অসুখ বিসুখ হলে মাঝে মধ্যে সে বেরিয়ে আসে। এই যে নিয়মিত ভাবে মাস দুই পর পর ধারাবাহিক জ্বর হচ্ছে, তখন মনে হয় যার জ্বর হলো, সে আর আমি এক নই। রাতে ভালো ঘুম হয়না, মনে হয়, যে ঘুমাচ্ছে, তাকে, যে জেগে আছে - সে পাশে বসে পাহারা দেয়। যে যাচ্ছে কাজে, তার সংগী হয়ে সব কষ্ট বয়ে নিয়ে যাচ্ছে আরেকজন। আর সেই কষ্টের কুলির কাছে মনে হয় – এইসব নিত্যদিনের ধারাবাহিকতা, এই ক্রমে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে চলা, এই যে হীন হতে হতে বিলীন হয়ে যাওয়া, এইসব অর্বাচীনতা, চর্বিতচর্বন, ইদুর দৌড় - এই কি সেই বেঁচে থাকা? বাঁচতে যে চেয়েছিলো, সে তবে হারালো কোথায়?
মন্তব্য
কেন যেন খুব আপন মনে হলো কবিতাটা।
অনেক ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
খুব ভাল লাগলো।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
বেশ লাগল
___________________
বর্ণ অনুচ্ছেদ
barna56@yahoo.com
অসাধারণ!
এতো অদ্ভুত লাগলো!!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ভালো লাগল।
_________________________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
বাঁচতে যে চেয়েছিল সে কি হারিয়ে গেছে? না কি আদৌ বেঁচে আছে? সে যে ঠিক কেমন জীবন চেয়েছিল তা কি সে নিশ্চিত? একটা কথা অবশ্য বলা যায় - এমন জীবন সে চায়নি। প্রতিদিন একটু একটু করে মরে যাওয়া, প্রতিদিন আরেকটু বেশি করে মরে যাওয়া। এর চেয়ে একবারে মরে যাওয়াই ভালো ছিল। এমন নির্বান্ধব, নিষ্ঠুর, প্রেমহীন জীবন বয়ে বেড়াবার মানে হয়না। doppelganger-এর মত দুটো সত্ত্বা বয়ে নিয়ে বেড়ানো অনন্ত নরক যন্ত্রণা ছাড়া কিছুই না।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
নতুন মন্তব্য করুন