আজ মনের উপর ভর করেছে অপ্রাকৃত জোস্ন্যা,
আজ হঠাৎ নিঃশব্দে ঝাঁপিয়ে পড়েছে স্মৃতির বাঘ,
বর্তমানের স্বাদ পেলে সে আর কি চায়?
আজ মনে হচ্ছে কতো হ্রস্ব ছিলো ঐ পথ,
হয়তো আরো কিছু ঘুরে গ্যালে দীর্ঘ হতো থাকা,
মনে হচ্ছে পথ কতো সহজেই সরল হতে পারে,
কতোটা বক্র পথ ঘুরে এলে রেখা সরল হয়,
পরিধিতে দাঁড়াবার আগে কেই বা তা জানতো?
আজ পুরোনো এলবামে
নিজেরই ছবি দেখে মনে হচ্ছে ক্যামন অচেনা,
মনে হচ্ছে ঐ জীবন আমিতো করিনি যাপন,
নিজের পায়ের দিকে তাকিয়ে কেবলই মনে হচ্ছে
খালি পায়ে কবে শেষ হেঁটেছি শিশিরে?
নিজেরই করতল ছুঁয়ে মনে হচ্ছে কতকাল ধরি নাই
কারো হাত, কেবলই হ্যান্ডশেকে ভরে উঠেছে জীবন।
আজ পুরোনো ড্রয়ার খুলে পেয়েছি পুরোনো চিঠি,
পেয়েছি পুরোনো হাতের লেখা, পুরোনো সম্বোধন্,
পেয়েছি পুরোনো ভালো থাকিস, আজ মনে হচ্ছে
মনে হয়নি কতদিন, মনে হচ্ছে, মনে পড়েনি কতোদিন,
মনে হচ্ছে - মনে করিস্, মনে হচ্ছে - মনে পড়িস্,
মনে হচ্ছে, ভালো থাকিস্, ভালো থাকিস্, ভালো থাকিস্।
মন্তব্য
দারুণ!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ধন্যবাদ।
কী চমৎকার লাগল। আপনি অসাধারণ লেখেন, অসাধারণ।
কেবলি অনুরণন তুলছে...........
আমি লিখতে পারি না, তবে দু একবার চেষ্টা করে ফেলি। যদি সময় করতে পারেন তবে এ কবিতাটি ও এটি পড়লে, কিছু উপদেশ দিলে, খুব প্রীত হব।
অশেষ শুভ কামনা রইল কবি। আপনার কল্যাণ হোক।
ধন্যবাদ। আপনার কবিতা পড়লাম, ভালো লাগলো। উপদেশ দেবার যোগ্যতা রাখিনা ভাই।
কবি, পড়েছেন এতেই আমি খুশি। এরকম বিনয় থাকাকেই উপদেশ হিসেবে নিলাম।
দারুণ!!!
ধন্যবাদ।
ধন্যবাদ। নস্টালজিক হলেন কি?
এই কবিতা পড়ে নষ্টালজিক হবার একশ' একটা কারণ আছে! দারুণ লাগলো
চিঠির দিন শেষ বস্। এখন কেউ আর কাউকে কাগজের পাতায় চিঠি লেখেনা। মানুষ যে কী অসাধারণ একটা কিনিষ থেকে বঞ্চিত হলো! আন্তরিকতাহীন হ্যান্ডশেকে জীবন ভরে উঠেছে-উঠছে। ভালোবেসে কারো হাত আর ধরা হয়ে উঠবেনা, কেউ ধরবেও না।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আহ, হ্যান্ডশেক! আর এসেমেস!
এক কবি তো বলেই দিলেন,
আর আপনি স্মরণ করিয়ে দিলেন চিঠির মৃত্যুর অপ্রিয়তম সত্য কথাটি।
তাহলে কি কবিতা আশ্রয় নেবে হাইকুর ভেতর? আর ভালোবাসা, সে পালাবে কোথায়?
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
মানুষ আজীবন স্মৃতিবিদ্ধ হবে, লিখে দিতে পারি। মনের কুয়োতে ঘুরে ফিরে প্রতিধ্বনি তোলা কথামালা চমৎকার লাগলো।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
এতো সুন্দর হয়েছে কবিতাটা। আমার কষ্টগুলোর সাথে মিলে যায়। কিন্তু আমি নস্টালজিক হতে চাইনা। পুরনো স্রিতি পারলে আমি ট্যাবলেট দিয়ে গিলে খেয়ে ভুলে থাকতে চাই।
সৃতি শুধু ফিরে ফিরে আসে..................
ধন্যবাদ। আপনার জন্য অজস্র শুভকামনা রইল।
নতুন মন্তব্য করুন