কবে কোনকালে বেহুলা গ্যাছে এই স্রোতে
তারই শোকে জলেশ্বরীর ঢেউয়ে আজো দ্বীর্ঘশ্বাস।
দংশনই যদি নিয়তি হবে, তবে সহস্র সাধনাতেও তাকে যায়না এড়ানো,
লৌহবাসরে - সেই বুঝি সদ্যপরিনীতার প্রথম পাঠ।
শাস্ত্র থেকে আমদের মৃত্তিকা জীবন
শেখেনি কিছু, ক্ষরন এড়ানোর হিরন্ময় চেষ্টায়,
তারো নিয়তি শুধু নিরন্তর ভেসে চলা,
দিকচিহ্নহীন অজানা স্রোতে, স্বপ্নের লাশ নিয়ে - একাকী ।
মন্তব্য
টাইপো আছে কিছুম ঠিক করে দিন
ভাইরে, ধরিয়ে দিতে হবে। নাহলে তো নিজেই ঠিক করে ফেলতে পারতাম।
অনেকদিন পর আবার আপনার কবিতা!
এই কবিতাটা মুখস্থ করে ফেলতে হবে দেখছি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
এমন চমৎকার কবিতায় দুটি মাত্র মন্তব্য!!! এ ভারী অন্যায় ....আপনার 'প্রেম পত্র' এবং 'ভ্যালেন্টাইন-২' কবিতা দুটি আমার খুবই ভালোলাগার । এরকম মনোমুগ্ধকর কবিতা আরো লেখুন । ভালো থাকবেন ।
ভাল লাগল কবিতটা।
কৌস্তুভ
নতুন মন্তব্য করুন