উইল কিংবা পোস্টমর্টেমের কবিতা

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ০৭/১১/২০০৯ - ৪:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এরকমই কথা ছিলো যে আমরা
চলে গ্যালে সেই দেখে রাখবে সব -
এই চরাচর, আদিগন্ত অন্তহীনতা,
নিঃসঙ্গ দুপুর, বিনিদ্র অন্ধকার, আর
যাকিছু আমাদের একান্ত উত্তরাধিকার।

অরণ্যের মধ্যে সে থাকবে সবুজের
প্রতিনিধি হয়ে, যেমন ঠাঁয় একপায় অপেক্ষায়
ইটের ভাঁটার চিমনী - একালের তালগাছ,
অদম্য ক্ষুধার পোস্টার হয়ে নিঃগলিত নিঃশ্বাসে
নিয়ত উসকে দেয় মেঘেদের কৌ্তুহল।

কথা ছিলো, যদ্দিন না ফিরি,
সেই আঁগলে রাখবে এইসব, আমাদের
নিজস্ব খুঁনসুটি, ফিবছর ঋতুমতী বানে ভেসে আসা
পলিপুষ্ট আমাদের প্রিয়সব কলমীলতা।


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

তারপর, তারপর কী হল? আক্ষেপ থেকে গেল যে কবি!



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

ফকির ভাই আপনি এত কৃপণ কেন? আরেকটু বড় হল কিইবা ক্ষতি হত?--------এস হোসাইন

---------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

ফকির লালন এর ছবি

অসমাপ্ত মনে হলো? কে জানি, আমার তো মনে হলো সব বলা হয়ে গ্যাছে।

ভাববো, কি করা যায়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।