Frequently Asked Questions - বাংলা লেখা

Step: 1
First of all, you need to install support for Windows complex script to view complex Asian characters like Bangla. You can download it from here (alt). Run it and install.

Step: 2
Install an Unicode Bangla font. You can download a nice Bangla font from here. Download it and copy that file into Control Panel > Fonts. After copying the font press F5 twice. It will refresh the font list Window.

Step 3
Configure you browser so that it uses your newly installed Bangla unicode font.

  1. For Internet Explorer user, go to Tools > Internet Options. Click on the Fonts button. Then select Language Script : Bengali, Webpage font: BNG. Click Ok.
  2. For Firefox user, go to Tool > Options. Then go to Contents tab. Click on the Advanced under Fonts and Colors option. Select Fonts for Bengali, and select BNG as Serif, San serif and Monospace font.

You are DONE after browser configuration.

For more in this issue under different Operating systems, visit this Wikipedia page or see this post.

সচলায়তন এবং বর্তমানে প্রায় সমস্ত বাংলা ওয়েবসাইট ইউনিকোডে তৈরী। তাই নতুন কম্পিউটারে আপনাকে একবার বাংলা ইউনিকোড সেটআপ করতে হবে। এতে করে ইউনিকোডে তৈরি সব বাংলা সাইট পড়বার উপযোগী হয়ে যাবে।

পদক্ষেপ ১
বাংলা ঠিক মতো দেখাতে উইন্ডোজে কমপ্লেক্স স্ক্রিপ্ট ইন্সটল করতে হবে। না করা থাকলে, ফায়ারফক্স বা মোজিলা এবং কখনও কখনও ইন্টারনেট এক্সপ্লোরারও সমস্যা করে। কমপ্লেক্স স্ক্রিপ্ট পাবেন এখানে বা এখানে

পদক্ষেপ ২
এবার প্রয়োজন একটি ভালো ইউনিকোড ফন্ট। ফন্ট পাবেন এখানে । ফন্টটি ইন্সটল উইন্ডোজের ফন্ট ফোল্ডারে কপি করে কন্ট্রোল প্যানেলে গিয়ে ফন্টস এ ক্লিক করুন। তারপর F5 চাপ দিন দুবার। এতে ফন্ট রিফ্রেশ হবে।

পদক্ষেপ ৩
এবার আপনার ব্রাউজারকে এই ফন্টটিকে চিনিয়ে দিন বাংলা বর্ণ হিসেবে।

ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করলে,টুলস>ইন্টারনেট অপশনস মেনুতে গিয়ে ফন্টস এ ক্লিক করুন। এবার ল্যাংগুয়েজ স্ক্রীপ্ট বেঙ্গলি এবং ওয়েবপেজ ফন্ট BNG সিলেক্ট করুন।

ফায়ারফক্স ব্যবহার করলে, টুলস > অপশনস মেনুতে গিয়ে কনটেন্টস ট্যাবে ক্লিক করুন। এবার ফন্টস অ্যান্ড কালারস সেকশনের অ্যাডভান্সড বাটনে ক্লিক করুন। এবার ফন্টস ফর = বেঙ্গলী, সেরিফ=BNG, স্যান সেরিফ=BNG এবং মনোস্পেস = BNG সিলেক্ট করুন ।

ব্যস বাংলা সেটাপ হয়ে গেল। এরপর আপনার মোটামুটি নিচের ছবির মতো দেখতে পাওয়া উচিত সচলায়তনকে:
সচলায়তন যেমনটা দেখা উচিতসচলায়তন যেমনটা দেখা উচিত

You can use install Avro to write Bangla in Sachalayatan. However, it is also possible to write Bangla anywhere in Sachalayatan without installing any software in your computer. Just go to any text field of Sachalayatan any follow the instructions below.

  • To write in English press Ctl + Alt + E or press Esc.
  • To write Bangla in Unijoy keyboard, press Ctl + Alt + U.
  • To write Bangla in Bijoy, press Ctl + Alt + B
  • To write in Bangla in Somewherein Phonetic, press Ctl+ Alt + P.

Please see this post for more.

