বহুদিন পর,
শীতের পাখীদের সাথে ফিরে
তোমার কি মনে হলো
যে ছেলেটা লিখতো কবিতা,
সে বোধহয়, অতটা পাগল নয়?
পড়লো কি মনে একমাত্র সেই বলেছিলো
ভালোবাসা সিলেবাসে না থাকলেও
মানবজীবনেরই অধীত বিষয়।
দু’চোখে মেঘ আর
দু’পকেটে দুটো চপল নদী
নিয়ে সেই লিখেছিলো, তুমি তাকে ছুঁয়ে দিলে
সে হয়ে যাবে বাহারী কদমফুলের গাছ,
আর তোমার পায়ে বিছিয়ে দেবে
পুরোটা বর্ষাকাল।
বলেছিলো -
দু’ঘন্টা জ্যাম মানে
দু’ঘন্টা পাশাপাশি- রিক্সায়,
দু’ঘন্টা লোডশেডিং মানে
আকাশের যতো খসা তারা নিয়ে
ছাদে ফোনে টানা ঘন্টা দুই,
কিংবা দু’ঘন্টা অকালীন বৃষ্টি মানে
কফির নরম ঘ্রানে আঁধার-বুনো রেস্তোরায়
রুটিনের বাইরে মুখোমুখি আরো অনেকটাক্ষন।
মনে কি হলো ঠিক অতখানি
হিসেবী না বলেই সে কবি;
কিংবা যা কিছু অসহ্য, বিরক্তকর,
কখনো কখনো তার পুরোটাই মাখা
থাকে অকারন ভালোবাসায়,
অথবা, ভালোবাসা পেলে
এ শহরে থাকা নেহায়েত মন্দ নয়।
মন্তব্য
ভালো লাগলো। তবে মনে হলো আরেকটু অন্যরকম হতে পারতো। সশব্দে পড়তে গিয়ে "মানবজীবন" আর "চরণ" কেন যেন কানে ঠেকলো। মনে হলো সমস্ত কবিতার সাথে এই শব্দ দু'টো যেন ঠিক মিশলো না।
পাখী > পাখি
অকারন > অকারণ
হিমু, পাখী/পাখি দুটোই তো হয়, নাকি? অকারণ বানান টা ভুল হয়েছে। আমি নত্ব বিধাণ /বিধান কাবু করতে পারছিনা।
কবিতার জন্য আমারো 'কান' ই বড় ভরসা। চরণ টা বদলে অন্য কিছু দেয়া যেতো। মানবজীবন খুব ভালো লেগে গিয়েছিলো। আবার ভাববো। ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
না, পাখী, বাড়ী, গাড়ী, শাড়ী এখন আর হয় না।
দেখুন তো এই গল্পটা কাজে আসে কি না
জবাব নেই, থ্যাঙ্কু, থ্যাঙ্কু।
আমি শীত কাতর মানুষ। আজকের এই ১৫ ডিগ্রী সেলসিয়াস, ৯৪% আর্দ্রতা, ৪০০ মিটারের ভিজিবিলিটিতেই আমি কাতর। এমন সময়ে এমন একটা কবিতা এক কাপ কড়া কফির চেয়েও উষ্ণ লাগলো। অনেকদিন পর এই ঘরাণার একটা লম্বা কবিতা লিখলেন। এমন একটা কবিতা একটা শিরোনাম পেল না!
কেবল কবিরাই পারে "একটি স্বেচ্ছামৃত্যুর খসড়া" থেকে এমন প্রেমে-জীবনে প্রত্যাবর্তন করতে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আহা দু'চোখে মেঘ আর দু'পকেটে দুটো চপল নদী!!!
খুব মনকেমনিয়া কবিতা! ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
"মনে কি হলো ঠিক অতখানি
হিসেবী না বলেই সে কবি;
কিংবা যা কিছু অসহ্য, বিরক্তকর,
কখনো কখনো তার পুরোটাই মাখা
থাকে অকারন ভালোবাসায়,
অথবা, ভালোবাসা পেলে
এ শহরে থাকা নেহায়েত মন্দ নয়।"
এই লাইনগুলো মনে প্রবলভাবে ছাপ রেখে যাচ্ছে!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
যা কিছু অসহ্য, বিরক্তকর,
কখনো কখনো তার পুরোটাই মাখা
থাকে অকারন ভালোবাসায়,
অথবা, ভালোবাসা পেলে
এ শহরে থাকা নেহায়েত মন্দ নয়।
খুব ভালো লাগলো্...।
নতুন মন্তব্য করুন