অনুবাদ করার সময় পাই নাই। পেলাম, জানানোর চেষ্টা করলাম। সঙ্গে দিলাম ব্রিটেনের গার্ডিয়ানে প্রকাশিত হামাসের রাজনৈতিক শাখার প্রধান খালেদ মিশালের একটি লেখার লিংক: কোনো বর্বরতাই আমাদের মুক্তির সংকল্পকে দমাতে পারবে না
This report confirms that these attacks are quite deliberately directed against civilians, using new unconventional weapons.
This is a carefully planned humanitarian catastrophe. How can anybody in the right mind support the actions of the Israeli government.
Our objective is to reveal the truth regarding the attacks on Gaza.
Read this interview with a distinguished and courageous Norwegian doctor.
Dr. Mads Gilbert
Here are some of the highlights.
"The Israelis are using a new type of very high explosive weapons which are called Dense Inert Metal Explosive (DIME) and are made out of a tungsten alloy. These weapons have an enormous power to explode."
"these weapons will have a cancer effect on those who survive. They will develop cancer we suspect."
"All that is happening in Gaza here now is against international law, it is against humanity"
"Almost all of the patients we have received have these sever amputations. They seem to have been affected by this kind of weapon. Of course, we have many fragment injuries and burns but those who have got their limbs cut off, constitutes quite a large proportion.
You know we have a lot to do. Palestinian doctors, nurses and paramedics do an incredibly heroic job to save their people. Doctor Eric and I are just a small drip in the ocean, but we learn from them."
And then decide where do you stand.
We stand with the people of Palestine whose lives are being destroyed.
We stand in solidarity with their struggle.
We stand for humanity against the US-Israeli war criminals.
Michel Chossudovsky, Global Research, January 5, 2009
--------------------------------------------------------------------------------
Doctor Mads Gilbert is a member of a Norwegian triage medical team present in the besieged Gaza Strip. The team has exposed that Israel has used depleted uranium weapons in its war on the impoverished territory which is home to 1.5 million Palestinians. He described the conditions inside Gaza in an exclusive Press TV interview.
Press TV: What can you tell about the uranium findings?
Dr. Mads Gilbert:The findings about the uranium I cannot tell you much about, but I can tell you that we have clear evidence that the Israelis are using a new type of very high explosive weapons which are called Dense Inert Metal Explosive (DIME) and are made out of a tungsten alloy.
These weapons have an enormous power to explode.
The power of the explosion dissipates very quickly and the strength does not travel long, maybe 10 meters, but those humans who are hit by this explosion, this pressure wave are cut in pieces.
This was first used in Lebanon in 2006, it was used here in Gaza in 2006 and the injuries that we see in Shifa [Hospital] now, many many of them I suspect and we all suspect are the effect of DIME weapons used by the Israelis.
On the long term, these weapons will have a cancer effect on those who survive. They will develop cancer we suspect. There has been very little research on this but some research has been among other places in the United States, which show that these weapons have a high tendency to develop cancer. So they kill and those who survive risk having cancer.
Press TV: And what do you have to say about this?
Dr. Mads Gilbert: All that is happening in Gaza here now is against international law, it is against humanity and I think it is against what it means to be a decent person. You don't treat other people like this. Even if you disagree with him… maybe even if you fight with them, you don't treat civilians, children and women like this.
And I have an appeal to the Israeli doctors and nurses. They are my colleagues. We belong to the same international community, the medical community. I wish that the good doctors and nurses in Israel tell their government to stop these atrocities. We cannot continue with this. We may differ in opinions, but you cannot treat the civilian Palestinian population in Gaza in this way.
Today, they were bombing in Gaza City; we received 150 wounded and more than 50 killed.
Press TV: Only at Shifa?!
Dr. Mads Gilbert: Yes, here in Shifa. I treated a ten-year-old boy. He had his whole chest filled with fragments from the bomb. On his lap was another person's leg that had been cut off. We resuscitated him and did everything we could do to save his life but he died between our hands.
This is such a terrible experience and behind the numbers that you report all the time, there are human beings, families, women, grandmothers, children. That is in fact the reality in this situation. Those who are paying the price for the Israeli bombardments now are the common people, the Palestinian people.
Half of the population in Palestine are below 15 years and 80 percent of the people in Gaza live below the level of poverty defined by the UN. Now they don't have food, they don't have electricity. It's cold they don't have warmth and in addition to that, they are killed.
This must be stopped.
Press TV How many people did you see that are effected by this weapon?
Dr. Mads Gilbert: Almost all of the patients we have received have these sever amputations. They seem to have been affected by this kind of weapon. Of course, we have many fragment injuries and burns but those who have got their limbs cut off, constitutes quite a large proportion.
You know we have a lot to do. Palestinian doctors, nurses and paramedics do an incredibly heroic job to save their people. Doctor Eric and I are just a small drip in the ocean, but we learn from them. Unfortunately, we don't have the time to do research, we have to save lives, but this question should be researched by the international community.
দেখুন: গাজা: একটি পূর্বঘোষিত গণহত্যার বধ্যভূমি
মন্তব্য
এই ইসরায়েলি হায়নাগুলোকে থামানোর কোন উপায় আমাদের হাতে নাই?
