প্রেম, পতন কিংবা পরাগায়নের কবিতা

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: রবি, ২৯/০৮/২০১০ - ৫:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

তারল্যের ধর্ম এমনই যে
পাশাপাশি থাকলে -
কিছু অভিস্রবনতো ঘটবেই;
ভালোবাসোনি জানি,
তবুতো বাস বহুকাল পাশাপাশি,
দূরে চলে গ্যালে –
অন্তত কিছু হারানোর কষ্টতো হবেই।

আমাদের রূপকথার নায়ক নায়িকা আমরা নই,
যারা ছিলো, তারাও ভুলে গ্যাছে
কৈশরের সব সোনার কাঠি-রূপোর কাঠির গল্প,
বড় হয়ে সকলেই বুঝে যায় কৌটোয় থাকেনা ভ্রমর,
কিংবা কাকে বলে কাফ লাভ্ অথবা ইনফ্যাচুয়েশন,
ফ্রয়েডিয় কঠিন জালে আটকে পড়ে অবিমিশ্র মুগ্ধতা সব;
আর স্ফটিকস্বচ্ছ হতে থাকে গত জন্মের মৈত্রীর মোহময় কংকাল।

কিছু ভুল হবে জানি,
মুলতঃ তেমনই শর্ত অবধারিত পতনের,
তবু মুক্ত হতে গিয়ে আমাদের জীবন বোধহয়
পাতালের কৌটোবন্দী কীটেরও অধম হয়ে যায়,
কিংবা রূপকথার চেয়েও আরো কোন গভীর হেলুসিনেশন
আমাদের গ্রাস করে, যে জেগে দ্যাখে স্বপ্ন জাগরনের,
সহস্র সোনার কাঠি বদলেও তার ভাঙেনা ঘুম,
শুধু এক নিঃসঙ্গ অন্ধকারের ভ্রুন অহর্নিশ
পাখা ম্যালে আমাদের জারজ যাপনে।

আমাদের নায়কের চোখে ঘোড়দৌড় আজ,
নায়িকারা ছড়ায় দ্যূতি ব্যাসার্ধ শাসনের,
সব প্রেম মুছে গ্যাছে, অথবা ছিলোনা তা কোনকালেই,
শুধু তুমি আমি বয়ে যাই গ্লানি যতো সব,
যদিও নিশ্চিত জানি ভালোবাসা চেয়ে খোঁজনি কখনো,
নিজেকে, কিংবা অন্য কোন চেনা-অচেনাকে,
তবু পরাগায়নের স্বপ্নে পাগল কিছু পথভোলা রেণু,
ঋতুমতী হয়ে গ্যালে, কেন ঠিক,
আমাদেরই খুঁজে পায়?


মন্তব্য

স্পর্শ এর ছবি

অসাধারণ!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

রোমেল চৌধুরী [অতিথি] এর ছবি

তবু পরাগায়নের স্বপ্নে পাগল কিছু পথভোলা রেণু

"সবে দেখা দিল অকূল তিমির সন্তরি
দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা---
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।"

পথভোলা রেণুদের মাঝে যেন বিহঙ্গটিকে খুঁজে পাই ! অসাধারণ !

ফকির লালন এর ছবি

তবু গতিশীল থাকার সেই তাগিদটা বোধহয় দেশ কাল উতরে যায়। বিহংগ আর রেণুর গন্তব্য তাই একই থেকে যায়।

নাজনীন খলিল এর ছবি

সব প্রেম মুছে গ্যাছে, অথবা ছিলোনা তা কোনকালেই,
শুধু তুমি আমি বয়ে যাই গ্লানি যতো সব,

সুন্দর কবিতা।

শুভাশীষ দাশ এর ছবি

সুন্দর।

---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

মণিকা রশিদ এর ছবি

'আমাদের রূপকথার নায়ক নায়িকা আমরা নই,
যারা ছিলো, তারাও ভুলে গ্যাছে'

আহা! ভালোলাগা জানায়ে গেলাম!

____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তিথীডোর এর ছবি

"মুক্ত হতে গিয়ে আমাদের জীবন বোধহয়
পাতালের কৌটোবন্দী কীটেরও অধম হয়ে যায়,
কিংবা রূপকথার চেয়েও আরো কোন গভীর হেলুসিনেশন
আমাদের গ্রাস করে, যে জেগে দ্যাখে স্বপ্ন জাগরনের,
সহস্র সোনার কাঠি বদলেও তার ভাঙেনা ঘুম..."

চমৎকার!!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সৈয়দ আফসার এর ছবি

ভালো লাগলো।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুধু একটাই প্রতিক্রিয়া - গুরু গুরু গুরু গুরু



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ফকির লালন এর ছবি

পড়া ও মন্তব্যের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

জি.এম.তানিম এর ছবি

সুন্দর!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

প্রখর-রোদ্দুর এর ছবি

যতটা নাড়া দিলে কোন কবিতা আর কবিতা থাকে না শেকড় গেড়ে একবারে মূল শুদ্ধ টান দেয় ততটা নাড়া দিয়ে গেছে -

অসাধারন চোখ আপনার কেবল নিজের নয় অনেকের বোধ কেই চিনতে সাহায্য করেছেন । উপলব্ধি ছিলো কেবল শব্দের কি করে প্রকাশ হবে তার কোন ধারনা ছিলো না ।

অতিথি লেখক এর ছবি

চমৎকার লেগেছে।

পলাশ রঞ্জন সান্যাল

অতিথি লেখক এর ছবি

নিঃসন্দেহে একটি সুন্দর কবিতা। কিন্তু বিজ্ঞান একটু চেপে বসেছে যেন! ঠিকমতো দ্রবীভুত হয় নাই।

অতিথি লেখক এর ছবি

অসাধারন বস

মাহফুজ খান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।