অভিনন্দন। আপনার কবিতা নিয়মিত পড়া হলেও শুকনো মন্তব্য রেখে যেতে মন চায় না। কৃতজ্ঞতা যাকে জানালেন তার নাম কি প্রকাশে মানা?
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
৮ | লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ২৭/০১/২০১০ - ১১:০৯অপরাহ্ন)
আপনাকেও কেন জানি আগে থেকেই সচল মনে হতো। সম্ভবত ফকীর ইলিয়াসের সঙ্গে গুলিয়ে ফেলতাম!
আপনাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ফকির লালন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ফকির ভাইকে অভিনন্দন। ওইদিন আমাকে একজন চ্যালেঞ্জ করেছিল আমি শূণ্য দশকের পাঁচজন কবির নাম বলতে পারবো কি-না। আমি পেরেছিলাম। আর যাদের নাম বলেছিলাম ফকির লালন তাদের একজন
আমি এখনো প্যান্টু হারাই নাই। কিন্তু ইদানিং দেখিতেছি কমেন্ট করলে ধাঁই করে সেটা পাবলিশ হয়ে যায়। ঘটনা কি?
আমারও একই কাহিনী ... হয়তো বেশি মন্তব্য করি দেইখা মডুরা বিরক্ত হইয়া মডারেশন বন্ধ কইরা দিসে!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________ "আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আপনি যে সচলে লিখছেন সে ব্যাপারটা জানতে জানতে ছয় মাস লেগে গিয়েছিল। যেদিন থেকে জানতে পেলাম আপনি সচলে লিখছেন সেদিন থেকেই প্রতীক্ষায় ছিলাম কবে আপনি পূর্ণ সচল হবেন। কবিরা এমনিতেই একটু অন্য রকম হন। তাঁরা সচরাচর গদ্য বা অন্যের লেখায় মন্তব্য করতে চান না। এদিকে আবার এই সচল রাজ্যে মিথষ্ক্রিয়ার কোন বিকল্প নেই। তারপরও আপনি যে ধৈর্য্য ধরে লিখে গেছেন, মন্তব্য করে গেছেন তার জন্য হাঁপ ছেড়ে বাঁচা গেল।
নিয়মিত কবিতা লেখেন এমনসব কবিদের মধ্যে যাঁদের নিয়ে সচল গর্ব করতে পারে আপনি তাঁদের একজন। অভিনন্দন গুরু! এবার দু'হাত খুলে কবিতা দিয়ে যান, আমরা অঞ্জলী পেতে আছি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
মন্তব্য
অভিনন্দন। আপনার কবিতা নিয়মিত পড়া হলেও শুকনো মন্তব্য রেখে যেতে মন চায় না। কৃতজ্ঞতা যাকে জানালেন তার নাম কি প্রকাশে মানা?
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
একটু রহস্য আর কি?
আমি জানি তয় কমু না
অভিনন্দন ফকির লালন।
শুভকামনা রইল আপনার জন্য।
অভিনন্দন
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
খাইসে! লোকজন দেখি গনহারে প্যান্টুলুন হারাইতেসে!! প্যান্টু হারাইয়া ন্যাংটু হওয়ায় অভিনন্দন!!
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
অভিনন্দন ফকির লালন!
আপনাকেও কেন জানি আগে থেকেই সচল মনে হতো। সম্ভবত ফকীর ইলিয়াসের সঙ্গে গুলিয়ে ফেলতাম!
আপনাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ফকির লালন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ইলিয়াস ভাই, ঈ-কার ফকীর আর আমি ই-কার ফকির। উনি আদিকাল থেকেই সচল, আর আমি সদ্য।
ফকির ভাইকে অভিনন্দন। ওইদিন আমাকে একজন চ্যালেঞ্জ করেছিল আমি শূণ্য দশকের পাঁচজন কবির নাম বলতে পারবো কি-না। আমি পেরেছিলাম। আর যাদের নাম বলেছিলাম ফকির লালন তাদের একজন
আমি এখনো প্যান্টু হারাই নাই। কিন্তু ইদানিং দেখিতেছি কমেন্ট করলে ধাঁই করে সেটা পাবলিশ হয়ে যায়। ঘটনা কি?
