ভ্যালেন্টাইন -২

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ১৩/০২/২০১০ - ৪:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভ্যালেন্টাইন -২
(এসএমএসের যুগে একটি টিন-এজ বোকা কবিতা)

তোমাকে খান কয় চিঠি দিয়েছিলাম
তুমি তার দু’খানা দ্যাখালে হোস্টেলে -
ইশ! কী আনন্দ হলো তোমাদের সেদিন বিকেলে!

কেউ হেসে খুন,
ছেলেরা এত সময় পায় কি করে,
এতো সময় নষ্ট করে অকাজে, বাজে-বখাটের
দল সব! কেউ নিশ্চিত, ভাষাটা চোথা মারা,
কোন বিখ্যাত কবিদের চিঠির সংকলন
হবে নিশ্চয়। কারো মনে ক্ষীন অভিমান,
তাকেতো ল্যাখেনি এখনও কেউ। কেউ
বলে ওঠে, ছেলেটার চিঠিটা দ্যাখো,
ক্যামন বোকা বোকা, তাইনা?
তোমার গর্বোস্ফীত ওষ্ঠাধার তখন আহ্লাদে
একাকার, কতো কে লিখছে তোমায়,
ছোট, বড়, মাঝারী -
আমিতো, মাত্র লেটেস্ট শিকার -
পারলে তক্ষুনি টানাও আমার বোকা খুলি
তোমাদের ড্রইংরুমের দেয়ালে!

আমি এখনও বোকাই আছি, কাজলরেখা;
এখনও হঠাৎ হঠাৎ মনের মধ্যে
উথলে ওঠে আরও বোকা বোকা লাইন।
তুমিতো চালাক ছিলে, চালাকই আছো নিশ্চয়,
চালাকই থাকো, চালাক হয়ে
চালাকের সাথে থেকে সুখী হও।


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

"ফিরিয়ে দেবার আঘাত পেতে
ভালোবাসতে হয়েছে একুশটা বছর
প্রত্যাখানের চিঠি পেতে
লিখতে হয়েছে সহস্র সমর্পণের চিঠি
আর মনে যে রেখেছো
তা ভুলতে লেগেছে সারাটা জীবন"

দারুণ সিরিজ হয়ে যাচ্ছে বস্‌!



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ইকারুস এর ছবি

কবিতাটা উপরেরটার চেয়েও বেশী ভালো লাগলো।
এটা কী ভ্যালেন্টাইন-১? খুঁজে পাচ্ছি না। কষ্ট করে কেউ লিঙ্ক দেবেন কী? ধন্যবাদ।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ডেড্যালাসপুত্র, এই নিন্‌ আপনি যা খুঁজছিলেন তার লিঙ্ক



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

জুয়েইরিযাহ মউ এর ছবি

বাহ্! চমৎকারতো !
শেষ প্যারাটা বেশ লাগলো চলুক

-------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

শুভাশীষ দাশ এর ছবি

ভালু

শাফক্বাত এর ছবি

হুম্মম...
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।

সুহান রিজওয়ান এর ছবি

এক্সেলেন্টে...

_________________________________________

সেরিওজা

জি.এম.তানিম এর ছবি

দারুণ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।