সিডরের ত্রাণ যেমন জরুরি, তেমনি জরুরি সে সম্পর্কে প্রস্তাব ও সমালোচনাগুলোও পাবলিক করা। এখানে বেশ কয়টি ব্লগ ও মন্তব্যে এমন কিছু পর্যবেক্ষণ ও মন্তব্য এসেছে, আমার মনে হয়ে সেগুলোর নির্বাচিত অংশ জাতীয় দৈনিকে প্রকাশ করা যায়। দৈনিক সমকালের সম্পাদকীয় ও মতামত পাতায় এগুলো ছাপা যায়। এ পর্যন্ত আসা ব্লগগুলো থেকে তা করতে গেলে এখনই কাজ শুরু করতে হয় এবং তার জন্য মডারেটরবৃন্দসহ লেখকদের সম্মতি দরকার।
আমাদের স্থান ছোট সেকারণেই পুরো রচনা না দিয়ে চুম্বক অংশগুলো সঙ্কলন করা যায়।
তার জন্য লেখকরা কে কোথায় থেকে লিখছেন, তা দরকার।
আমার মনে হয় এতে সচলায়তনের প্রচারও হবে।
সবার মতামত পাওয়া এত অল্প সময়ে কী সম্ভব? সেক্ষেত্রে মডারেটর কেউ কি সবার হয়ে সম্মতি বা অসম্মতি দিতে পানে?
মন্তব্য
লেখকদের আপত্তি না থাকলে সমস্যা নেই মনে হয়।
তবে চুম্বক অংশ বেছে নেয়াটা অনেকেরই প্রিয় না হতে পারে। আবার হতেও পারে।
আমি নিজে অবশ্য মনে করি ছোট্ট অংশ বেছে নিলে পুরো লেখাটার ভাব সেখানে আটানো মুশকিল।
তারচেয়ে বেছে বেছে সবচেয়ে ভালো দু'একটা ব্লগ বেছে নিলে কেমন হয়?
এই সাথে সাহস করে আরেকটা সম্ভাবনার কথা মাথায় এলো। এরকম হলে কেমন হয় সমকালের কোন এক পাতায় সপ্তাহের কোন এক দিনে ব্লগ কর্ণার বলে ছোট একটা জায়গা থাকলো, যেখানে সচলায়তনে প্রকাশিত সে সপ্তাহের ভালো মানের লেখাগুলো স্থান করে নিলো।
কেমন হয়?
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
প্রস্তাবে বিপ্লব !
------------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হ্যাঁ তা করা যায়। দেখি আগামি সপ্তাহ থেকে পারি কি-না।
আর এবারের জন্য, একটা বা দুটা লেখা ছাপলে সেটাকে লোকে কলাম হিসাবে নেবে। ব্লগের যে বহুস্বরিকতা, তা থাকবে না। আর সব লেখাতেই কিছু বিশেষ অংশ থাকে যেটা অনন্য বা আকর্ষণীয়। সেটা নেয়া যায়। বরং এটা ভাল না, প্রবাসী তরুণেরা দেশের জন্য কী ভাবছে কী করছে, তার খণ্ড খণ্ড দলিল দেশের মানুষের কাছে গেল। সবাই একমত ও উদার হলে সম্ভব।
::::::::::::::::::::::::::::::::::::
বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ফারুক ভাই,
আপনার এই পোস্টটাকে স্টিকি করে দেয়া হলো। আশা করি সবার নজরে পড়বে এবং খুব দ্রুতই সংশ্লিষ্টদের মতামত জানা যাবে।
ধন্যবাদ।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ধন্যবাদ। আমি ইতিমধ্যে কপি পেস্ট শুরু করেছি। এখন অনুমতির অপেক্ষা। তার জন্য আর আড়াই ঘন্টা সময় আছে। কিন্তু ওদিকে তো এখন রাত!
::::::::::::::::::::::::::::::::::::
বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ঠিকাছে।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
যাঁদের লেখার অংশবিশেষ প্রকাশের জন্য বাছাই করা হবে, তাঁদের সম্মতিই জরুরি।
হাঁটুপানির জলদস্যু
এই যে,এখনই মেকাপ দিলাম। অনুমতি ছাড়াই। তার জন্য দুৎখিত। আমার মনে হয় এটাই প্রথম বাংলাদেশে।
আচ্ছা, জ্বিনের বাদশা ও ধূসর গোধূলি কোন দেশে প্রবাসী। পারলে এখনই জানাও!
::::::::::::::::::::::::::::::::::::
বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
এখনই পেজ ছেড়ে দিলাম। আটজনের মন্তব্য আঁটাতে পেরেছি। বিতর্কটা থাকছে। আজ রাত ১১/১২ টার পর দেখা যাবে www.shamokal.com-এ। এখানে গিয়ে উপসম্পাদকীয় পাতায় ঢুকতে হবে।
দেখি, এদিকে কোনো অ্যান্টিবাণ পাওয়া যায় কিনা। আমার তড়িঘড়ি এডিটিং ও বাছাই দ্বারা উদ্বুদ্ধ হয়ে কোনো সচল বন্ধু যদি বাণ মেরে বসে! তাহলেও আমার ভাল লাগছে, সচলায়তন- তার মাস্টহেড, লোগো ও ঠিকানাসহ ছাপা হচ্ছে। কয়েক লাখ মানুষ তা দেখবে।
ভুল বা ত্রুটির জন্য আগাম ক্ষমাপ্রার্থী।
::::::::::::::::::::::::::::::::::::
বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
মডুদের আপত্তি নেই, লেখকেরা আপত্তি না করলেই হলো।
কোন কোন লেখা গেছে এটা জানতে পারলে ওরা কিছু বলতে পারতেন এখানেই।
ধুগো- জার্মানী।
জ্বিবা- জাপান।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
কালো বিড়াল, দিগন্ত, তীরন্দাজ ? কোথায় তাদের বাস?
