তোমার মাধুকরী পেতে আবার কাঙাল হতে পারি,
সারাটা শীতের রাত তোমার দরোজায় দাঁড়িয়ে থাকতে পারি,
তুমি যাবে বলে অষ্টপ্রহর চৌ্রাস্তায় অপেক্ষা করতে পারি,
তোমার জন্য রমনা থেকে সব ফুল পেরে আনতে পারি,
বুকের রক্ত দিয়ে দেয়াল পর দেয়াল তোমার শ্লোগানে ভরে দিতে পারি।
তোমার প্রসাদ পেতে ফের গুন্ডা হতে পারি,
তোমার চলার পথে ফুল ছাড়া অন্য সব দোকান বন্ধ করে দিতে পারি,
অকাল বাতাসের টুঁটি চেপে বকুলের ঘ্ ...তোমার মাধুকরী পেতে আবার কাঙাল হতে পারি,
সারাটা শীতের রাত তোমার দরোজায় দাঁড়িয়ে থাকতে পারি,
তুমি যাবে বলে অষ্টপ্রহর চৌ্রাস্তায় অপেক্ষা করতে পারি,
তোমার জন্য রমনা থেকে সব ফুল পেরে আনতে পারি,
বুকের রক্ত দিয়ে দেয়াল পর দেয়াল তোমার শ্লোগানে ভরে দিতে পারি।
তোমার প্রসাদ পেতে ফের গুন্ডা হতে পারি,
তোমার চলার পথে ফুল ছাড়া অন্য সব দোকান বন্ধ করে দিতে পারি,
অকাল বাতাসের টুঁটি চেপে বকুলের ঘ্রাণ ধরে আনতে বলতে পারি,
অতিথি পাখীকে তোমার আঙিনায় সারা শীত থাকতে বাধ্য করতে পারি,
স্কুলের ছোট্ট আকাশে ঘুড়ি ওড়ানোর কোর্স কম্পালসারি করতে পারি,
চুমু না খাওয়ার অপরাধে প্রেমিকের ফাঁসি দিতে পারি।
ভালোবাসা পেলে চিরকাল কবি রয়ে যেতে পারি,
দিস্তার পর দিস্তা তোমার এলিজি লিখে যেতে পারি,
চিৎকার করে তোমার নাম জপে যেতে পারি,
জীবন বাজি রেখে বলতে পারি, ভালোবাসা ছাড়া পৃথিবীতে আর কোন মহামারী নাই।
মন্তব্য
বস্, শিরোনামে কবিতা লিখে ক্যাটেগরীতে "ব্লগরব্লগর" লিখেছেন কেন? কবিতাকে কবিতাই থাকতে দিন।
কারো প্রেম আমরা পাই বা না পাই স্কুলের ছোট্ট আকাশে ঘুড়ি ওড়ানোর কোর্স কম্পালসারি করাটা জরুরী হয়ে পড়েছে। আর -
"ভালোবাসা পেলে কোন বোকা পড়ে থাকে নষ্ট জলে?"
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
লালন ভাই,
আহা, সেই অমোঘ সুর!
এ তো আমাদের সবারই প্রত্যাশার আর্কেডিয়া, সেই মাটিগন্ধ্যা এলডরেডো!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অসাধারন লাগলো।। এমন এক্জনের প্রিয়তমা হতে ইচ্ছে করছে খুব।
কবি হুঁশিয়ার!
(এইজন্যই কবিদেরকে ঈর্ষাই)
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
দারুন লিখেছেন......।সদাই দারুন লেখেন......।
আহা এমন প্রেমের কাব্য শুনলে, মন জূড়ে সব খোলতাই
চোখে, ঠোঁটে হঠাত আসে, হাজার প্রেমের বোল তাই
সুরে বেসুরে বেলা অবেলায়, বাজাই প্রেমের ঢোল তাই
চুপকে চুপকে ডুবে ডুবে, খাচ্ছি প্রেমের ঘোল তাই
-- -- কীটস্য কীট
আহ!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
নতুন মন্তব্য করুন