সবচেয়ে ছোটটা যখন ছোট ছিলো তখন তাকে কোলে নিয়ে তিনি বারান্দার অইখানে দাঁড়াতেন।
একবার মাকে না বলে পিকনিকে যাওয়ায় তাকে ঘরে ঢুকতে দেয়া হয়নি, বেচারা এখানে দাঁড়িয়ে ছিলো বহুক্ষন। উনি চলে যাবার পর তিনি এইখানেই একটা অর্কিড লাগিয়েছিলনে টবে - সেটাও বাঁচেনি।
আজ বারান্দাটা ভাঙ্গা হবে। অই ছোটটাই সেদিন বোঝাচ্ছিলো যে এসব ইম্প্রাক্টিকাল ইমোশনের চেয়ে পার স্কয়ার ফিটের দাম অনেক বেশী।
এখন আর তার ঘরে ঢোকা আটকাতে পারেন না।
মন্তব্য
বাঃ! চমৎকার অণুগল্প, ব্লগরব্লগর কেন?
যাহ, সকালে উঠেই একটা দারুণ অণুগল্প পড়লাম। দারুণ লেগেছে। সত্যিই সুন্দর।
---------------------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
তাইতো, ব্লগরব্লগর কেন? দারুণ একটি অনুগল্প এটি। মনটা ছুঁয়ে গেল।
বাহ্, ভালো লাগলো!
বাহ্ ! দারুণ !!
এতো চমৎকার একটা অণুগল্প কীভাবে নজর এড়িয়ে ছিলো এতোক্ষণ !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ভালো লাগলো লেখাটা
চমৎকার
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
সুন্দর!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ভাল লাগল।
এত অল্প কথায় এত বিশাল ব্যাপ্তি ধরেন কিভাবে! চমৎকার লাগলো!
অনুগল্পটা ভাল লাগঅ ।
নির্ভানা
দারুণ লাগলো
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
চমৎকার!
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
বস, এটা কবিতা না কেন?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
বাহ! দারুণ তো!
নতুন মন্তব্য করুন