শিরোনাম নেই

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: বুধ, ০১/০৭/২০০৯ - ১:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যদি আমি নক্ষত্রখচিত রাত্রির কথা বলি
তবে জেনো আমি নিশ্চিত মিথ্যা বলছি
কেননা আমার সকল রাত্রিই ছিলো নিকষ
কালো অন্ধকার, স্বপ্নহীন। তবু যদি ওঠে
কাল রোদেলা দুপুর, কিছু সূর্যমুখী, কিশোরী
আবেগে চুমু খেতে চায় সৌরদহন, আমরা
না হয় তখন একটি জ্বলজ্বলে তারা ভরা
গর্ভবতী রাতের কথা বলতে পারি। বলতে
পারি সেইসব চমকিত নক্ষত্রের কথা, যারা
কেবলই দীপ্যমান, যেমন চমকায় তোমার
ওড়নায় সহস্র চুমকি, আর চোখে ভেসে
ওঠে অব্যর্থ রংধনু ঝিলিক।


মন্তব্য

লীন এর ছবি

স্বপ্ন দেখা যেতেই পারে।
ভালো লাগলো।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বলতে
পারি সেইসব চমকিত নক্ষত্রের কথা, যারা
কেবলই দীপ্যমান, যেমন চমকায় তোমার
ওড়নায় সহস্র চুমকি, আর চোখে ভেসে
ওঠে অব্যর্থ রংধনু ঝিলিক।
লাইনগুলো ভালো লাগলো।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এমন অনেক নক্ষত্রখচিত রাত পেয়েছি আমরা,
যখন ঘুমে নয় আমাদের জাগরণেই স্বপ্ন ছিল।
আমাদের চোখগুলো ছিল স্বপ্নমাখা, অথবা স্বপ্নাতুর;
ভবিষ্যতের কথা আমরা ভাবতামনা তখন।
কারণ, তখনো আমরা চালাক-চতুর-বৈষয়িক
অথবা স্বপ্নহীন হয়ে যাইনি।

সেই সব দিন অথবা রাত্রিগুলো ছিল বলেই -
স্বপ্নহীন-আশাহীন দিনগুলোতে আজো আমরা বেঁচে আছি।
"কেবলই দীপ্যমান" তারাদের দেখা মেলে আজো।
জানিনা কখনো তারা সূর্যের মত প্রাণের উন্মেষ ঘটাতে পারে;
নাকি মহাবিস্ফোরণে হারিয়ে যায় সারা জীবনের জন্য।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ফকির লালন এর ছবি

ধ্নন্যবাদ উতসাহ দেয়ার জন্য।

দীপ্যমানের জন্য আকুল থাকতে পারি, থেকে যেতে পারি সেই প্রার্থনায়-

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।