প্রাত্যহিক

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: মঙ্গল, ১১/০৫/২০১০ - ১২:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার অস্তিত্ব আজ
স্পষ্ট দু’ভাগে বিভক্ত-
মাঝখানে যেন সীমান্তের কাঁটাতারের বেড়া,
এক ভাগ তুমি-হীন,
অন্য ভাগে তোমাকে ফিরে পাবার সম্ভাবনা।

যে ভাগে তুমি নাই,
সেখানে আমি অফিস করি, বাজার যাই,
বোনাস আর বেতনের খবর রাখি,
ছেলে ভালো স্কুল পেলোনা বলে প্রেসার বাড়াই,
আর ক্রিকেটের স্কোরে পুরাতন বন্ধুদের ফোন করি।

কিন্তু তারা কেউ তোমার কথা জিজ্ঞাসা করেনা,
বলেনা কোথাও কখনো তোমার সাথে তাদের দেখা হয়েছিলো কিনা,
কিংবা তোমাকে কোথায় গাইতে দেখা গেছে শেষ,
অথবা আমার কখনো তোমাকে মনে পড়ে কিনা,
বা কেন এখনো খুঁজি কবিতার পুরাতন পংক্তিমালা সব।

যাপনের যে অংশে তুমি নাই, নিঃসন্দেহে সেটাই প্রবল,
সেটাই নিয়েছে দখল সবকিছুর, সেটাই সর্বগ্রাসী। তবু যতটুকু ক্ষুদ্রাংশে
তুমি আছো, শর্ষেদানার মত ক্ষুদ্র হলেও তাই পূর্ণজন্মের প্রতিশ্রুতি,
তারই স্পর্শে বাঁচে হঠাৎ-ভাল্লাগেনার কষ্ট, বাঁচে মন-খারাপের রোগ,
তারই স্পর্শে ভাবি, তবুও তুমি ভালো থেকো।


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

দারুণ!!

সবজান্তা এর ছবি

চমৎকার !

কী সুন্দর, স্পষ্ট, সরল অথচ ঋজু কবিতা। ব্লগের পাতায় খুব বেশি পড়া হয় না এমন কবিতা।

আরো পড়ার প্রত্যাশায় থাকলাম।


অলমিতি বিস্তারেণ

যুধিষ্ঠির এর ছবি

কিছু বলার নেই, নিঃশব্দ প্রশংসা জানিয়ে গেলাম, বস্।

খেকশিয়াল এর ছবি

খুবই, খুবই ভাল লাগলো!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনার কবিতার মতোই দারুণ হয়েছে। দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মামুন হক এর ছবি

অসাধারন!!

মূলত পাঠক এর ছবি

চমৎকার লাগলো!

তাসনীম এর ছবি

অসাধারণ।

++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আপনার কবিতাগুলোর ফরমাট সচরাচর যেমন থাকে এই কবিতাটা তার চেয়ে ব্যতিক্রম। ভাষা আপনার ব্রান্ডেড, বিষয়বস্তুও নির্বাচনও আপনার মত। তাহলে মোটের ওপর কবিতাটা কী দাঁড়ালো? সেটা আমার আগে আরো আট জন সশব্দে আর আরো তেতাল্লিশ জন নিঃশব্দে জানিয়ে গেছেন। কবিতামূর্খ মানুষও এই কবিতাটা পড়লে কবিতার শক্তিটা টের পাবেন।

আজকের একটা দিন এবং আজকের দিনটার মত আরো বহুদিন তছনছ করে দেবার জন্য এমন একটা কবিতা যথেষ্ট।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সুহান রিজওয়ান এর ছবি

আ-হা !!!

_________________________________________

সেরিওজা

অতিথি লেখক এর ছবি

খুব সুন্দর লাগল। আপনার কবিতা অবশ্য সবসময়েই ভাল লাগে।

কৌস্তুভ

স্পর্শ এর ছবি

উত্তম জাঝা!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

মুগ্ধতা!

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নকীব [অতিথি] এর ছবি

চমৎকার....

ফকির লালন এর ছবি

ধন্যবাদ সবাইকে পড়ার জন্য। ভালো লাগাটা বাড়তি পাওনা।

শুভাশীষ দাশ এর ছবি

অপূর্ব

-----------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অতিথি লেখক এর ছবি

চলুক

''চৈত্রী''

আনন্দী কল্যাণ এর ছবি

মুগ্ধতা...

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ লাগলো।

আয়নামতি এর ছবি

আপনি আর লিখেন না কেন রে ভাইয়া? ভুলে গেলেন সচল, আমাদের???
মিস করি আপনাকে মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।