ফকির লালন এর ব্লগ

কবিতাণু

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শুক্র, ২৫/১২/২০০৯ - ২:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কর্পোরেট

বণিকের কড়ি কেনে সব,
কাব্য, লাস্য, প্রেম ও দু’গালের টোল!

পাপ

আমরা সব অন্ধ উঁইপোকা,
নিরন্তর কেঁটে চলি
ফুলেল রূপকথা।

হে জিপ্সী সময় ক্ষমা করো,
ক্ষমা করো,
আমাদের – ক্ষমা করো।

প্রতীক্ষা

কবিদের অভিসারী হবে বলে
স্বপ্নরা গতকাল ছুটিতে গ্যাছে।
শুধু এক সবুজ লাউডগা
আহ্লাদী হয়ে রয়ে গ্যাছে ঘরে –

যদি কেউ ঘরে ফেরে!

বিরহ

তুমি ভাবছো পালাবে,
তো, দরজা চেনো কি?

তুমি ভাবছো শৃংখলা,
ত...


কবিতা কিন্তু

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: বিষ্যুদ, ১০/১২/২০০৯ - ৩:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বেশ বাসী লেখা, বলতে গেলে প্রাচীন, এতদিন সাহস পাই নাই, আজ খাসা সব পোমো এন্ট্রি দেখে মনে হলো, দেখিনা কি হয়? সবই স্বতন্ত্র, আর এরা কিন্তু কবিতা ।

শিরোনামহীন

বউ ঠাকুরানীর হাঁটে আউলা এক বাউলা আইলো। প্রলাপে-আলাপে খালি মোক্ষের কথা কয়; মোক্ষ, মোক্ষ বইলা ফ্যানা তুইলা ফ্যালে। শালায় শ্রোতা পায়না কেউ, শুধু এক প্যাঁচা আর ইঁদুর নাকি ভক্ত তার, আর বাকী সব ফালতু। তাই দেইখা হা হা হাসে খ্যাঁকশিয়াল। ...


একদিন যদি সত্যিই দেখা হয়ে যায়

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ০৫/১২/২০০৯ - ৮:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

একদিন যদি সত্যিই দেখা হয়ে যায়
যেমন কখনো কখনো সত্য হয় রুপকথা ,
আমরা দু’জন- হঠাৎ কোথাও- মুখোমুখি।

বহুকাল ধরে যাকিছু জমানো বরফ,
কথা, অভিমান, অথবা বুকপকেটে
নিয়ে ঘোরা জগদ্দল পাথরের মতো
বহু প্রাচীন প্রশ্ন কোন এক,
ইলিশের মসৃন পেটের মতো
স্মৃতির গহন থেকে যদি ছলকে ওঠে -
বর্তমানের রৌদ্র স্নানে।

অথবা এমনও কি হতে পারে
(মাফ করো, পৃথিবীতে কতো অলৌ্কিক
আর অসম্ভব ঘটনাইতো ঘটে)
যে তোমারও আছে কিছু ...


তোমারই মেঘে তবু ...

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ২১/১১/২০০৯ - ১:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তুমি ঝাঁসির রানী
নাকি রাজিয়া সুলতানা,
সে কথা ভেবে ঝাঁপ দেইনি,
সেই ছিলো ভুল এক
তাই দিলে যাব্জ্জীবন -
সারাটা জন্ম কাটলো বিষাদে।

এর চেয়ে ফাঁসি ছিলো ভালো
না পাওয়া শেষ হতো একবারে -
কিছু নাইতো, বেশ নাই,
না পেলে কি আর করা -
দিতে পারো, কিন্তু দাওনা
নিতে পারো কাছে টেনে, কিন্তু নাওনা,
তার চেয়েতো কম হতো দহন।

আশা বড়ো সর্বনাশী
যতো তারে বুকে পুষি,
কেবলই ক্রমঘুর্নায়মান ধারে তার,
ততো সে কাটে স্বপ...


উইল কিংবা পোস্টমর্টেমের কবিতা

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ০৭/১১/২০০৯ - ৪:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এরকমই কথা ছিলো যে আমরা
চলে গ্যালে সেই দেখে রাখবে সব -
এই চরাচর, আদিগন্ত অন্তহীনতা,
নিঃসঙ্গ দুপুর, বিনিদ্র অন্ধকার, আর
যাকিছু আমাদের একান্ত উত্তরাধিকার।

অরণ্যের মধ্যে সে থাকবে সবুজের
প্রতিনিধি হয়ে, যেমন ঠাঁয় একপায় অপেক্ষায়
ইটের ভাঁটার চিমনী - একালের তালগাছ,
অদম্য ক্ষুধার পোস্টার হয়ে নিঃগলিত নিঃশ্বাসে
নিয়ত উসকে দেয় মেঘেদের কৌ্তুহল।

কথা ছিলো, যদ্দিন না ফিরি,
সেই আঁগলে রাখবে ...


