একটা ভুল বোঝাবুঝি হওয়ায় এই পোস্ট। সমকাল সম্পাদকীয় পাতায় নিয়ম ভেঙ্গে গতকাল সিডর নিয়ে সচলায়তনের বন্ধুদের উদ্বেগ ও তৎপরতা তাদের ভাষ্যেই ছাপা হয়েছে। এবং সেখানে সচলায়তনের মাস্ট হেড লোগো অর্থাৎ গতকালের প্রচ্ছদও সগর্বে প্রকাশিত ছিল। কিন্তু ওয়েবপেজে সম্পাদকীয় কলামের ছবি দেয়া হয় না। তাই অনেকে ভেবেছেন যে, তাদের প্রিয় ব্লগ বেওয়ারিশ হতে দেখে বিরক্ত ও দুৎখিত হয়েছেন। তাই ভ্রম সংশোধনের নিমিত্তে এই কথা।
একদম ওপরে ইন্ট্রো ছিল এটা পাশে সচলায়তনের গতকালের প্রচ্ছদ:
সিডরের সংবাদ বিশ্বব্যাপী ছড়ানোর সঙ্গে সঙ্গেই প্রবাসী বাংলাদেশি তরুণরা বাংলা ব্লগগুলোতে সহমর্মিতার ডাক দেয়, শুরু করে ত্রাণ সংগ্রহ । আজ www.sachalayatan.com থেকে নির্বাচিত সংক্ষিপ্ত মন্তব্য তুলে দেওয়া হলো
মন্তব্য
ঠিকাছে।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
মনে হচ্ছে, তা-ই।
::::::::::::::::::::::::::::::::::::
বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ছবিতে ক্লিক করলে কিছু দেখা যাচ্ছে না।
আপনি কি ছবিটা সুমন চৌধুরীকে মেইল করে পাঠিয়ে দিতে পারেন?
হাঁটুপানির জলদস্যু
হাঁ, পাঠালাম।
::::::::::::::::::::::::::::::::::::
বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ফাইল হিসাবে আপলোড করলে ঝামেলা করতেছে। সেইটা আর মুছাও যায় না। ছবি আপলোড করার আরেক্টা তরিকায় দিতেছি। তাতে দুইটা লিঙ্ক দেখাবে। একটা আসল একটা নকল। নকলটা মুছতে অরূপ বা মুর্শেদের সহায়তা লাগবে।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
বস আপনে কোর্য়াক এক্সপ্রেস থেকে ডিরেক্ট এক্সপোর্ট মেরে ছবি দেন। তাতে ডিফল্ট থাকে CMYK। আপনাকে RGB তে ছবি পোস্ট দিতে হবে। CMYK প্রিন্ট নেবার জন্য ভালো কিন্তু ব্রাউজার ফ্রেন্ডলী না। এ কারনেই আমরা ছবিটা দেখতে পারছিলাম না।
তাছাড়া ৫০% আকারে ছোট করে দিয়েছি। ফাইল সাইজ কমাবার জন্য।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমি তাও দেখতে পাচ্ছি না। তবে রাইট ক্লিক করে সেভ পিকচার অ্যাজ দিয়ে সেভ করে প্রিভিউ হিসাবে দেখা যায়।
::::::::::::::::::::::::::::::::::::বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
এখন ঠিকাছে।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
প্রথম সমস্যা হলেও পড়তে পেরেছি। আপনাকে ধন্যবাদ!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
উদ্যোক্তা এবং লেখকদের অভিনন্দন।
বিষয়টি খুবই চমৎকার হয়েছে ।
দারুন । ফারুক ওয়াসিফকে ধন্যবাদ ।
-----------------------------------------
ভালো নেই,ভালো থাকার কিছু নেই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আলহামদুলিল্লাহ্।
::::::::::::::::::::::::::::::::::::
বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
আমার নাম ভুল লিখেছে, তারপরেও ধন্যবাদ।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
উদ্যোগের জন্যে আপনাকে আবারো ধন্যবাদ।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
যেমন ছিল আমি তেমনই রেখেছিলাম। তবে আমাদের রিডিং সেকশন বাংলা একাডেমী বানান অভিধান ফলো করে বানানটা ঠিক করে দিয়েছে। ওরা সম্ভবত নামের বানানে যে হাত দিতে নাই, তা ভুলে গিয়েছিল। যাই হোক, দুঃখিত।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
- আমার বানানেও বাংলা একাডেমির কাঁচি চালনা হয়েছে!
তবে পুরো জিনিষটা জোশ হইছে ফারুক ভাই।
কনফুসিয়াসের আইডিয়াটা যদি কোনভাবে প্রয়োগ করা যায়, সেটা হবে 'বেশি জোশ'। পেট মোটা রানাভাইকে সালাম দিয়েন আমার।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ্যাঁ সচলায়তনের ইতিহাসে এ প্রস্তাবের নাম হোক কনফুসীয় প্রস্তাব। এখন দেখি কী করা যায়। নীতিগতভাবে সমকাল একমত।
আর এখানে তো এক পাতলা রানা আছে। পেটমোটা রানা কোন জন?
""""""""""""""""""""""""""""""""""""
বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
নতুন মন্তব্য করুন