শিরোনামহীন - ৬

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: বিষ্যুদ, ২৯/০৭/২০১০ - ১:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বহুদিন গ্যালো সন্যাসে
এইবার বুঝি ফেরা দরকার,
যদি তার পড়ে মনে,
আমারো ফের হবে সংসার ।

একুশে কাটে যে ক্ষত
তার ক্ষরণ থামেই বা কবে,
ঘরেই যে ভাঙে ঘর
তারোকি কোনদিন ঘরে ফেরা হবে?

প্লাবনের সাথী হবে বলে
সঙ্গ নেয় সরপুঁটি, ফুলতোলা হাঁস,
বালিকা ডাকেনি তাই,
নির্বাসনে আমাদের, আ-ক-ন্ঠ নিবাস ।


মন্তব্য

স্বপ্নীলকাব্য [অতিথি] এর ছবি

অপূব..................ভালো লেগেছে
============
স্বপ্ন যাত্রী।......

শুভাশীষ দাশ এর ছবি

বালিকা ডাকেনি তাই,
নির্বাসনে আমাদের, আ-ক-ন্ঠ নিবাস ।

বালিকাদের এতো কিসের ব্যস্ততা বুঝি না। দেঁতো হাসি

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আপনি এত লম্বা লম্বা ডুব দেন যে চিন্তায় পড়ে যাই। ব্যস্ততা তো থাকবেই, তবু আপনার পাঠকদের দিকে একটু নজরতো দিতে হবে।

---------------------------
কয়েকটা বানান একটু চেক করে দেখবেনঃ

কাঁটে > কাটে, ভাঙ্গে > ভাঙে, তারোকি > তারও কি (তারোকি কবিতায় চলে বোধহয়), সরপুটি > সরপুঁটি

---------------------------
আর এই লাইনটা

"আমারো হবে ফের সংসার"

যদি এভাবে বলি

"আমারো ফের হবে সংসার"

তাহলে কেমন হয়?

---------------------------
কবিতার প্রথম অনুচ্ছেদ ব্যক্তিগত ভাষ্যে, দ্বিতীয় অনুচ্ছেদ সাধারণ ভাষ্যে আর তৃতীয় অনুচ্ছেদ সামষ্টিক ভাষ্যে। ভাষ্য পরিবর্তন করে কবি পাঠককে এভাবে নিজের মতে টেনে নেন। শেষে পাঠক নিজেও কবির সমানুভূতি লাভ করেন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ফকির লালন এর ছবি

পান্ডব,

তারোকি চলে মনে হয়, বাকীগুলো শুধরে দিলাম।

দুটো সংশয় ছিলো -

বালিকা - র বদলে কিশোরী হলে ক্যামন হয়,
আর,
ফের- কে আগে পরে নেওয়া।

ফের কে বদলে দিলাম।

স্বপ্নীল, শুভাশীষ, পড়া আর ভালো লাগার জন্য ধন্যবাদ, অনেক।

অনিন্দ্য রহমান এর ছবি

বালিকাই থাক। একান্তই আমার মত।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যথারীতি দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রিম্মী চৌধুরী [অতিথি] এর ছবি

সুন্দর কবিতাটা...।।

মণিকা রশিদ এর ছবি

বাহ্‌!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।