কর্পোরেট
বণিকের কড়ি কেনে সব,
কাব্য, লাস্য, প্রেম ও দু’গালের টোল!
পাপ
আমরা সব অন্ধ উঁইপোকা,
নিরন্তর কেঁটে চলি
ফুলেল রূপকথা।
হে জিপ্সী সময় ক্ষমা করো,
ক্ষমা করো,
আমাদের – ক্ষমা করো।
প্রতীক্ষা
কবিদের অভিসারী হবে বলে
স্বপ্নরা গতকাল ছুটিতে গ্যাছে।
শুধু এক সবুজ লাউডগা
আহ্লাদী হয়ে রয়ে গ্যাছে ঘরে –
যদি কেউ ঘরে ফেরে!
বিরহ
তুমি ভাবছো পালাবে,
তো, দরজা চেনো কি?
তুমি ভাবছো শৃংখলা,
তার অর্থ বোঝো কি?
সর্ম্পক
ভুল ভাববে বলেই
ভোলাতে চাই, যেন নিয়নে
না ফোঁটে জোছনার মায়া ।
খুন করবে বলেই
বাদ দেই খুনসুটি, যেন ঘরছাড়া
হলে, না আসে পিছুডাক।
আমরা
( ফারহান আখতারের গান শুনে)
পুরোনো শার্টের পকেট থেকে বের হলোঃ
দুটো দশ টাকা, একটা ইকোনো,
একটা বিজ্ঞাপন – চাকরির,
দুমড়ানো চিরকুট, দুটো ভিজিটিং কার্ড,
আর তোমার ফোন নম্বর।
তুমি ভালো আছো?
মন্তব্য
শেষেরটা দারুণ লেগেছে
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
শেষেরটা আগেই পড়েছিলাম পাণ্ডবদার ফেসবুক স্ট্যাটাসে...
দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ভালো লাগলো।
দারুণ লেগেছে কবি...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
দারুণ৷
শেষেরটা অপূর্ব৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ফকিরি-কাব্য ভালো লাগলো খুব !
প্রথমটার শেষে একটা টুইস্ট-লাইন বা পঙক্তি যোগ করা যায় হয়তো।
তবে কবিদের সার্বভৌমত্ব নিরঙ্কুশ, এতে কোন সন্দেহ নেই।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণদা,
চেষ্টা করেছি, ঠিক মতো খুঁজে না পাওয়াতে মনে হলো থাক না, এ পর্যন্তই।
কবিতাণু ভাল লাগল।
শেষেরটা আগেই পড়েছিলাম পাণ্ডবদার ফেসবুক স্ট্যাটাসে....আপনার ৬০টি কবিতা হয়েছেকী?
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
খুব ভালো লাগলো।
অশেষ শুভেচ্ছা।
তমিজ উদদীন লোদী
রেণু কবিতা আমি পছন্দ করি কিছুটা আমার অধৈর্যর কারণে। আপনার কবিতা আমার খুব ভাল লাগলো। ছোট কিন্তু তাৎপর্যময়।
শাহিদুর রহমান শাহিদ
সবকটাই অদ্ভুত সুন্দর। আরো কবিতাণুর অপেক্ষায় রইলাম।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
সবাইকে অনেক ধন্যবাদ পড়েছেন বলে; ভালো যে লেগেছে, সে তো বোনাস।
এই ব্যস্ততার যুগে টিকে থাকবে এই মাইক্রো মিনি কবিতাগুলোই।
ভালো লাগলো
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন