আমি নিরুদ্দেশ হবার পর

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: রবি, ২৪/০৪/২০১১ - ৪:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমাদের কেউ কেউ বলবে, পালিয়েছে, মুখোমুখি হবার সাহস ছিলোনা বোধহয়; কেউ বলবে, হয়তো ভীষণ কষ্ট পেয়েছে, ভালোবাসা পায়নি বোধহয়। অথবা কেউ ধরে নেবে এও এক বাণপ্রস্থ বুঝি, কারো মনে হবে এতো বৈরাগ্যের বয়স নয়, আজকালকার ছেলেপেলেদের বোঝা দায়; অথবা ভাব্বে ইটালী বা আবুধাবী, কিংবা ভাব্বে ক্রসফায়ার – ধরে নেবে ড্রাগস অথবা অন্য কোন গোপন রাজনীতি; কোথায় গেলাম এবং কেন গেলাম, এ নিয়ে বিস্তর গবেষণা হবে- চা-খানায়, মোড়ে, ক্যারাম ও তাসের আসরে; এদ্দিন যে ছিলো আসবাবপত্রের মতো, প্রায় জড়, উপস্থিতির কোন বাহূল্য ছিলোনা, অনুপস্থিতিই তার সবচে বড় অর্জন হবে বুঝি।

ধারণা, অনুমান, শংকা, গুজব নিজ নিজ গুল্ম ছড়াবে, ছড়াবে শাখাপ্রশাখা, অন্য কোন নতুন উত্তেজনা খুঁজে পাবার আগে আমাদের শ্যাওলা জীবনে এমন চমৎকার গল্পের মওকা কে আর ছাড়ে।

কিন্তু যখন ছিলাম, যখন আমার মতো করেই আমি ছিলাম, তখন কেউ লক্ষ্য করেনি সকাল এগারোটায় একজন নিয়মিত বাকীতে বিড়ি কেনে প্রতিদিন, কিংবা বৃষ্টি হলেও ঠিকই নিয়ম করে একজন মোড়ে রিক্সা ছেড়ে হেঁটে ফেরে, একটা চলমান লাইটপোস্ট ক্যামন আছে তাতে কার কি আসে যায়?

সেই হয়তো ভুলে যাবার আগে অনুপস্থিত আমার শেষ প্রবল উপস্থিতি। শুধু পাড়ার মুদিটাই নিয়ম করে গালি দেবে, শালা জোচ্চর, বাকী রেখে ভেগে গ্যাছে, হারামজাদা শুয়র।


মন্তব্য

রানা মেহের এর ছবি

চমতকার

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নীড় সন্ধানী এর ছবি

নিরুদ্দেশ হয়ে কোথায় যায় মানুষ?

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ...

______________________________________
পথই আমার পথের আড়াল

লুৎফর রহমান রিটন এর ছবি

বাহ্‌!

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

রোমেল চৌধুরী এর ছবি

খুব নাড়িয়ে দিলো!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

লাবিন রহমান এর ছবি

অনেক সুন্দর।
আমিও যদি নিরুদ্দেশ হতে পারতাম।
labin rahman

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

"শুক্রবার সকালে আমাদের গলি"র পরে আরেকটা প্রভুখণ্ড।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তিথীডোর এর ছবি

চমৎকার!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

শুভাশীষ দাশ এর ছবি

বেশ ভালো।

তাসনীম এর ছবি

দারুণ।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সুকু এর ছবি

ভালো লাগল খুব। শেষে এসে কবি ও কাঙাল মনে পড়ে গেল।

নীলকান্ত এর ছবি

পাণ্ডব'দার শেয়ার করাঃ

মাত্র দুই মিনিট খরচ করে এই লেখাটা একটু পড়ুন। ঠকবেন না সিওর।

দেখে পড়তে এলাম।
আসলেই ঠকি নাই। হাসি


অলস সময়

সুপ্রিয় দেব শান্ত (অতিথি) এর ছবি

চমতকার। আচ্ছা নিরুদ্দেশ হওয়া যায় ক্যামনে?

সুপ্রিয় দেব শান্ত

দ্রোহী এর ছবি

মুগ্ধ হলাম।

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

হিমু এর ছবি

চমৎকৃত হলাম!

অতিথি লেখকঃ অতীত এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

 শুভাশীষ মনি এর ছবি

ভালো লাগলো

মুস্তাফিজ এর ছবি

চমৎকার। একদিন আমিও নিরুদ্দেশ হবো।

...........................
Every Picture Tells a Story

বাক বাকুম  এর ছবি

ভুলে যাবার আগেই আমার ও খুব নিরদ্দেশ হইতে সাধ হয়...............

বাক বাকুম

কনফুসিয়াস এর ছবি

গুরু গুরু

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

দময়ন্তী এর ছবি

অদ্ভুত সুন্দর!

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

জি.এম.তানিম এর ছবি

গুরু গুরু

@পাণ্ডবদা, ঠকি নাই!

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

পোয়েট অব এ ডিমাইজ এর ছবি

অসাধারণ!!!! চলুক চলুক

সুহান রিজওয়ান এর ছবি

ব্রাক্ষণ গোত্রের কেউ না হয়েও ধরাছোঁয়ার ভেতরে কেউ যখন এমন কিছু লেখেন, তখন মুগ্ধ না হয়ে পারি না।

হাততালি

অদ্রোহ এর ছবি

কোট করতে চেয়েছিলাম, কিন্তু তাহলে যে প্রতিটা লাইনই করতে হয় হাসি

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

অমিত আহমেদ এর ছবি

অসাধারণ বললেও কম বলা হয়!

কৌস্তুভ এর ছবি

আগেই পড়েছি, মন্তব্য করা হয়নি। আপনার লেখা অবশ্য এমনিতেই ভাল লাগে। (আসলে কী, যে লেখকেরা আর মন্তব্য করেন না তাঁদের লেখায় মন্তব্য করতে আমারও আলসেমি লাগে...)

যুধিষ্ঠির এর ছবি

"শুক্রবার সকালে আমাদের গলি"র পরে আরেকটা প্রভুখণ্ড।

অনিন্দ্য রহমান এর ছবি

দারুণ ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তৃতীয় প্যারাটা অসাধারণ লাগলো।

আয়নামতি1 এর ছবি

কিছু মানুষ আজন্মই বুঝি নিরুদ্দেশ হবার বাসনাটা বুকে বয়ে বাড়ান.......ষষ্ঠপান্ডবকে অসংখ্য ধন্যবাদ 'শুক্রবার সকালে আমাদের গলি' লেখাটা পড়বার লিংক দেবার জন্য। আমি ফকির লালনের প্রায় সব লেখাই পড়েছি(যদিও মন্তব্য করিনি- সবে মন্তব্য করা শুরু করেছি) ওটা বাদ পড়েছিলেন। অসাধারণ লেখা ভাইয়া!!! অনেক শুভকামনা।

ফকির লালন এর ছবি

সকলকেই পড়বার জন্য, মন্তব্য করবার জন্য অশেষ ধন্যবাদ।

মাঝে মাঝে মনে তো হয়ই যদি চেনা জীবনের বাইরে গিয়ে একটা অচেনা জীবন ছুঁয়ে যাওয়া যেতো, আর যাদের ফেলে যাওয়া হলো তাদের কি একটুও ফাঁকা লাগবেনা?!

অনিকেত এর ছবি

গুরু গুরু

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ধারণা, অনুমান, শংকা, গুজব নিজ নিজ গুল্ম ছড়াবে, ছড়াবে শাখাপ্রশাখা, অন্য কোন নতুন উত্তেজনা খুঁজে পাবার আগে আমাদের শ্যাওলা জীবনে এমন চমৎকার গল্পের মওকা কে আর ছাড়ে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সবজান্তা এর ছবি
আনন্দী কল্যাণ এর ছবি

তখন কেউ লক্ষ্য করেনি সকাল এগারোটায় একজন নিয়মিত বাকীতে বিড়ি কেনে প্রতিদিন, কিংবা বৃষ্টি হলেও ঠিকই নিয়ম করে একজন মোড়ে রিক্সা ছেড়ে হেঁটে ফেরে,

চমৎকার।

মণিকা রশিদ এর ছবি

খুব, খুব ভালো লাগলো!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আজকে আবার পড়লাম... শুক্রবার সকালে আমাদের গলির মতো এটাও তবে বার বার পড়তে ফিরে আসতে হবে...
অসাধারণ

______________________________________
পথই আমার পথের আড়াল

সাত্যকি. এর ছবি

কুর্নিশ

ধৈবত(অতিথি) এর ছবি

হাততালি দারুণ

অর্ফিয়াস এর ছবি

নতুন করে হারালাম ....

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালো লেগেছে।

সচল জাহিদ এর ছবি

অনেক দেরিতে হলেও পড়লাম। চমৎকার।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

খেকশিয়াল এর ছবি

বেশি জোস!

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অনুপম ত্রিবেদি এর ছবি

দারুন লাগলো। নগদে প্রিয়।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নীল রোদ্দুর এর ছবি

মুগ্ধতা!

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

মৌনকুহর. এর ছবি

চলুক চলুক চলুক

অতিথি লেখক(শান্তিপ্রিয়) এর ছবি

ছোট লেখা, কিন্তু বলেছে অনেক কিছু।

নিরুদ্দেশ হতে ইচ্ছে করছে

অপ্সরী এর ছবি

বিড়ি খাওয়া ভাল না ...তাও আবার বাকী তে অ্যাঁ !!
লেখা টা ভাল লাগলো!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।