যে দুজন গ্যাছে বনে
তাদের আর ফিরবার কোনো পথ নেই
কেননা অরণ্যের পথেরা আর নগরে ফেরেনা।
যারা সন্ন্যাস নিয়েছে প্রেমে
তাদের সম্ভবত সেখানেই থেকে যেতে হবে
কেননা প্রেমের তাবৎ পথই এখন ক্লেদে স্থিত।
আর যারা ভবঘুরে হয়ে গ্যাছে
ঘুরে ঘুরে যারা দেখেছে অনেক, তারাও
জেনেছে গন্তব্যের চেয়ে পথই বেশী মায়াবতী হয়।
মন্তব্য
খুবই চমৎকার লাগলো কবিতাটা!
অল্প কথায় এতো সহজ সুন্দর কবিতা আমি খুব কমই পড়েছি। সাধুবাদ জানাচ্ছি। এইমাত্র আপনার একজন পাংখা বাড়লো। আপনার লেখার জন্য আগ্রহভরে অপেক্ষা করবো।
(শেষের তিন লাইন ভোলা আমার জন্য কঠিন হবে)
ভীষণ ভালো লাগলো। এতো সংক্ষেপে এতো কথা বললেন, অথচ জ্ঞানের বাণীর মতো শোনালো না, খুবই দুরূহ কর্ম।
অবিশেষণসম্ভব... আপনার কবিতা যতো পড়ছি, ততোই মুগ্ধ হয়ে যাচ্ছি
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনার কিছু কিছু কবিতা আছে যেগুলো পড়লে মনে হয় মুখস্থ করে ফেলা দরকার, এটা অমন একটা কবিতা। নজরুলের কাছ থেকে ধার করে বলতে হচ্ছে "অবিশেষণসম্ভব"। চালিয়ে যান বস।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অনেক অনেক ধন্যবাদ সবাইকে।
আহ, কি চমৎকার!
খুবই ভাল লাগল৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আবৃত্তি চমৎকার হয়েছে।
আবৃত্তিটা শুনতে পাচ্ছিনা। একটু কষ্ট করে আমাকে মেইল করবেন?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
হিমু ভাই, আমার সামানয় জীবনে এটা একটা ঘটনা হয়ে রইলো। অনেক অনেক ধন্যবাদ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আহা!
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ওরে কশা রে, ভায়া চরম কশা।
পাক্কা জোশিলা, ঈমানসে।
----------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
বাহ! খুবই ভালো লাগলো লালন ভায়া। সহজ কিন্তু শক্তিশালী। হিমুদার আবৃত্তিও বেশ।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
আর যারা ভবঘুরে হয়ে গ্যাছে
ঘুরে ঘুরে যারা দেখেছে অনেক, তারাও
জেনেছে গন্তব্যের চেয়ে পথই বেশী মায়াবতী হয়।
আহা!
বাহ!
কিন্তু আবৃত্তিটা শুনতে পাচ্ছিনা---
দারুণ...!!!
কড়িকাঠুরে
নতুন মন্তব্য করুন