নাম লিখিনি, ঠিকানা লিখিনি,
এমন কি সইও করিনি,
তোমাকে পাঠিয়েছি এক সম্পূর্ন কোডেড মেসেজঃ
‘দুঃখ ছোট, দুঃখ বড়, দুঃখ মাঝারী,
দুঃখ নীল, দুঃখ লাল, দুঃখ কালো, দুঃখ গোলাপী,
দুঃখ অশেষ, দুঃখ অসীম, দুঃখ অক্ষয়,
দুঃখ অব্যয়, দুঃখ অবিরাম, দুঃখ নিরন্তর,
দুঃখ ১, দুঃখ ২, দুঃখ ৩, দুঃখ ৪,
দুঃখ ৫, দুঃখ ৬, দুঃখ ৭, দুঃখ ৮,
দুঃখ ৯, দুঃখ ১০, দুঃখ ১১, দুঃখ ১২,
দুঃখ ১৩, দুঃখ ১৪, দুঃখ ১৫, দুঃখ ১৬,
দুঃখ টু দি পাওয়ার এন,
দুঃখ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান,
দুঃখ…………………..
………………………………………’
তবু তুমি কিভাবে বুঝে নিলে এ সেই
হতভাগা, হতচ্ছাড়া, পাগল কবিটাই!
মন্তব্য
লেখাটি আমার ভালো লাগে নি। উপমা, ভাষিক উৎকর্ষতার অভাব থাকাতে এটাকে 'কবিতা' বলতে-ও দ্বিধান্বিত বোধ করছি।
ভালো থাকুন, শুভেচ্ছা।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
কবিতার ক্ষেত্রে পাঠকের মতই চুড়ান্ত, যদি এটা কবিতা হয়নি বলে মনে করেন, তবে এটা কবিতা হয়নি।
জ়োড় দিয়ে অবশ্য বলতে পারিনা যে এটা কবিতাই, জোড় দিয়ে যা বলতে পারি যে তা হলো, কবিতা লেখারই চেষ্টা করেছি। ভাষার উতকর্ষতার সুযোগ এই ফরম্যাটে ধরা দেয়নি, আর পুরো লেখাটাই একধরনের উপমা মনে হয়েছে।
আমি ভালু পাইলাম। পাঁচালাম।
তিন অনুচ্ছেদের কবিতার দ্বিতীয় অনুচ্ছেদ বাদ দিলেও পূর্ণ অর্থবোধক কবিতা হয়। আমি দ্বিতীয় অনুচ্ছেদ বুঝিনি, তাতে কোন ক্ষতি নেই প্রথম আর তৃতীয় অনুচ্ছেদ মিলিয়েই কবিতা পেয়ে গেছি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আমি পাঁচাইলাম। এই প্রথমবারের মতো কোন কবিতা মোটামুটি পুরোটা বুঝতে পেরেছি।
মারাত্নক! পাঁচাইলাম।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ভালো লেগেছে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
কবিতায়, কারও হারিয়ে যাওয়ার দৃশ্যকল্পে, তার ফিরে আসার সম্ভাবনা খুঁজে পেলাম।
ভাল লেগেছে!!!
ভালো লেগেছে।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ভালো লাগলো, তবে আপনার এর আগের কবিতাগুলো আরও বেশি ভালো লেগেছিলো।
আগেরগুলো এর চেয়ে ভালো লেগেছিলো।
কবি, আপনি তবে এন্ক্রিপ্ট করেও কবিতা লিখেন?
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
নতুন মন্তব্য করুন