অংক করা মেয়ে

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: মঙ্গল, ২৫/০৫/২০১০ - ২:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বলি, পাথর ভাল্লাগেনা,
হাসলে তুমি, পাথরে বুঝি ফুল ফোটেনা?
ফুটবে না ক্যান, ফোটেগো,
ফোটাতে যদি জানো, তবেতো।

অংক করা মেয়েযে তুমি,
অংক কষে ভালোবাসার শেষ জেনেছো,
পুষ্প-পাথর এক শিখেছো,
ফুল ফোটানোর হিসেব যতো,
হিসেব করেই বাদ দিয়েছো।

বাসতে যদি জানো ভালো,
প্রজাপতির ডানায় তবে,
রংধনুর আলোগো;
নয়তো সবই রাংতা পড়া,
চকচকে আর মিথ্যে ভরা,
মুখোশপড়া মানুষগো।


মন্তব্য

পুতুল এর ছবি

বাহ!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সাবিহ ওমর এর ছবি

বাল্যকাল থেকেই অংক করা মেয়ে ভাল পাই হাসি
তবে ফুল বা পটকা যাই ফুটুক না কেন, সেটায় বোধহয় চন্দ্রবিন্দু থাকে না খাইছে

ফকির লালন এর ছবি

ঠিক করে ফুটিয়ে নিয়েছি এবার।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

অংক ছাড়া মেয়ে বলে কি কিছু আছে? অথবা অঙ্ক ছাড়া? আমিতো এই জীবনে মেয়েদের কাছ থেকে শুধু হিসেবই শুনে আসলাম - আর কতটা নম্বর পেলে পাশ করতে পারতাম অথবা কত কম নম্বর পেয়ে এবারো ফেল করলাম!



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নৈষাদ এর ছবি

চলুক... প্লাস আরও কত ধরণের অঙ্ক...

জি.এম.তানিম এর ছবি

চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সাইফুল আকবর খান এর ছবি

হাসি বেশ।

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যথারীতি ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জি.এম.তানিম এর ছবি

তোফা!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অনুপম মল্লিক এর ছবি

পাথরে ফুল ফুটুক আর নাই ফুটুক সচলায়তনে ফুল ফুটেছে। ভাল লেগেছে।

চড়ুই এর ছবি

আরো কতো হিসেব আছে- বাড়ি, গাড়ি, সাদা টাকা, কালো টাকা!!!
কবিতা ভালো লেগেছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।