সচলায়তনে যে কোন টেকস্ট বক্সে সহজেই বাংলা লেখা সম্ভব। যে কোন টেক্সট ফিল্ডে গিয়ে শর্টকাট KEY চাপুন।

  • ইংরেজি টাইপ করতে Ctl+Alt+E বা Escape চাপুন
  • ইউনিঅমুক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+U চাপুন
  • অমুক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+B চাপুন
  • ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+P চাপুন
  • ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+A চাপুন
  • প্রভাত পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+V চাপুন

অনেক সময় বাংলা লেখার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা আপনাকে অভ্র বাংলা কিবোর্ড টুলটি ব্যবহার করতে বলবো। অভ্র বাংলা কিবোর্ড টুল ডাউনলোড করুন এখান থেকে। এছাড়া একটি অনলাইন লেখনী ও কনভার্টার পাবেন এখান থেকে

নিচের ভিডিওটি আপনাকে বাংলা মন্তব্য যোগ করার ব্যাপারে সহায়তা করবে।

সচলায়তন আপনাকে বাংলা লেখা ব্যবহারের সর্বোত্তম অভিজ্ঞতা উপহার দেবার জন্যে বদ্ধ পরিকর। সে কারণে অন্যান্য বাংলা ওয়েবসাইটের মত নির্দিষ্ট একটি ফন্ট ব্যবহারের বদলে সচলায়তনে আপনি আপনার পছন্দের যে কোন ফন্ট এবং তার আকৃতি বেছে নিতে পারবেন।

এটি করতে আপনি প্রথম পেইজ বাদে যে কোন পোস্টে চলে যান। প্রথম পেইজ বিভিন্ন ধরনের উপাত্তের জন্য জায়গা বাঁচাতে এটা করা হয়েছে। যে কোন পোস্টে ঢুকলে আপনি দেখবেন হাতের ডানে উপরে লেখার আকার নামে একটি ব্লক রয়েছে। সেখানে + বা - চিহ্ন ক্লিক করে আপনি লেখার আকার বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। = চিহ্নটি ক্লিক করলে আবার সেটি আগের আকারে ফিরে আসবে।

ফন্ট বদলাতে টেক্সটবক্সে সঠিক ভাবে ফন্টের ইংরেজী নাম টাইপ করে "যাও" ক্লিক করুন। তাহলে সেই ফন্টটি সেট হয়ে যাবে। কোন ফন্টের সঠিক ইংরেজি নাম জানতে আপনার কন্ট্রোল প্যানেলের ফন্ট ফোল্ডারে যান এবং স্ক্রল করে পছন্দের ফন্টের কাছে যান। সেখানেই সেই নামটি দেখতে পাবেন।

আপনাদের সুবিধার্থে বহুল প্রচলিত কিছু ইউনিকোড বাংলা ফন্টের নাম এখানে দেয়া হল। এটাকে কপি পেস্ট করলেই কাজ করবে।

  • Mukti
  • SolaimanLipi
  • AponaLohit
  • SutonnyBanglaOMJ

এছাড়া এখান থেকে বা এখান থেকে জিপিএল লাইসেন্সের অধীনে যে কোন ফন্ট ব্যবহার করতে পারেন।

তাছাড়া ইন্টারনেট এক্সপ্লোরারে ডাইনামিক ফন্ট পদ্ধতির মাধ্যমে আপনার কম্পিউটারে কোন ফন্ট ছাড়াও দেখার ব্যবস্থা করতে কিছু ওপেন সোর্স ফন্টের ব্যবস্থা আছে সচলায়তনে। সেগুলো ব্যবহার করলে কোন ফন্ট ইনস্টল করা ছাড়াই ইন্টারনেট এক্সপ্লোরার থেকে সচলায়তন পড়তে পারার কথা।

ব্যঞ্জনবর্ণ
k kh/K g gh/G Ng c/ch C j jh/J NG t th d dh N
T Th D Dh n p ph/f b bh/v m z r l
sh S s H tt R Rh y NN ng HH
স্বরবর্ণ
ি
ao A a I i II ii U u UU uu
E e OI oi O o OU ou WR wr
বিশেষ অক্ষর
যুক্ত হসন্ত র-ফলা ব-ফলা য-ফলা রেফ zwj zwnj
+ + +r +b/+w Y r+ ~ ` .
ব্যঞ্জনবর্ণ
k K g G M c C j J & t T d D n f F q Q N p P b B m
Z r l x S s h * R X z > : H
স্বরবর্ণ
ি
A v a I i E e U u W w y [ Y { o ] O } V <
বিশেষ অক্ষর
যুক্ত হসন্ত র-ফলা ব-ফলা য-ফলা রেফ zwj zwnj
/ /- /r /b /Z r/ ` ~ . |
ব্যঞ্জনবর্ণ
j J o O q y Y u U I t T e E B k K l L b r R h H m
w v V M N n i | p P W & Q \
স্বরবর্ণ
ি
F gf f gd d gD D gs s gS S gc c gC C gx x gX X ga a
বিশেষ অক্ষর
যুক্ত হসন্ত র-ফলা ব-ফলা য-ফলা রেফ zwj zwnj
g g` z gh Z A ~ ` G gG

