তোমাদের কেউ কেউ বলবে, পালিয়েছে, মুখোমুখি হবার সাহস ছিলোনা বোধহয়; কেউ বলবে, হয়তো ভীষণ কষ্ট পেয়েছে, ভালোবাসা পায়নি বোধহয়। অথবা কেউ ধরে নেবে এও এক বাণপ্রস্থ বুঝি, কারো মনে হবে এতো বৈরাগ্যের বয়স নয়, আজকালকার ছেলেপেলেদের বোঝা দায়; অথবা ভাব্বে ইটালী বা আবুধাবী, কিংবা ভাব্বে ক্রসফায়ার – ধরে নেবে ড্রাগস অথবা অন্য কোন গোপন রাজনীতি; কোথায় গেলাম এবং কেন গেলাম, এ নিয়ে বিস্তর গবেষণা হবে- চা-খানায়, মোড়ে, ক্যারাম ও তাসের আসরে; এদ্দিন যে ছিলো আসবাবপত্রের মতো, প্রায় জড়, উপস্থিতির কোন বাহূল্য ছিলোনা, অনুপস্থিতিই তার সবচে বড় অর্জন হবে বুঝি।
ধারণা, অনুমান, শংকা, গুজব নিজ নিজ গুল্ম ছড়াবে, ছড়াবে শাখাপ্রশাখা, অন্য কোন নতুন উত্তেজনা খুঁজে পাবার আগে আমাদের শ্যাওলা জীবনে এমন চমৎকার গল্পের মওকা কে আর ছাড়ে।
কিন্তু যখন ছিলাম, যখন আমার মতো করেই আমি ছিলাম, তখন কেউ লক্ষ্য করেনি সকাল এগারোটায় একজন নিয়মিত বাকীতে বিড়ি কেনে প্রতিদিন, কিংবা বৃষ্টি হলেও ঠিকই নিয়ম করে একজন মোড়ে রিক্সা ছেড়ে হেঁটে ফেরে, একটা চলমান লাইটপোস্ট ক্যামন আছে তাতে কার কি আসে যায়?
সেই হয়তো ভুলে যাবার আগে অনুপস্থিত আমার শেষ প্রবল উপস্থিতি। শুধু পাড়ার মুদিটাই নিয়ম করে গালি দেবে, শালা জোচ্চর, বাকী রেখে ভেগে গ্যাছে, হারামজাদা শুয়র।
মন্তব্য
চমতকার
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
নিরুদ্দেশ হয়ে কোথায় যায় মানুষ?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
দারুণ...
______________________________________
পথই আমার পথের আড়াল
বাহ্!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
খুব নাড়িয়ে দিলো!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অনেক সুন্দর।
আমিও যদি নিরুদ্দেশ হতে পারতাম।
labin rahman
"শুক্রবার সকালে আমাদের গলি"র পরে আরেকটা প্রভুখণ্ড।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
চমৎকার!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
বেশ ভালো।
দারুণ।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ভালো লাগল খুব। শেষে এসে কবি ও কাঙাল মনে পড়ে গেল।
পাণ্ডব'দার শেয়ার করাঃ
দেখে পড়তে এলাম।
আসলেই ঠকি নাই।
অলস সময়
চমতকার। আচ্ছা নিরুদ্দেশ হওয়া যায় ক্যামনে?
সুপ্রিয় দেব শান্ত
মুগ্ধ হলাম।
চমৎকৃত হলাম!
ভালো লাগলো
চমৎকার। একদিন আমিও নিরুদ্দেশ হবো।
...........................
Every Picture Tells a Story
ভুলে যাবার আগেই আমার ও খুব নিরদ্দেশ হইতে সাধ হয়...............
বাক বাকুম
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অদ্ভুত সুন্দর!
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
@পাণ্ডবদা, ঠকি নাই!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
অসাধারণ!!!!
ব্রাক্ষণ গোত্রের কেউ না হয়েও ধরাছোঁয়ার ভেতরে কেউ যখন এমন কিছু লেখেন, তখন মুগ্ধ না হয়ে পারি না।
কোট করতে চেয়েছিলাম, কিন্তু তাহলে যে প্রতিটা লাইনই করতে হয়
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
অসাধারণ বললেও কম বলা হয়!
আগেই পড়েছি, মন্তব্য করা হয়নি। আপনার লেখা অবশ্য এমনিতেই ভাল লাগে। (আসলে কী, যে লেখকেরা আর মন্তব্য করেন না তাঁদের লেখায় মন্তব্য করতে আমারও আলসেমি লাগে...)
দারুণ ...
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
তৃতীয় প্যারাটা অসাধারণ লাগলো।
কিছু মানুষ আজন্মই বুঝি নিরুদ্দেশ হবার বাসনাটা বুকে বয়ে বাড়ান.......ষষ্ঠপান্ডবকে অসংখ্য ধন্যবাদ 'শুক্রবার সকালে আমাদের গলি' লেখাটা পড়বার লিংক দেবার জন্য। আমি ফকির লালনের প্রায় সব লেখাই পড়েছি(যদিও মন্তব্য করিনি- সবে মন্তব্য করা শুরু করেছি) ওটা বাদ পড়েছিলেন। অসাধারণ লেখা ভাইয়া!!! অনেক শুভকামনা।
সকলকেই পড়বার জন্য, মন্তব্য করবার জন্য অশেষ ধন্যবাদ।
মাঝে মাঝে মনে তো হয়ই যদি চেনা জীবনের বাইরে গিয়ে একটা অচেনা জীবন ছুঁয়ে যাওয়া যেতো, আর যাদের ফেলে যাওয়া হলো তাদের কি একটুও ফাঁকা লাগবেনা?!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
চমৎকার
অলমিতি বিস্তারেণ
চমৎকার।
খুব, খুব ভালো লাগলো!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
আজকে আবার পড়লাম... শুক্রবার সকালে আমাদের গলির মতো এটাও তবে বার বার পড়তে ফিরে আসতে হবে...
অসাধারণ
______________________________________
পথই আমার পথের আড়াল
কুর্নিশ
দারুণ
নতুন করে হারালাম ....
ভালো লেগেছে।
অনেক দেরিতে হলেও পড়লাম। চমৎকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
বেশি জোস!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দারুন লাগলো। নগদে প্রিয়।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
মুগ্ধতা!
-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়
ছোট লেখা, কিন্তু বলেছে অনেক কিছু।
নিরুদ্দেশ হতে ইচ্ছে করছে
বিড়ি খাওয়া ভাল না ...তাও আবার বাকী তে !!
লেখা টা ভাল লাগলো!
নতুন মন্তব্য করুন