামে প্যানেলে আছে।

তানভীর এর ছবি

পৃ্থিবীর তাবত বোহেমিয়ান আঁকিয়ে, গাঁইয়ে, লিখিয়ে এমন কি প্রেমিকদের জন্য এর চে দুঃসংবাদ আর কি হতে পারে?

কী বলতে চাইলেন ঠিক বুঝলাম না। প্রেমিকার জন্য কান কেটেই যদি ভ্যান গগ হওয়া যেত, তবে সবাই শুধু কানই কাটত। দুর্ঘটনায় কান কাটা গেছে এ খবরে ভ্যান গগের শিল্পমূল্য কি কমে গেছে নাকি?

লুৎফুল আরেফীন এর ছবি

কান আসলেই কেউ ইচ্ছা করে কাটে না। রমজানকে দেখেন না? - কান কাটা রমজান? হুরমতি কেটে দিলো বলেই না বেচারা কানটা হারালো!

ফকির লালন এর ছবি

বোঝাতে পারিনি হয়তো। প্রেমিকার জন্য কান কাটলে ভ্যানগখ হওয়া যাবে এ কথা বলতে চাইনি। বলতে চাইছিলাম যে ভ্যানগখের একটা কাল্ট ভাবমূর্তি আছে, সেটা ক্ষুন্ন হয়েছে।

যেভাবেই কান কাটা যাকনা কেন তার কাজের মূলয় কমার কথা নয়।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কিন্তু এর প্রমাণ কি?

ফকির লালন এর ছবি

শক্ত কোন প্রমান দিতে পারেন নি। পুলিশ রেকর্ড ইত্যাদির বরাত দেয়া হয়েছে। গার্ডিয়ানের চার তারিখের ফিচার দেখুন বিস্তারিত জানার জন্য।

এনকিদু এর ছবি

হুঁ ঠিকি তো আছে । ভ্যান গগের প্রতি আমার শ্রদ্ধা আরো বাড়ল । এতদিন জানতাম লোকটা প্রতিভাবান শিল্পী ছিল । প্রেমিকা কে নিজের কান কেটে পাঠিয়ে দিয়েছিল । এখন জানলাম লোকটার মাথায় দুষ্টুমি বুদ্ধিও কম খেলত না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হাসান মোরশেদ এর ছবি

ভ্যানগঁগ যে প্রেমিকার জন্য কানকাটার মতো ভোদাই ছিলোনা - এটা সত্য হলে খুশী হই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ধুসর গোধূলি এর ছবি

- ক্লাস নাইনে প্রথমবার যখন উচ্চতর গণিত পরীক্ষায় বসছিলাম, যতোটা ব্যাড়াছ্যাড়া দেখছিলাম চোখে, তার চাইতে বেশি দেখলাম এই লেখাটা পড়তে গিয়ে। কী লিখলেন রে ভাই! তার চাইতে আমারে উচ্চতর গণিত করতে কন! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।