আমারও, ঘটনাটা কি???
=======================
যদি আমি চলে যাই নক্ষত্রের পারে —
জানি আমি, তুমি আর আসিবে না খুঁজিতে আমারে!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
আমি জানি কিন্তু কমুনা। তাইলে আপনার বুইঝা ফেলবেন যে আমি মডু
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
মডু পাওয়া গেছে একটা! ধর! ধর!!!
খাইসে, যাকে বলেছিলেন আপনারে ছাইড়া দিলো, মারে নাই?
আমারও একই কাহিনী ... হয়তো বেশি মন্তব্য করি দেইখা মডুরা বিরক্ত হইয়া মডারেশন বন্ধ কইরা দিসে!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
অনেক অভিনন্দন।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
সচলাভিনন্দন !!!!
_________________________________________
সেরিওজা
শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
অভিনন্দন ।
সব বন্ধুদের অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ওহ ! সুসংবাদটা চোখ এড়িয়ে গিয়েছিলো
দারুণ খবর। আপনার কবিতাগুলি খুবই মসৃণ এবং প্রাঞ্জল। পূর্ণ সচলত্ব প্রাপ্তিতে অভিনন্দন, এই গতিতেই, এরকম চমৎকার লিখতে থাকুন।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
অভিনন্দন!
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আরে!!! দারুণ খবর শোনালেন, বস্। বহুদিন ধরে এটার অপেক্ষায় ছিলাম। ছোটখাটো হলেও একটা কবিতা দিতেন! কবিতা দিয়ে ব্যাপারটা সেলিব্রেট করতে পারলে মজা হতো!
আরও ঘন ঘন কবিতা আসুক। ডায়াস্পোরা নিয়ে লেখাও চাই!
অভিনন্দন
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
অভিনন্দন!
সচল পরিবারে স্বাগতম হে কবি।
সচলপ্রাপ্তিতে অভিনন্দন কবি!
আপনি যে সচলে লিখছেন সে ব্যাপারটা জানতে জানতে ছয় মাস লেগে গিয়েছিল। যেদিন থেকে জানতে পেলাম আপনি সচলে লিখছেন সেদিন থেকেই প্রতীক্ষায় ছিলাম কবে আপনি পূর্ণ সচল হবেন। কবিরা এমনিতেই একটু অন্য রকম হন। তাঁরা সচরাচর গদ্য বা অন্যের লেখায় মন্তব্য করতে চান না। এদিকে আবার এই সচল রাজ্যে মিথষ্ক্রিয়ার কোন বিকল্প নেই। তারপরও আপনি যে ধৈর্য্য ধরে লিখে গেছেন, মন্তব্য করে গেছেন তার জন্য হাঁপ ছেড়ে বাঁচা গেল।
নিয়মিত কবিতা লেখেন এমনসব কবিদের মধ্যে যাঁদের নিয়ে সচল গর্ব করতে পারে আপনি তাঁদের একজন। অভিনন্দন গুরু! এবার দু'হাত খুলে কবিতা দিয়ে যান, আমরা অঞ্জলী পেতে আছি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
- এ যাবত কালের (সচলত্ব পাবার পরে দেয়া) সবচেয়ে ক্ষুদ্র পোস্ট!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অভিনন্দন!
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
অভিনন্দন আপনাকে।
মধুবন্তী মেঘ
অভিনন্দন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
অভিনন্দন কবি!
.
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
অনেক অভিনন্দন!
অনেক অনেক অভিনন্দন রইল !!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
অভিনন্দন!!!!
সাবাস ...অভিনন্দন .....আমি যে কবে হবো
নতুন মন্তব্য করুন