একটি স্বেচ্ছামৃত্যুর খসড়া

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ০৯/০১/২০১০ - ৫:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অক্ষরগুলো কালো পিপড়ে হয়ে ওঠে,
লাইনগুলো ক্রমে শুয়োপোঁকা ।
শেষনোটে পোঁকাদের চেয়ে
বেশী কিছু থাকতে নেই,
কেননা কিছু জিনিস অমিমাংসিত থেকে
গ্যালেই মৃত্যুঞ্জয়ী হয়।

এখন শুধু মাথার মধ্যে ডবকা
ছুরির মতো গেঁথে থাকা
প্রশ্নটার মিমাংসা মাত্র -
ফুটপাথে একটা নিশ্চিত
থ্যাতলানো খুলি পেতে হলে
ক’তলা থেকে লাফ দেয়া নিরাপদ?

ঠিক কতটা ত্বরনে পতন হলে
ভয়, গলা থেকে একটা তীহ্ম আর্তনাদ
ছিঁড়ে নেবার আগেই ঘটে যাবে সবকিছু -
ফুটপাতে পতনের শব্দ, ট্যাক্সির হঠাৎ ব্রেক কষা,
হাত থেকে হতভম্ব বাজারের থলে পড়ে যাওয়া,
কলপাড়ে স্বমস্বরে থেমে যাওয়া কাপড়ের কাঁচা?

মনের মধ্যে প্রশ্নটা কেবলই
ল্যাজ নাড়ায়, যেমন চমকায়,
সিরামিক-থালার মতো নিস্তরঙ্গ অলস
সমুদ্রে কোন কোন ঢেউ
ধারালো বেয়োনেটের হাসির মতো -

ঠিক ক’তলা হলে
নিশ্চিত মাপা লাফ হবে একখান?


মন্তব্য

শুভাশীষ দাশ এর ছবি

ভাল লাগল।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ক’তলা থেকে লাফ দেয়া নিরাপদ?

জটিল একখান প্রশ্ন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অবাঞ্ছিত এর ছবি

ক + ষ = ক্ষ
হ + ম = হ্ম

বানানের দিকে একটু খিয়াল কইরা...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

ফকির লালন এর ছবি

মাফ করে দ্যান। এটা ভুল হইছে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ভয়ঙ্কর কবিতা! এই জীবনানন্দীয় চিন্তা-ভাবনা মাথায় ঢুকল কেন?

বস্‌, ফেসবুকে একটা মেসেজ দিয়েছিলাম, একটু জরুরী।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ফকির লালন এর ছবি

কবিতা নিয়া তো কিছু বললেন না শুধু ভয়ই পাইলেন। মেসেজ রিটার্ন পাঠাইছি।

আশরাফ মাহমুদ এর ছবি

ভালো লাগল। হাসি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

শেখ নজরুল এর ছবি

সিঁড়ি দিয়ে শুরু করেছিলাম। চার দশকের অবিরাম লাফালাফিতেও একতলার বেশি পারি না।

শেখ নজরুল

তিথীডোর এর ছবি

"ফুটপাথে একটা নিশ্চিত থ্যাতলানো খুলি পেতে হলে ক'তলা থেকে পা লাফ দেয়া নিরাপদ?"

লাইনটা টুকে রাখছি!

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

খারাপ নয়। চালিয়ে যেতে পারেন!!!!
এস হোসাইন

---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।