সে এক একাকী ফিনিক্স

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ৩১/১০/২০০৯ - ৪:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

( সহমর্মী ষষ্ঠ পান্ডব কে)

পুরোটা বালকবেলা খরচ করে
কিশোরীর হাতে ঘুড়ি হতে চেয়েছিলো সে,
যে ঘুড়ি পাবে বলে
অনেকটা আলপথ এসেছে হেঁটে কিশোর একাকী,
পলিমাটি কাতর বিগতা নদীবুকে
দাঁড়ানো বিষন্ন চিমনীগাছ ছাড়িয়ে
যে ঘুড়ি ওড়ে অনেক ওপরে,
একদম আকাশের বুকের ভেতর -
লাটাইয়ের শৃংখল ছিঁড়ে যে ছোঁয় মেঘের নরম
ঠোঁট; যে ভাসে কোন ভীরুতা ছাড়াই, অনাবিল -
যতক্ষণ না গোধুলী চুমু খায় পাখিদের পালক;
কিংবা তারাদে...


নিরুদ্দেশ, তোমার যাত্রায়

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ১৭/১০/২০০৯ - ৪:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বহু চৌকাঠ পেরিয়ে তবে তোমাতে ফেরা হয়,
মহাসড়ক থেকে গলি, তস্য গলি পেরিয়ে
তবে খুঁজে পাই সঠিক ডোর বেল।

যে রাতে জ্যোস্নার মার কাটারি
চাঁদের উঠানে তারাদের তুমুল আড্ডা বিলাস,
সে রাতে সাহস করেছিলাম তোমার যাত্রায় -
ছুঁতে চেয়েছিলাম কৃষ্ণচূড়ার চেয়েও আঁচল লাল,
মেঘের কান্নার মতো চুলের বিনুনী বাহার,
কাক-কালো চোখ, আর নরম ঠোঁটের গালিচা।

তবু বহু দূরে রয়ে যায় ঠিকানা তোমার,
চৌ্রাস্তার কোনো ট্রা...


স্কয়ার ফিট

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শুক্র, ০৯/১০/২০০৯ - ১০:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সবচেয়ে ছোটটা যখন ছোট ছিলো তখন তাকে কোলে নিয়ে তিনি বারান্দার অইখানে দাঁড়াতেন।

একবার মাকে না বলে পিকনিকে যাওয়ায় তাকে ঘরে ঢুকতে দেয়া হয়নি, বেচারা এখানে দাঁড়িয়ে ছিলো বহুক্ষন। উনি চলে যাবার পর তিনি এইখানেই একটা অর্কিড লাগিয়েছিলনে টবে - সেটাও বাঁচেনি।

আজ বারান্দাটা ভাঙ্গা হবে। অই ছোটটাই সেদিন বোঝাচ্ছিলো যে এসব ইম্প্রাক্টিকাল ইমোশনের চেয়ে পার স্কয়ার ফিটের দাম অনেক বেশী।

এখন আর...


মেঘ বন্দনা

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: সোম, ০৫/১০/২০০৯ - ৮:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

(ঝরাপাতার 'বৃষ্টি বিলাস' পড়ে)

আকাশ জুড়ে মেঘের আনাগোনা,
মনের মধ্যে তা-তা-থৈ-থৈ।
মেঘ, আজ তুই ঝরে খুশী হ,
আজ তুই ঝরিস মন মতো,
যতো চায়, যেমন চায়, তেমনই
ঝরিস; বান থেকে ঝরে ঝরে
প্লাবন হো্স আজ, আর কোন
বাঁধা নেই; প্রবল, মৃদু, মাঝারী -
যেমন চায়, আজ তোর, তেমন
ইচ্ছের দিন; শুধু তুই ঝরে ঝরে যা,
ভাসা দু’কুল, যা কিছু সংরক্ষিত,
তার সব ভেসে যাক আজ।
পৃথিবীর যত গ্লানি, যত কালো
জমে আছে বুকে, আজ, তুই তারে
ভাসা; ঝর, ঝ...


শরণাগত

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ০৩/১০/২০০৯ - ৩:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটা মানুষ
দাঁড়ায়ে আছে পাড়ে -
তুমি তারে - সাড়া দাও।

একটা মানুষ করতল মেলে দ্যাখে
আঙ্গুল গলে পড়ে গ্যাছে সব
ক্রোধ, দুঃখ, স্বেদ –
তুমি তারে - খানিকটা জল দাও।

একটা মানুষ খুঁড়ে আনে সব
যতখানি মায়া না পেলে
মানুষেরা ম্যালেনা প্রজাপতি-পাখা, ততখানি -
তুমি তারে - চোখ মুছে দাও।

একটা মানুষ সবটুকু হারায়ে আজ তার,
নতজানু হয়ে দাঁড়াতে এসেছে পাশে
পিছে ফেলে আজন্ম সংস্কার -
তুমি তারে - একটুকু ছায়া দা...