তোমার কাছে যাওয়া

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শুক্র, ১৪/০৯/২০১২ - ১:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অবিনাশী যে আগুনে পুড়েছে সভ্যতা
আমিতো চেয়েছি তাতে পুড়ে খাঁক হতে প্রথম,
চেয়েছি অনাবাদী সব বুকে
বুনে দিতে শেষ ফাগুনের ভালোবাসা সব
চেয়েছি নদী হয়ে বয়ে যেতে
যতসব ঊষর খরচোখে
চেয়েছি পূনর্বার ফিরে আসার আগে
চিনে যেতে কোন সে গন্তব্য আমাদের।

আমিতো ভেবেছি সূর্যমুখী সব বুকে গেঁথে নিলে
তোমার ফেরার পথে ভেসে ওঠে শিউলীর কার্পেট
ভেবেছি শেষ বিকেলের রেনুয় স্নান হলে
ধুঁয়ে যায় হৃদয়ে পালিত সহস্র বাসী পাপ,
চেয়েছি পূণ্যস্নানে প্রত্যেকে আদিগন্ত পবিত্র হলে
তবে তুমি এসে চিরস্থায়ী হবে।

আমিতো ভেবেছি সকলকে ছুঁয়ে গ্যালে
তোমাতে পৌঁছানো সুন্দর হয়।


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
ফকির লালন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

কড়িকাঠুরে এর ছবি

চলুক

ফকির লালন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফারুক হাসান এর ছবি

আমিতো ভেবেছি সকলকে ছুঁয়ে গ্যালে
তোমাতে পৌঁছানো সুন্দর হয়।

খুব সুন্দর লেগেছ।

ফকির লালন এর ছবি

ধন‌্যবাদ ।

সবজান্তা এর ছবি

পুরা কবিতাটাই ভালো লাগলো... তবে শেষ দুই লাইন অসাধারণ-

আমিতো ভেবেছি সকলকে ছুঁয়ে গ্যালে
তোমাতে পৌঁছানো সুন্দর হয়।

অনেকদিন পর দারুণ একটা কবিতা পড়লাম।

ফকির লালন এর ছবি

ধন‌্যবাদ, ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

তিথীডোর এর ছবি

চলুক
'এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া...'

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

বন্দনা এর ছবি

আমার ও এইলাইন্টাই মনে পড়ে গেছে কেন জানি।

ফকির লালন এর ছবি

শেষ তক যাওয়া হয়না কিনতু, তবু যেতে চাই।

অমি_বন্যা  এর ছবি

গুরু গুরু

ফকির লালন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ লাগল। চলুক

ফকির লালন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মৃত্যুময় ঈষৎ এর ছবি

আমিতো ভেবেছি সূর্যমুখী সব বুকে গেঁথে নিলে
তোমার ফেরার পথে ভেসে ওঠে শিউলীর কার্পেট
ভেবেছি শেষ বিকেলের রেনুয় স্নান হলে
ধুঁয়ে যায় হৃদয়ে পালিত সহস্র বাসী পাপ,
চেয়েছি পূণ্যস্নানে প্রত্যেকে আদিগন্ত পবিত্র হলে
তবে তুমি এসে চিরস্থায়ী হবে।

এই অংশটা ভালো লেগেছে বেশি। তবে কিছু শব্দ একটু ভাবায়ঃ অনাবাদী, বাসী, পাপ? কীভাবে বাসী হয়, অনাবাদী বা পাপ হয়!


_____________________
Give Her Freedom!

ফকির লালন এর ছবি

যেসব মনে ভালোবাসার চাষবাস হয়না, সেসব মনই।।।।।।।।।।
বহুকাল পাপ জমে গেলে পাপ ।।।।।।।।।।।।।। হয়।

নাকি?

মৃত্যুময় ঈষৎ এর ছবি

হুমম প্রিয় কবি হাসি


_____________________
Give Her Freedom!

স্যাম এর ছবি

চলুক চলুক

ফকির লালন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

বাহ চলুক চলুক

ইফতি

ফকির লালন এর ছবি

ধন‌্যবাদ।

অতিথি লেখক এর ছবি

কবিতার বিষয়টি সুন্দর। চমৎকার প্রকাশভঙ্গি।

(মাঈনউদ্দিন মইনুল)

ফকির লালন এর ছবি

ধন্যবাদ।

অনিকেত এর ছবি

গুরু গুরু জটিল লাগল বস............

ফকির লালন এর ছবি

ধন্যবাদ, ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ভালো থাকুন, গান কৈ?

অরফিয়াস এর ছবি

সবাই কবিতা লেখে কিন্তু কেউ কেউ মনে হয় কবি হয়। গুরু গুরু

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

একটু অন্য ভাবে বলি। অনেকেই কবিতা লেখে তবে খুব কম জনেরটা কবিতা হয়, কবি হয় আরও কম জনে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ফকির লালন এর ছবি

চেষটা করছি, জানিনা কি হয়।।।।।।।।।।।।।।।।।

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তানিম এহসান এর ছবি

দারুণ! আপনার কবিতা আমার সবসময়ই খুব পছন্দ।

ফকির লালন এর ছবি

ধন‌্যবাদ তানিম।

রোমেল চৌধুরী এর ছবি

ভারি ভালো লাগলো!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মাসুদ সজীব এর ছবি

চলুক চলুক
সচলের পড়া অন্যতম সেরা কবিতাগুলোর একটি।

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।