একদিন যদি সত্যিই দেখা হয়ে যায়
যেমন কখনো কখনো সত্য হয় রুপকথা ,
আমরা দু’জন- হঠাৎ কোথাও- মুখোমুখি।
বহুকাল ধরে যাকিছু জমানো বরফ,
কথা, অভিমান, অথবা বুকপকেটে
নিয়ে ঘোরা জগদ্দল পাথরের মতো
বহু প্রাচীন প্রশ্ন কোন এক,
ইলিশের মসৃন পেটের মতো
স্মৃতির গহন থেকে যদি ছলকে ওঠে -
বর্তমানের রৌদ্র স্নানে।
অথবা এমনও কি হতে পারে
(মাফ করো, পৃথিবীতে কতো অলৌ্কিক
আর অসম্ভব ঘটনাইতো ঘটে)
যে তোমারও আছে কিছু জিজ্ঞাসা,
আছে কিছু নিজস্ব দুঃখ, যেমন সব
নদীর নীচেই থাকে কিছু গোপন ঘুর্ণিপাক।
অথবা এমন হলোনা কিছুই, চিনতে -
সেকথা জানাতেও লাগবে খানিকটা সময়
এক যুগ অপেক্ষার পর আধাটা মিনিট,
তাও হয়তো মনে হবে - অযথা অপচয়।
অথবা যদি সত্যিই হয় অন্যরকম
যদি ফের চোখে রাখো চোখ,
যদি হেসে বলো, ‘শরীরের দিকে খেয়াল
করো, হার্টের অসুখ হবে যে’। যদি সাহস
করে বলেই ফেলি - ' হার্টের অসুখেই আছি,
অসুখের বয়স তোমারই সমান '।
মন্তব্য
ভালো লাগলো, কবিতা! আপনার কবিতা সাধারণতঃ ভালোই লাগে - সহজে বলা কিছু সুন্দর কথা
ধ্ন্যবাদ স্নিগ্ধা, আপনাদের ভরসা পাই বলেই তো সাহস করি।
ভাল্লাগসে।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
চমৎকার, খুব চমৎকার একটা কবিতা পড়লাম।
স্নিগ্ধা'পুর সাথে একমত---
তবে একটা ছোট্ট অনুযোগ করতে চাইঃ শব্দটা মনে হয় 'রূপকথা' হবে,'রুপকথা' নয়। এত চমৎকার একটা কবিতার গায়ে এই বানান ভুল মানাচ্ছে না।
আশা করি, কিছু মনে করেননি।
লজ্জা পেলাম, এই বানানটা আগেও শুধরে দেয়া হয়েছিলো । কি যে করি, বানানটা কব্জা করতে আরো মনোযোগী হতে হবে।
সকালে সচলে বসতেই এমন কবিতা! আহা!! মনটাই অন্য রকম হয়ে গেল।
ষাটটা হতে আর কতগুলো বাকি বস্?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ভাল লেগে গেল কবিতাটা
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আরে, এই কোবতে পড়তে এতো দেরী করে ফেললাম ??
...
হায় কবি, সাধে কী আর আপনাদের ঈর্ষা করি ?? ...
_________________________________________
সেরিওজা
নতুন মন্তব্য করুন