আবার লিখবো হয়তো কোন দিন
নিজ নিজ সরকারকে বাধ্য করুন জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
টিভিতে ঠিক এখনই দেখছি প্যালেস্টাইনের হাস্পাতালের দৃশ্য - সহ্য করা কঠিন!!!! এই জানোয়ারগুলো এরকম কেন????
মুরগীর পুস্তি(চামড়া) যেমন টাইন্না ছিড়ে এইসব বেজন্মাগুলার চামড়া তেমন টাইন্না ছিড়তে মন চাই। এর থেইক্কা খারাপ সম্বোধন এই মুহুর্তে মনে আসতেছে না।
----------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
ক্রোধ আসে এবং যায়, কান্না ঝরে এবং শুকায়, কিন্তু হে বন্ধু আপনার-আমার জীবনে আমরা কী করতে পারি তাদের জন্য, কি দিতে পারি ঐসব ছিন্নভিন্ন শিশুদের, তা ঠিক করা কঠিন।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
সেইটাই...
শুধুই অক্ষম ক্রোধ।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আর সহ্য করতে পারলাম।বহুদিন বহুবার ইহুদী বিদ্বেষী বন্ধুদের সাথে তর্ক করেছি, হিটলার এক নরপিশাচ, কোনভাবেই কোন মতেই তার ইহুদী নিধনযজ্ঞের সমর্থন কোন সভ্য মানুষ করতে পারেনা।
আজ সেই আমাকে অসভ্য হয়ে বলতে হচ্ছে হিটলার যা করেছিলে ঠিকই করেছিলো।এই মুহূর্তে এই পৃথিবীতে এক হিটলারের বড্ড প্রয়োজন।
প্রিয় শিমূল,
আপনার মানসিক অবস্থা সহজেই অনুমেয়। আমরা অনেকেই আপনার মতোই নিস্ফল ক্রোধে আর হতাশায় ছটফট করছি - কিন্তু, তারপরও বলবো - দয়া করে এভাবে বলবেন না। হিটলার কখনোই যা করেছিলো ঠিক করেনি!!
আজকে ঠিক যেভাবে ইজ্রায়েলের কারণে নিরপরাধ, আমার আপনার মত মানুষ মারা যাচ্ছে, হিটলারের কারণেও ঠিক তাই তো হয়েছিলো? তখন জার্মান ইহূদী আর এখন প্যালেস্টিনীয় মুস্লিম, জাতি-ধর্মের এই পার্থক্য আসলে কোন পার্থক্য কি?
আমার নিজের ছোট একটা মেয়ে আছে। খবরে ছোট ছোট বাচ্চাদের রক্তাক্ত শরীর (বা লাশ) কোলে নিয়ে বাবা-মা'দের মুখ যখন দেখছি, বারবারই নিজেকে আমি সে অবস্থায় কল্পনা করার একটা 'চেষ্টা' করছি এবং ব্যর্থ হচ্ছি! তবে, এটা কি পরিমাণ কষ্টের হতে পারে তা আমি একটু হলেও আন্দাজ করতে পারি। তারপরও বলবো 'ইহূদী' মানেই আমার কাছে শত্রু নয়। ইহূদী মাত্রেই ইজরায়েলের এই দমন-নীতি সমর্থন করে না।
আমাকে গালি হিসেবে নতুন শব্দ বেছে নিতে বললে আমি 'বুশ'/ 'এ্যারিয়েল শ্যারন'/ 'এহুদ অল্মার্ট'/'ওসামা-বিন-লাদেন'/'হিটলার'/'ভুট্টো'/'নিজামী'/...... এধরনের কয়েকটা নাম বাছাই করতাম। আমার কাছে এরা মানুষ নয়, এবং এদের আসলে কোন জাতি বা ধর্ম নেই। এদের বিভিন্ন সময়ে বিভিন্ন 'যৌক্তিক কারণ' ছিলো তাদের নিজ নিজ কীর্তির, যার ফলে কি হয়েছে আমরা সবাই জানি।
আমি খুব ভীতু একজন কা-মানুষ। ঘৃণা কি আর হয় না? হয় ঠিকই। তারপরও ঘৃণাটাকে বেশী দূর বাড়তে দিতে ভয় পাই। কি জানি, ঘৃণা করতে করতে কোন ভাবে যদি একদিন আমিও এদের মতো করেই ভাবতে শুরু করি!
ভালো থাকবেন। আরো লিখবেন। আমার মতপার্থক্যকে, প্লিজ, ব্যক্তিগত ভাবে নেবেন না।
আমি ইহূদীও বুঝিনা মুসলিমও বুঝিনা, আমি শুধু বুঝি একটা দু'বছরের বাচ্চা ভুতের ভয় পেতে পারে রূপকথার রাক্ষস তার ভয়ের জায়গা হতে পারে, কিন্তু একমাত্র ভীতিপ্রদ জিনিসের নাম সে জানে ইসরায়েলি এরোপ্লেন!! এ কোন্ জগতে বাস করাচ্ছি আমরা শিশুদের??
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
নতুন মন্তব্য করুন