সম্ভাব্য চরিত্র -১।
কী দারুণ বাজিকর এক। চারদিকে ঘন হয়ে আসা ভীড়ে অপুষ্ট দর্শকের চোখ, কান, চুল এমনকি গলগন্ড ছুঁয়ে বের করে আনে চকচকে একশো টাকার নোট সব। অথচ নিজের জড়ানো শাল ধুসুর মলিন, সাদা রং ছিলো তার বোধ হয় কোন একদিন।
সম্ভাব্য চরিত্র -২।
ঘাটে সদ্য থামা নায়ে বেদেনীর হাসি উদ্দাম, আগুন লাগে সমবেত পৌরুষে। চোখে, বুকে নেচে ওঠে নতুন বর্ষার ঢেউ, তার খোঁপায় দোল খায় লাউডগা হিস…হিস… কার বিষে কেবা হয় অক্ষয়, কে জানে?
এবং গল্পকার।
হাটের এই দৃশ্যপট গল্পকারের মাথায় গেঁথে যায়, তারপর গল্পটা অনেকদিন ধরে বোধের চারপাশে ওড়াউড়ি করে, তবু কালিকলমে তাকে ছোঁয়া যায়না । পাছে যতটুকু ধরা গেছে তাও হারিয়ে যায় তাই সে মনে মনে নোট করে এইটুকু। প্রাচীন একটা বট, মানুষের বৃত্ত থেকে ভেসে আসা গম্ভীর কন্ঠ, লালশাড়ী, পান খাওয়া ঠোঁট এবং একটা হতে-পারতো গল্প ফ্রেম বন্দী হয়ে যায়।
মন্তব্য
আহ্, দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
শুকরিয়া।
ধন্যবাদ।
দারুণ! অসাধারণ !
গল্প না নামুক, এই বোধটুকুর মূল্যও কী কম !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
এহে, গলপ লেখা সহজ না।
সম্ভাব্য চরিত্র -২ আল মাহমুদের 'জলবেশ্যা' গল্পটা মনে পড়িয়ে দিল।
কোন মিল/ যোগসুত্র নেই যদিও, এমনিতেই।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
কী আশ্চর্য! আমারও !
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
তাই নাকি, হতে পারে।
দারুণ।
----------------
স্বপ্ন হোক শক্তি
ধন্যবাদ।
ছোট মরিচ, বেশি ঝাল টাইপ।
অভিনব!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ড
ধন্যবাদ।
#দারুন ফুটনোট, বিশেষত আমার নিকট, অভিনন্দন প্রিয় ফকির লালন ভাই, গল্পের প্লটটি কলমের কালিতে বের না হয়ে আনাটাই চরমভাবে ভুল হয়েছে, পাঠক একটি ভাল গল্পের প্লট থেকে বঞ্চিত হয়েছেন। ধারা বর্ননাকারী হিসেবে আপনার সামনে ঠিক সে সুযোগটি রয়েছে।
>ভাল লেগেছে খুব, ভাল থাকুন, শুভ ব্লগিং
গলপ লেখা কঠিন কাজ ভাই। আমারে দিয়ে হবেনা।
যেই গল্পের ফুটনোট এত সুন্দর না জানি গল্পটা কত অসাধারণ হইত! !
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
এটাই গলপ ধরে নেন, আমাকে দিয়ে হবেনা।
সেই কবে থেকে আপনার ভক্ত!
আপনি পাঠকের সাথে ইন্টার্যাক্ট করেন না/ প্রয়োজন মনে করেন না, নিভৃতচারী খুব ?
নারে ভাই, দৌড়ের উপর থাকি, তবে একটু অলস ও বেশ নিভৃতচারী আছি।
আহা! কতদিন পর আবার এমন গদ্যকবিতা। বর্ণনার ভারে পাঠককে জর্জরিত করে অথবা সংলাপের ঠ্যালায় পাঠকের মনের কান ঝালাপালা করে গল্প তো কতজনেই লেখেন। কিন্তু এমন নির্মেদ-কাব্যিক গল্প কতজন লিখতে পারেন? এমন আরো আসুক।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ধন্যবাদ, বিশদ লেখা সহজ না, তাই ফাকি দেয়া।
বাহ, ভালো তো।
ধন্যবাদ।
দারুণ!
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ ফাহিম।
ঈয়াসীন
নতুন মন্তব্য করুন