স্নানে, বর্ষায়, বিশুদ্ধতায়...

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: রবি, ০৮/০৮/২০১০ - ১২:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বারো থেকেই বর্ষার সাথে প্রেম।

ভালোবেসে আদিগন্ত যা ঝরে পড়ে,
তাতে রোদের লুকোচুরিতে মায়ার
হাত ধরে শুষে নেই রামধনু রং;
জয়া তখন গ্যাছে কচুপাতা যোগাড়ে,
তার থেকে যতটুকু ঝরে পড়ে জল,
তাই বুকে ধরে রাখি, যদি সত্যিই
কোনদিন নদে আসে বান। আর
গোল হয়ে চেঁচাই, রোদবৃষ্টি হলে
খেকশিয়ালের বিয়ে যেন হয়, সেই
বিয়ে আজও হয় নাই; যদিও পুরোটা
বর্ষাই আত্মসাত করেছে শেয়ালের দল !


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বণিকের কড়ি কেনে সব,
কাব্য, লাস্য, প্রেম ও দু’ গালের টোল।

- আর এতো কয়েকবিন্দু বৃষ্টির বর্ষা মাত্র!



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

রোদবৃষ্টি হলে
খেকশিয়ালের বিয়ে যেন হয়, সেই
বিয়ে আজও হয় নাই; যদিও পুরোটা
বর্ষাই আত্মসাত করেছে শেয়ালের দল !

ভাল লাগল। শুভকামনা।

সুবীর কর

ফকির লালন এর ছবি

পড়ার জন্য ধন্যবাদ অনেক।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।