পকেট উপচে পড়া ক্যপস্টানের তাস,
চোখে ছুরি, তর্জনীতে মার্বেল,
এবার ঠিক প্রতিপক্ষ ঢুকে যাবে গর্তে
মাঞ্জামারা হাত এত কাবু নয়, তবু
তোমার লেজফিতার আট আনা কত উড়িয়েছি ধুলায়-
বলেছিলে দেখে নেবে।
দেখেতো নিয়েছো ঠিকই,
তোমার মৃগনাভে খেলে আজ বর্গী আঙুল।
বালকেরা জানেনা জীবন কতটা প্রবঞ্চক,
বালিকারা তবু ঠিকই শিখে যায় জাগতিক পাটিগণিত।
মন্তব্য
বাহ! ভালো লাগলো।
"বালকেরা জানেনা জীবন কতটা প্রবঞ্চক,
বালিকারা তবু ঠিকই শিখে যায় জাগতিক ভেদাভেদ।"
ভালো লেগেছে
"মুক্ত বিহঙ্গ" [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি
এই লাইনটা খুব, খুব সুন্দর!
ঠিক না, ঠিক না - কথাটা ঠিক না
ঠিক্না।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
কবিতায় ঠিক বা সত্যকথা নাই বা থাকলো।
আপনার কবিতা ভাল লাগে।
ক্যপস্টান, ব্রিস্টল, স্টার, বগা, উইলসন, চারমিনার কত রংয়ের তাস
আহারে
...........................
Every Picture Tells a Story
ফোনেটিকে টাইপ করে এই মনতব্য করতে আমার খবর হয়ে যাচছে। কি আর করা, এই বিমানবনদরটাতে অন্য কোন উপায় নেই। আর আমিও ফোনেটিক ভাল জানিনা।
এমনিতে সুতার উপর আছি, তার উপর এমন কবিতা পড়ে আমার আজকের সনধ্যা এলোমেলো হয়ে গেল। আগামি কয়েকটা সনধ্যার দশাও একই হবে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
প্রথম পাঠ আমার ও হয়েছিলো বেশ আগে
আপনারটি ভালো লাগলো।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আরো কারোটা পড়ে ছিলাম একই শিরোনামে। আপনার সাথেও মিলে গ্যালো, এমন কি, বালকেও। কিছু কিছু জিনিস মাথার মধ্যে থেকে যায়, পরে নিজেরই মনে হয় এক সময়, তারপর লেখাতে ঢুকে পরে। পাপ নিশ্চয়, কিন্তু সচেতন নয়।
আরো অবাক হইলাম, আপনার জন্য করা মন্তব্যে, জিব্রান নিয়া আমিও কিছু অনুবাদের চেষ্টা করেছিলাম, একসময়।
ভালো লাগলো। আপনার লেখাগুলি ভালো লাগে খুব, কেমন যেন ছুঁয়ে যায়।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
হয়ত ঠিক, হয়ত ঠিক না। এই অনিশ্চয়তাই হয়ত কবিতার আনন্দ।
আপনার কবিতা ভাল লাগে অনেক।
বেশ লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনার কবিতাগুলা ভালো লাগে। এইটাও বেশ ভালো লাগলো।
নতুন মন্তব্য করুন