সব নাম বলা যাবে না, তাইলে আকর্ষণ থাকবে না।
::::::::::::::::::::::::::::::::::::
বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
থ্যাংকস্ ফারুক ওয়াসিফ ভাই, আমি আমার নাম দেখে যার পরনাই পুলকিত। কালোবিড়ালের বাস ইউএস্এ তে। রিপ্লাই দিতে দেরি করে ফেললাম মনে হয়, এখনিতো দেশে রাত আটটার উপর বাজে।
হ্যাঁ, সরি আমি এখানকার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেরিয়ে গেছি।
যাক জানা তো হলো!
::::::::::::::::::::::::::::::::::::
বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
খুব দারুন ব্যাপার! দিগন্ত সম্ভবত ইউএস। তীরন্দাজ জার্মানী।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভালো উদ্যোগ।
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
কিন্তু সমকালের সাইটে গিয়ে আমি কোথাও খুঁজে পাচ্ছি না।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
সমকালে সচলগন
-----------------------------------------
ভালো নেই,ভালো থাকার কিছু নেই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হাসান মোরশেদ ভাই, পুরা সঠিক বল্লেন না; সচলদের সাথে অচল কালোবিড়ালও পাত পাইছে অইখানে।
কালোবিড়াল ভাইয়া, অচল (!) আপনি ও যে সচলায়তনের আংগিনাতেই আছেন ।
-----------------------------------------
ভালো নেই,ভালো থাকার কিছু নেই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
গতকালই দেখেছিলাম উদ্যোগটার কথা। খুবই ভালো লাগলো। কিন্তু লেখাগুলোর উৎস যে "সচলায়তন" সেটার উল্লেখ থাকলে ভালো লাগতো আরো।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
না, আমি কিন্তু প্রফেশনালিজম নিয়ে কিছু বলি নি। ভালোবাসা আছে, সেই ঠিক আছে। আরো একটু ভালোবাসারই বরং ছোঁয়া পেতাম সচলায়তনের উল্লেখ থাকলে। তবু ফারুক ওয়াসিফকে অসংখ্য ধন্যবাদ, এখন যা বলছি তা "বসলে দিলে শুইতে চায়" প্রবাদে গদগদ হয়েই বলার সুযোগ পাচ্ছি!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
না, ভালবাসা নাই, কিঞ্চিত প্রফেশনালিজম আছে। ভালবাসা এরকম সরবে প্রকাশ করা যায় নাকি মিয়া!সরি,আমাদের ওয়েবপেজের এডিটরিয়াল পাতায় ছবি দেয়া হয় না। ছবির সঙ্গে একটা ইন্ট্রো-ও দেয়া হয়েছিল ওটাও দেখি নাই। এখন নতুন ব্লগে পুরোটা দেখাচ্ছি। আর আমাদের ওয়েবপেজ ঠিক করতে বলছি। থ্যাংকস ফর এভরিথিং!
::::::::::::::::::::::::::::::::::::
বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ধন্যবাদ ফারুক ওয়াসিফ ,,, অনেক অনেক ধন্যবাদ বিষয়গুলো তুলে ধরার জন্য ,,,
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
সুশান্ত-র জবাবে বলি: প্রফেশনালিজম নাই এমন মনে হয়নি আমার কাছে। এমনিতে দৈনিকের টিনি স্পেসে ব্লগের বিশালায়তন আলোচনাকে একোমোডেট করা মুশকিল। তারপর দুইটার ফর্ম আলাদা। ফারুক ওয়াসিফ সাহসের পরিচয় দিয়েছেন। মনে রাখতে হবে ফারুক নিজে ব্লগার হলেও তার সম্পাদক আবেদ খান ব্লগার নন। ফলে বিষয়টা এত সহজ ছিল না হয়ত।
বাংলাদেশে এই প্রথম হলেও পশ্চিমে খবরের কাগজের প্রিন্ট এবং অনলাইন সংস্করণে ব্লগ থ্রেড প্রকাশের রেওয়াজ কিন্তু দাঁড়িয়ে গেছে। এইতো গতকালও আমি পাকিস্তানের বর্তমান পরিস্থিতির ওপর সাসকিয়া সাসে-র একটা ব্লগ থ্রেডসহ পড়লাম গার্ডিয়ানের পাতায়। ফারুককে ধন্যবাদ এই উদ্যোগের জন্য। অনলাইন সংস্করণে হয়ত অনেক কিছুই আসে না, কিন্তু আমার ধারণা প্রিন্ট সংস্করণে নিশ্চয়ই সচলায়তন সম্পর্কে দুয়েকলাইন ভূমিকা ছিল।
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
হ্যাঁ, আমিও তাই বলি। হাতি তো পুরা দেখাতে পারি নাই। এখন সাইজ করে ওয়েবে হাতি পাঠাবার চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে ইনশাল্লা।
::::::::::::::::::::::::::::::::::::
বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
সুন্দর প্রস্তাব। আমি সানন্দে রাজী। ধন্যবাদ!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
নতুন মন্তব্য করুন