শিরোনামহীন -৫

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: রবি, ২০/০৬/২০১০ - ১:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অযুত শতক টপকে তোমার কাছে যাওয়া
তোমার বন্ধ্যা চোখে তবু মেঘের আড়াল!

জানোতো, মেঘের হৃদয়ে যতখানি অশ্রু থাকে
তারো বেশী থাকে বজ্র বুঝিবা।

আর কে না জানে কবিদের যদিও
জলের বুকে নিজেদের দুঃখবোধ, ক্রোধ
লিপিবদ্ধ করে যেতে ক্লান্তি নেই,
বজ্রের সাথেই তাদের আবাল্য শত্রুতা।

সহস্র জগত টপকে তোমার কাছে যাওয়া
তোমার খরচোখে তবু মেঘের আড়াল!


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

অসাধারণ, চমৎকার ..

_________________________
বর্ণ অনুচ্ছেদ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সহস্র জগত টপকে তোমার কাছে যাওয়া
তোমার খরচোখে তবু মেঘের আড়াল!

ব্যাপক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।