পাখীরা ফিরেছে ঘরে অথবা ঘরে ফেরে বলেই তারা পাখী। আমাদেরই কোন ঘর নেই শুধু ঘরের স্বপ্ন আঁকি।
এক টুকরো বাগান, আধখানা ঘর আর বারান্দায় তোমার শাড়ী - নাকি তোমাকে ভাবিনি বলেই আমরা আজও, দীপান্তরী।
খুব ভালো লাগছে। ____________ অল্পকথা গল্পকথা
কিছু কিছু কবিতা আছে যেটা পড়লে গদ্যে আর উত্তর দেয়া সম্ভব হয় না। এই কবিতাটিও তেমন। আমি তো কবি না, তাই আপনার কবিতা দিয়েই উত্তর দেই,
"বাড়ী থাকলে তবেই না বাড়ী ফেরা"
পান্ডব, সে কবিতার নামও উদ্বাস্তু ছিলো। দীর্ঘ বছরগুলোতেও সে বোধ কমেনি। শিমুল, ধন্যবাদ।
অনেক দেরিতে পড়লাম। খুব ভালো লাগলো। খুব ______________________________________ পথই আমার পথের আড়াল
______________________________________ পথই আমার পথের আড়াল
অনেক অনেক ধন্যবাদ উতসাহ দেয়ার জন্য।
মন্তব্য
খুব ভালো লাগছে।
____________
অল্পকথা গল্পকথা
কিছু কিছু কবিতা আছে যেটা পড়লে গদ্যে আর উত্তর দেয়া সম্ভব হয় না। এই কবিতাটিও তেমন। আমি তো কবি না, তাই আপনার কবিতা দিয়েই উত্তর দেই,
"বাড়ী থাকলে তবেই না বাড়ী ফেরা"
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পান্ডব,
সে কবিতার নামও উদ্বাস্তু ছিলো। দীর্ঘ বছরগুলোতেও সে বোধ কমেনি।
শিমুল,
ধন্যবাদ।
অনেক দেরিতে পড়লাম। খুব ভালো লাগলো। খুব
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেক অনেক ধন্যবাদ উতসাহ দেয়ার জন্য।
নতুন মন্তব্য করুন