লোকে যে বলে
সুলভেই সবকিছু দাও-
কাজলরেখা,
সে কথা সত্যি নয়।
ফিরিয়ে দেবার আঘাত পেতে
ভালোবাসতে হয়েছে একুশটা বছর,
প্রত্যাখানের চিঠি পেতে
দিতে হয়েছে সহস্র সমর্পনের চিঠি,
আর মনে যে রেখেছো
সেজন্য ভোলার চেষ্টা করতে হয়েছে সারাটা জীবন!
৬ | লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: বিষ্যুদ, ০৯/০৭/২০০৯ - ১০:৪৯পূর্বাহ্ন)
কবিতার নাম "কাজলরেখা" কেন? খুঁতখুঁতটা এই জন্য যে কাজলরেখা নামটা সর্বজনবিদিত উপকথার চরিত্রের। কাব্যলক্ষ্মীর নাম "বনলতা সেন"-এর মত নৈর্ব্যক্তিক হলে কী ভালো হয় না? যেখানে "বনলতা সেন" শুনলেই জীবনানন্দ দাশের কথা আপনা থেকেই মনে হয় বা "নীরা" শুনলে সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা সেখানে ".........." শুনলেই আমাদের কবি "ফকির লালন"-এর কথা মনে হবে - তাই কি ভাল হয় না? অকবির কাছ থেকে কবিতার ব্যাপারে অযাচিত পরামর্শ ক্ষমা করবেন।
গত দেড় যুগ ধরে আমি আপনার কবিতার মুগ্ধ পাঠক। এই কবিতার ব্যাপারে মন্তব্য করতে আমি অক্ষম।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
মন্তব্য
হুমম।
ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেক অনেক ধন্যবাদ আপনার ক্রমাগত উতসাহ দেয়ার জন্য।
সুন্দর!
ধন্যবাদ, উতসাহ দেয়ার জন্য।
কবিতার নাম "কাজলরেখা" কেন? খুঁতখুঁতটা এই জন্য যে কাজলরেখা নামটা সর্বজনবিদিত উপকথার চরিত্রের। কাব্যলক্ষ্মীর নাম "বনলতা সেন"-এর মত নৈর্ব্যক্তিক হলে কী ভালো হয় না? যেখানে "বনলতা সেন" শুনলেই জীবনানন্দ দাশের কথা আপনা থেকেই মনে হয় বা "নীরা" শুনলে সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা সেখানে ".........." শুনলেই আমাদের কবি "ফকির লালন"-এর কথা মনে হবে - তাই কি ভাল হয় না? অকবির কাছ থেকে কবিতার ব্যাপারে অযাচিত পরামর্শ ক্ষমা করবেন।
গত দেড় যুগ ধরে আমি আপনার কবিতার মুগ্ধ পাঠক। এই কবিতার ব্যাপারে মন্তব্য করতে আমি অক্ষম।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
কেন যে কাজলরেখা, তার কোন সঠিক ব্যাখ্যা নেই আসলে। লেখার সময়, হঠাত এ নামটাই ঝল্কে উঠলো মনের মধ্যে।
উপকথা/রূপকথার নারীরা সময় বেয়ে বর্তমানের কবিতায় ঢুকে পড়লে ক্ষতি কি? বালকবেলার রূপকথার নারীদের প্রতি অবশ্য আমার অকারন পক্ষ্পাতিত্ব আছে।
পরামর্শ/মন্তব্য/উপদেশ না দিলে শিখবো কিভাবে?
ভক্ত হয়ে যাচ্ছি... ভক্ত হয়ে যাচ্ছি...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আগেই পড়েছি, আজকে মন্তব্য করে গেলাম,
দারুণ। খানিকটা উপচে পড়া প্রেম বটে, তবে কে না প্রেমিক হতে ভালোবাসে।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
নতুন মন্তব্য করুন