ফায়ারফক্সের এই বাগের জন্য ভার্সন ২.০.০.৭ এর আগের গুলোতে ঘাপলা করবে। ইন্টারনেট এক্সপ্লোরার ৭.০ এ ঠিক দেখাবে। ভিস্তার এপ্লিকেশনগুলোতেও ঠিক দেখাবে। তাই ফায়ারফক্সের লেটেস্ট ভার্সন বা ইন্টারনেট এক্সপ্লোরারের লেটেস্ট ভার্সন ব্যবহার করুন।

বিভিন্ন কির্বোডে র‌্যাব
----------------------
ইউনি - v`Zfh
অমুক - v`Zfh
ফোনেটিক - r`Yab
প্রভাত - r~/Zab
মাউস দিয়ে - র zwnj য-ফলা আ-কার ব

মুক্তি আর লিখন ফন্ট ব্যবহার করলে এটা ভেঙ্গে যায়। তবে সচলায়তনে ব্যবহৃত বাকি ফন্টগুলি ঠিক আছে। আর সচলায়তন ছাড়াও এই 'কি' গুলো অন্য যেকোন জায়গায় কাজ করার কথা।

সচলায়তন ইউনিকোড লেখা ব্যবহার করে। পুরোনো লেখাগুলি সাধারণত ইউনিকোডভিত্তিক হয় না। তাই সেগুলোকে ইউনিকোডে বদলাতে হয়।

সচলায়তনের অভ্যন্তরীন প্লেইন টেক্সট কনভার্টার

পুরোনো লেখা ইউনিকোডে বদলাতে প্রথমে আপনার পুরোনো লেখা পেস্ট করুন টেক্সটবক্সে। তারপর পেস্ট করা লেখা সিলেক্ট করে টেক্সটবক্সের উপর "বদলাও" চাপুন। কোন ধরনের লেখা সেটা বলে দিন bijoy, bij, bangsee, bang, boisakhi, boi, bornosoft, borno বা nukta, nuk এভাবে। তারপর ওকে ক্লিক করুন। আপনার নির্বাচিত লেখাটুকু বদলে যাবে ইউনিকোডে।

যেসব ফরম্যাট সাপোর্ট করা হয়ে থাকে, সেগুলি হচ্ছে

  • বিজয় - bijoy বা bij
  • বংশী - bangsee বা bang
  • বৈশাখী - boisakhi বা boi
  • বর্ণসফট - bornosoft বা borno
  • নুকতাযুক্ত লেখা - nukta বা nuk

পুরোনো লেখা বদলে নিন সচলায়তনেইপুরোনো লেখা বদলে নিন সচলায়তনেই

সচলায়তনের অভ্যন্তরীন রিচ টেক্সট কনভার্টার
(বিস্তারিত আসছে)

যদি কনভার্শনে কোন সমস্যা পান তাহলে support এট sachalayatan ডট com বা contact এট sachalayatan ডট com আপনার যে টেক্সট কনভার্ট করতে চাচ্ছিলেন সেটা এবং ভুল ভাবে কনভার্ট হওয়া টেক্সট দুটোই ইমেইল করুন।

অন্যান্য কনভার্টার

এছাড়া এই অনলাইন কনভার্টার, অভ্র অফলাইন কনভার্টারও বা নিকস কনভার্টারও ব্যবহার করতে পারেন।

অংকুর বাংলা সম্প্রতি মোজিলা ফায়ারফক্সের জন্য বাংলা বানান পরীক্ষক প্রকাশ করেছে। সেটা ব্যবহার করে খুব সহজেই সচলায়তনে লেখার সময় বানান পরীক্ষা করতে পারবেন। এটি ব্যবহার করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • মোজিলা ফায়ারফক্স ইনস্টল করা না থাকলে ইনস্টল করুন এখান থেকে
  • ফায়ারফক্স ব্রাউজ করার সময় ক্লিক করুন এই লিংক। একটা উইন্ডোতে ইনস্টল করার অপশন আসবে। "install" ক্লিক করুন।
  • ফায়ারফক্সের সবগুলো উইন্ডো বন্ধ করে আবার চালু করুন।
  • সচলায়তনে "ব্লগ লিখুন" ক্লিক করুন। ব্লগ লেখার ঘরে রাইট-ক্লিক করে "Spell check this field" সিলেক্ট করুন শুধুমাত্র যদি এটি টিক চিহ্নিত না থাকে। টিক চিহ্নিত থাকলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন "বাংলা"। নিচের ছবি দেখুন।

বাংলা বানান পরীক্ষাবাংলা বানান পরীক্ষা

এই বানান পরীক্ষকের ব্যাপারে কোন মতামত থাকলে অংকুর বাংলাফিডব্যাক ইমেইলে জানাতে পারেন। এছাড়া অমি আজাদের টিউটোরিয়ালটাও দেখতে পারেন।

আশা করি আপনার বাংলা লেখার অভিজ্ঞতার ঝুলি দিনে দিনে আরও ভারি হবে।