ব্লগর ব্লগর

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: মঙ্গল, ১২/০৪/২০১১ - ৫:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের বাস স্বপ্নের দুপারে, দেখা নাই, কথা নাই, শুধু কাটা ঘুড়ির মতো অচেনা, অজানায় উদ্দেশ্যহীন ভেসে বেড়ানো - গন্তব্যহীন, নিরুদ্দেশ যাত্রা।

কাঠফাটা রোদে একটা পাখি টানা ডেকে চলে, কাকে ডাকে সে? আমাদের সেই নিমগাছটা ভালো আছেতো?

স্মৃতিরা কেন সাদাকালো হয়, রঙিন হতে তাদের কে মানা করে? আজকাল কোনকিছুই ধারাবাহিক মনে পরেনা, কোন ফ্লাশব্যাক নেই, শুধু এক একটা মুহূর্ত ঘাই দেয় হঠাৎ।

দুশোটা বেলুন ওড়াতে চাই, তুমিও কি ওড়াবে ঘুড়ি? মেঘের বুকের ভেতর?

এবার ভেসে ওঠো হে, অতল থেকে উঠে এসো, ডুবসাঁতারে কি আর ভেসে থাকা যায়?

কিভাবে বৃষ্টির ফোঁটাগুলো রবিশংকরের সেতারের মতো নেচে যায়, দ্যাখো, একদম সত্যজিত রায়ের ছবির মতো। আমি একটা পুরো ক্লোজ শট বুকে ফ্রিজ করে রাখি, এলে - দেবো।


মন্তব্য

সৈয়দ আফসার এর ছবি

চিন্তিত

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

ফকির লালন এর ছবি

ধন্যবাদ কবি।

তিথীডোর এর ছবি

ভাল্লাগলো।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ফকির লালন এর ছবি

ধন্যবাদ।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ট্যাগের "ব্লগর ব্লগর" পালটে "কবিতা" করুন।

অটঃ একটা মেইল পাঠিয়েছিলাম আপনাকে, আপনার লেখা নিয়ে। দেখেছেন কিনা জানি না।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ফকির লালন এর ছবি

দিয়েছি জবাব।

মুস্তাফিজ এর ছবি

ভালো লাগলো

...........................
Every Picture Tells a Story

ফকির লালন এর ছবি

ধন্যবাদ মুস্তাফিজ ভাই।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি একটা পুরো ক্লোজ শট বুকে ফ্রিজ করে রাখি, এলে - দেবো

______________________________________
পথই আমার পথের আড়াল

ফকির লালন এর ছবি

ধন্যবাদ পড়ার জন্য।

অনার্য সঙ্গীত এর ছবি

আজকাল কোনকিছুই ধারাবাহিক মনে পরেনা, কোন ফ্লাশব্যাক নেই, শুধু এক একটা মুহূর্ত ঘাই দেয় হঠাৎ...

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ফকির লালন এর ছবি

পড়ার জন্য ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।