নাম নেই

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: বুধ, ২৯/০৮/২০১২ - ২:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ নিজের সাথে দেখা হয়ে গ্যালো বহুদিন পর।
মাঝখানের দিনগুলো কাজ, বিপি, টেনশন, ঘোড়দৌড় - এইসব।

জানিনা কেনো আজগুবি ইচ্ছে হলো পার্কে গিয়ে বসি, স্বাস্থ্যচিন্তা হবে হয়তোবা, অথবা বৃষ্টি আসবে তা টের পেয়ে মনে হলো দেখি কালো হয়ে গ্যালে ক্যামন লাগে বাড়িঘর ছাড়া গাছেদের আকাশ। বেঞ্চে বসতেই আমিও এসে বসলো পাশে।

তারপর আমরা আর আমাদের মাঝে নীরবতা এই তিনজন বসে রইলাম অনেকক্ষণ। বৃষ্টি এলো ঝেঁপে, চলে আসলাম, অকাল বর্ষায় ভিজে শরীর খারাপ হবার বিলাসিতা কই? ও কিন্তু বসে রইলো প্রবল ধারায়, কে জানি কেন …………।


মন্তব্য

কড়িকাঠুরে এর ছবি

ঘোর ঘোর লাগছে...

ফকির লালন এর ছবি

তাই ?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এটা 'ব্লগরব্লগর' কেনো? 'কবিতা' নয় কেনো? আর এর একটা নাম থাকবে না!

বহুদিন হয়ে গেলো নিজের সাথে নিজের দেখা হয় না। সবগুলো দিন কাজ, বিপি, টেনশন, ঘোড়দৌড় - এইসব দিয়ে ভরা।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ফকির লালন এর ছবি

কবিতা নয়, মনোলগ বলা যেতে পারে।

অতিথি লেখক এর ছবি

একটু ধোঁয়া ধোঁয়া লাগল।

ফকির লালন এর ছবি

ধোয়াশে তো বটেই।

ধুসর জলছবি এর ছবি

এটাতো কবিতা বলে মনে হল। হাসি

ফকির লালন এর ছবি

কবিতা বলা যায় কি?

সজল এর ছবি

প্রথম লাইনটা পড়েই মনে হল, নিজের কথা পড়ছি। খুব ভালো লাগল।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

ফকির লালন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তিথীডোর এর ছবি

'বহুদিন হয় না কথা নিজের সাথে,
সপ্তাশেষে যাওয়ার সময় বাড়ির পথে...
শিকড়ে তাও দিও জল দিনের শেষে।' মন খারাপ

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ফকির লালন এর ছবি

এও একই বিষয়।

আশালতা এর ছবি

বাহ !

----------------
স্বপ্ন হোক শক্তি

ফকির লালন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।