৩০ | লিখেছেন বালক (তারিখ: বিষ্যুদ, ১৮/১০/২০১২ - ২:৩৭পূর্বাহ্ন)
অনেক ভালো লাগলো।
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
মন্তব্য
বালক প্রেমের কবিতা! কখনো পুরনো হয়না। অসাধারণ কবি!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ার বালক বেলা!
বালক প্রেমের কবিতা! কখনো পুরনো হয়না। ঠিক
তিন মাস বারো দিন কি প্রার্সোনাল প্রোপার্টি ( ব্যক্তিগত কোন হিসেব), নাকি শুধু কবিতার খাতিরে ব্যবহৃত কিছু সংখ্যা?
ভালো থাকা হোক।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
নারে ভাই, তেমন পারসোনাল কিছু নয়। দিনের হিসেব রাখলে তো ার ভোলা হয়না। সেই বৈপরিত্যটাই কবিতা কি?
এই ভুলতে চাওয়াটাই তো বড় একটা প্রতিবন্ধকতা বস!! ভুলতে চাওয়াটাই অনেক কিছু মনে করিয়ে দেয়!
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ভাল হইছে
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
ধন্যবাদ।
চিঠি না লেখার মতো শত দুঃখ আজ শিরশির করে ওঠে
আঙুলে বা চোখের পাতায়।
নিউমার্কেটের পাশে হঠাৎ দুপুরবেলা
নীরার পদবী ভুলে যাই এবং নীরার মুখ।
জলে ডোবা মানুষের বাতাসের জন্য হাঁকুপাকু সেই অস্থিরতা -
নীরার মুখের ছবি
সোনালী চশমার ফ্রেম, নাকি কালো?
স্তম্ভের ঘড়িকে প্রশ্ন করি,
সোনালী? নাকি কালো?
(সুনীল গঙ্গোপাধ্যায়, কৃতঘ্ন শব্দের রাশিমালা)
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
এইসব লাইন ক্যাম্নে এরা লেখে, আহা
কবিতা ভাল লাগল।
- শুভ ।
ভুলেই থাকতে হয়।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
অনেকদিন পর ফকির লালন......
মুগ্ধতা জানিয়ে গেলাম কবি। দারুণ
ডাকঘর | ছবিঘর
ভিন্ন সুর, ভালো লাগলো কবি।
নতুন মন্তব্য করলাম
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
হুম... তাই কি?
কে জানে
আচ্ছা বাউন্ডেলে কেন? বাউন্ডুলে কেন নয়?
ভালো লেগেছে কবিতা।
অমি_বন্যা
ধন্যবাদ।
ভাল লেগেছে। চেনা অনুভূতি, সহজ প্রকাশ।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ধন্যবাদ।
ভালোলাগা জানিয়ে গেলাম, কবি!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
আপনার কবিতার প্রতি মুগ্ধতা আছে, তাই সসঙ্কোচে প্রশ্ন করি, 'বাউন্ডেলে' শব্দটা কি ঠিক হল?
উ দিয়ে দিলাম, ঠিক হলো কি
অনেক ভালো লাগলো।
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
অসাধারণ লেখনী
জটিল সুন্দর হইছে।সালাম।
সদস্যনাম: সময়
হুমায়ুন আজাদ স্যারের
এই কবিতাটার প্রচ্ছন্ন একটা ছায়া এসে পড়েছে মনে হলো আমার কাছে।এই ছায়াটুকু বাদ দিলে ভালোই হয়েছে।ভালোথাকুক কবি।
মাসুদ সজীব
নতুন মন্তব্য করুন